- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান (High Representative of the Union for Foreign Affairs and Security Policy) হলেন কাইয়া কালাস (Kaja Kallas)। - তিনি ১ ডিসেম্বর ২০২৪ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন।
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে। - আর মস্তিষ্কের আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। - স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই আবরণটির তিনটি স্তর থাকে (ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার)। - মেনিনজেসের প্রাথমিক কাজ হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা।
- বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার জন্য ১৯৭১ সালে ইরানের রামসার শহরে বিশ্বের বিভিন্ন দেশ 'Convention on Wetlands' চুক্তি স্বাক্ষর করে। - ১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়। - এ চুক্তির আওতায় বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক সাইটকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। - বাংলাদেশ ১৯৯২ সালে এ চুক্তিতে স্বাক্ষর করে। - বাংলাদেশের দুটি এলাকা-সুন্দরবন (২১ মে, ১৯৯২) ও টাঙ্গুয়ার হাওড় (১০ জুলাই, ২০০০) রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে।
- বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি হলো বাসেল কনভেনশন। - এটি সুইজারল্যান্ডের বাসেলে ২২ মার্চ, ১৯৮৯ সালে স্বাক্ষরিত এবং ৫ মে, ১৯৯২ সালে কার্যকর হয়। - প্রতিষ্ঠাকালে ৫৩টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাসেল কনভেনশনে স্বাক্ষর করেছিল। - এগুলো হলো- বাসেল কনভেনশনের প্রধান উদ্দেশ্য ৩টি বিপজ্জনক বর্জ্য উৎপাদন হ্রাস ও সঠিক বন্দোবস্ত করা, সীমান্তে বর্জ্যের বাণিজ্য সীমাবদ্ধ করা এবং আন্তঃসীমান্ত বর্জ্যের ক্ষেত্রে একটি নিয়ন্ত্রক ব্যবস্থা স্থাপন করা।
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে ওঠা সভ্যতার নাম সিন্ধু সভ্যতা। - মহেঞ্জোদারো ও হরপ্পা অঞ্চল এ সভ্যতার অর্ন্তগত। - খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত এ সভ্যতার উত্থান-পতনের কাল। - আর সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক। - তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত। - দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।
- ১৯১২ সালে ডুবে যাওয়া জাহাজ “টাইটানিককে” নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম 'টাইটানিক'। - এটি ১৯ ডিসেম্বর, ১৯৯৭ সালে মুক্তি পায়। - এর পরিচালক ছিলেন জেমস ক্যামেরন। - চলচ্চিত্রটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে। - এটি এমন একটি প্রযুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটটিং সেবা প্রদান করে থাকে। - ২০০৬ সালে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন বাণিজ্যিকভাবে ক্লাউট কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। - Pay as You Go একটি সাম্প্রতিক payment service model, যা Cloud Computing সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে। - Azure মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম।
- অন্যদিকে Bing মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন এবং Amazon web Service (AWC), Amazon Elastic Computer (EC2) আমাজনের ক্লাউড প্লাটফর্ম।
- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত। - এ ওভারপাসে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলে ট্রেন আর ওপরে নির্বিঘ্নে চলাচল করে হাতিসহ অন্যান্য বণ্যপ্রাণী। - ১১ নভেম্বর, ২০২৩ সালে এলিফ্যান্ট ওভারপাসটির উদ্বোধন করা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল উরুগুয়ুতে অনুষ্ঠিত এবং স্বাগতিক দেশ হিসেবে দেশটি প্রথম বিশ্বকাপ জয়লাভ করে। - আর্জেন্টিনা ৩ বার বিশ্বকাপ (১ম-১৯৭৮, ২য়-১৯৮৬ এবং ৩য়-২০২২) জয়লাভ করে। - আর ব্রাজিল সর্বাধিক ৫ বার বিশ্বকাপ জয়লাভ করে।
- টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম (TSO) হলো স্পেকট্টা 70 সিরিজের RCA মেইনফ্রেম কম্পিউটারের জন্য একটি ক্লোজ অপারেটিং সিস্টেম। - এটি ১৯৬৮ সালে প্রথম বাজারে উন্মুক্ত করা হয়। - অপারেটিং সিস্টেমটি টাইম স্লাইস পদ্ধতি অবলম্বন করে এবং এটি একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। - এতে সমস্ত ইউজার একসাথে একই সিস্টেম ইউজ করে। - কিন্তু এখানে প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়।
- যে সকল উদ্ভিদের ফুল, ফল হয় এদের সপুষ্পক উদ্ভিদ বলে। - এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কান্ড ও পাতায় বিভক্ত। - যেমন: আম, জাম, কাঠাল, শাপলা, ধান, মরিচ প্রভৃতি।
অন্যদিকে, - যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। - মস, ফার্ন, ঢেকিশাক প্রভৃতি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ।
রক্ত: - প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। - একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%। - মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। - রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রঙ লাল হয়। - হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। - কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।
- উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। - এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। - মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। - ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। - আর ২৮ ডিসেম্বর, ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন। - ২৯ ডিসেম্বর, ২০২৩ সালে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়। - ৭ জুলাই, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে। - ৪ নভেম্বর, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয়।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডাক নাম বিবি। - তিনি তিনবার (১৯৯৬-৯৯,২০০৯-২১ এবং ২০২২) দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। - তার রাজনৈতিক দল লিকুদ পার্টি।
- দেশের প্রথম নারী অর্থমন্ত্রী (প্রতিমন্ত্রী) নাম ওয়াশিকা আয়শা খান। - তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। - তিনি ১৯৬৯ সালের ১৬ জুলাই চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। - তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
- The Great War বা মহাযুদ্ধ নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। - এটি ছিল দুটি জোটের (মিত্র শক্তি ও অক্ষ শক্তি) মধ্যে সংঘটিত একটি বিশ্বব্যাপী সংঘাত। - মিত্রশক্তির পক্ষে ছিল ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, ইতালি ও মার্কিন আর অক্ষশক্তির পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া ও তুরস্ক।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা মহাকাব্যিক স্বগতসংলাপ 'আমি শেখ মুজিব' গ্রন্থের রচয়িত আনিসুর রহমান। - মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বগত সংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে এ গ্রন্থটিতে। - মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগত সংলাপটি শেষ হয়েছে। - অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের আর্টস বিভাগ ২০১৬ সালের ১৫ আগস্ট স্বগতসংলাপটি প্রথম প্রকাশ করে। - পরে ২০১৭ সালে বাংলাদেশের অনন্যা প্রকাশনী বই আকারে তা প্রকাশ করে। উল্লেখ্য, আনিসুর রহমান ১৯৭৮ সালে টাঙ্গাইলের মধুপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাঙ্গালি-সুইডিশ কবি ও নাট্যকার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ এর উপরে যা নানা ভাষায় অনূদিত হয়েছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। - ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। - যেমন: মেঘ থেকে বৃষ্টি পড়ে। - প্রদত্ত উদাহরণে মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হওয়ার কথা বা মেঘ থেকে পানি বিচ্যুত হয়ে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, যা অপাদান কারকের শর্তের সাথে সাযুজ্যপূর্ণ। - সুতরাং, 'মেঘ' অপাদান কারক।
- যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না অর্থাৎ বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাই অসমাপিকা ক্রিয়া। - যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। - যেমন: বৃষ্টিতে ভিজলে সর্দি হবে। - এখানে 'ভিজলে' অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে পরিণতি বোঝাচ্ছে অর্থাৎ সর্দি হওয়ার কথা বলা হয়েছে।
পদ বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ: - শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে পদ বলা হয়। - বাক্যে ব্যবহৃত শব্দ বা পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা যায়। এই শ্রেণিবিভাগ বাক্যে প্রয়োগের ভিত্তিতে নির্ধারিত। - শ্রেণিগুলো হলো: ১. বিশেষ্য ২. বিশেষণ ৩. সর্বনাম ৪. ক্রিয়া ৫. ক্রিয়াবিশেষণ ৬. অনুসর্গ ৭. যোজক ৮. আবেগ।
- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরূঢ় শব্দ বলে। - যেমন: তুরঙ্গম। - 'স্ত্রী না থাকলেও যে সংযমী থাকতে পারে' বা 'ইচ্ছে করলেই দৌড়ের বেগ যে বাড়াতে পারে' অর্থ পরিত্যাগ করে 'তুরঙ্গম' শব্দটি শুধু 'ঘোড়া' অর্থে ব্যবহৃত হয়েছে।
- স্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বর্ণের স্বরূপ স্পষ্ট দেখা যায়, তা-ই স্বচ্ছ যুক্তবর্ণ। - যেমন: ম্প, ঙ্খ, প্ট, প্ত, প্প, ন্স, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, ইত্যাদি।
- অস্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বা কোনো একটি বর্ণ অস্পষ্ট, সে সব যুক্ত বর্ণকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে। - যেমন: - ষ্ণ = (ষ্+ণ); - গ + ধ = গ্ধ; - জ + ঞ = জ্ঞ; - ক্ষ = (ক্+ষ); - হ্ম = (হ্+ম); - গু = (গ্+উ) ইত্যাদি।
- দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। - বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। - যেমন: কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন। - প্রদত্ত উদাহরণে 'রাশি রাশি' দ্বিরুক্তি দ্বারা বিশেষ্য পদের বিশেষণরূপ ধনের আধিক্য বোঝানো হয়েছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।