সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) সহকারী পরিদর্শক -২০১৯ (48 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
নাফ নদী বান্দরবনের নাইখংছড়ি দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।নদীটি মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে।
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট
যুক্তরাষ্ট্র'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ 
বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে।
i
ব্যাখ্যা (Explanation):
সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। মিশরে অবস্থিত সুয়েজ খাল সিনাই উপদ্বীপকে মিশরের মূল খন্ড থেকে বিচ্ছিন্ন করেছে।
- এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। 
-  এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে, এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিক । ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন । তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন । জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে ।
i
ব্যাখ্যা (Explanation):
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত আছে।
i
ব্যাখ্যা (Explanation):
Gift of the gab - বাককটুতা
SYNONYM  power of delivering speech.
EXAMPLE  An advocate should have the gift of the gab.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Against (preposition): বিরুদ্ধে; বিপক্ষে;
i
ব্যাখ্যা (Explanation):
Befriend (verb transitive): কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; act as or become a friend to (someone), especially when they are in need of help or support.
i
ব্যাখ্যা (Explanation):
Adroit(adjective): expert or nimble in the use of the hands or body. cleverly skillful, resourceful, or ingenious:
i
ব্যাখ্যা (Explanation):
Luminous ভাস্বর; উজ্জ্বল; স্পষ্ট; দীপ্তিমিান্; পরিষ্কার; অংশুমান্; প্রাঁজল; আলোকদায়ক; সহজবোধ্য; জ্যোত্শ্মান্; স্নিগ্ধোজ্জ্বল; আলোকবিকিরণকারী; আলোক-উৎসারী; দীপ্ত; প্রভাময়;
Synonym:  incandescent; bright; clear; shiny; clean; radiant; perspicuous; illuminative; plain; shining; luminiferous; brilliant;
i
ব্যাখ্যা (Explanation):
'Repudiate='প্রত্যাখ্যান করা
 Disown =অস্বীকার করা
 Admit =স্বীকার করা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0