সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) সহকারী পরিদর্শক -২০১৯ (48 টি প্রশ্ন )
নাফ নদী বান্দরবনের নাইখংছড়ি দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।নদীটি মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে।
বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট
যুক্তরাষ্ট্র'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ 
বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে।





সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। মিশরে অবস্থিত সুয়েজ খাল সিনাই উপদ্বীপকে মিশরের মূল খন্ড থেকে বিচ্ছিন্ন করেছে।
- এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। 
-  এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে, এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিক । ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন । তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন । জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে ।

সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত আছে।




Gift of the gab - বাককটুতা
SYNONYM  power of delivering speech.
EXAMPLE  An advocate should have the gift of the gab.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Against (preposition): বিরুদ্ধে; বিপক্ষে;



Befriend (verb transitive): কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; act as or become a friend to (someone), especially when they are in need of help or support.
Adroit(adjective): expert or nimble in the use of the hands or body. cleverly skillful, resourceful, or ingenious:

Luminous ভাস্বর; উজ্জ্বল; স্পষ্ট; দীপ্তিমিান্; পরিষ্কার; অংশুমান্; প্রাঁজল; আলোকদায়ক; সহজবোধ্য; জ্যোত্শ্মান্; স্নিগ্ধোজ্জ্বল; আলোকবিকিরণকারী; আলোক-উৎসারী; দীপ্ত; প্রভাময়;
Synonym:  incandescent; bright; clear; shiny; clean; radiant; perspicuous; illuminative; plain; shining; luminiferous; brilliant;

'Repudiate='প্রত্যাখ্যান করা
 Disown =অস্বীকার করা
 Admit =স্বীকার করা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0