২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত?
Solution
Correct Answer: Option C
অর্থনৈতিক সমীক্ষা - ২০২২ অনুসারে।
∎ মোট জনসংখ্যাঃ ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার
∎ জনসংখ্যা বৃদ্ধির হারঃ১.৩৭%
∎ জনসংখ্যার ঘনত্বঃ ১১৪০/ বর্গ কি.মি
∎ গড় আয়ু /প্রত্যাশিত আয়ুষ্কালঃ ৭২.৮ বছর
∎ স্বাক্ষরতার হাড় (৭ বছরের +): ৭২.৮ বছর
∎ প্রাথমিকে ভর্তির হার(২০২০ সাল নাগাদ): ৯৭.৮১%
∎ পুরুষ ও নারীর অনুপাতঃ- ১০০.২ : ১০০
∎ ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত- ১ : ১৭২৪
∎ সুপেয় পানি গ্রহণকারীঃ ৯৮.৩%
∎ চলতি মূল্যে জিডিপিঃ ৩৯,৭৬,৪৬২ কোটি টাকা
∎ চলতি মূল্যে মাথাপিছু জিডিপিঃ ২৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা
∎ স্থির মূল্যে জিডিপিঃ ৩০,৩৯,২৭৩ কোটি টাকা
∎ স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৭.২৫%
∎ চলতি মূল্যে জাতীয় আয় (GNI): ৪১,২৪,০৭১ কোটি টাকা
∎ চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI): ২৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা