You have no right to do it. The word 'right' is-
Solution
Correct Answer: Option B
- এই বাক্যে 'right' শব্দটি দিয়ে কোনো কিছু করার অধিকার বা হক বোঝানো হয়েছে।
- এটি একটি ধারণা বা abstract idea-র নাম, যা বিশেষ্য (noun) পদ হয়।
- 'right'-এর আগে 'no' বসেছে, যা সাধারণত Noun-এর আগে বসে Noun-কে নির্দিষ্ট করে।
- বাক্যটিতে 'right' হলো 'have' ক্রিয়ার object (কর্ম)। Noun বা Pronoun সাধারণত object হয়।