Solution
Correct Answer: Option C
- ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকা ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে।
- এই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্রটি (Declaration of Independence) রচনা করেছিলেন টমাস জেফারসন।
- আমেরিকার ১৩টি উপনিবেশ একত্রিত হয়ে ব্রিটেনের বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল।
- যদিও ১৭৮৩ সালে 'প্যারিস চুক্তির' মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা মেনে নেয়, তবুও ১৭৭৬ সালকেই আমেরিকার স্বাধীনতার জন্মসাল ধরা হয়।
ভুল অপশনগুলো কেন হল না:
১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয়। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়। ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, এটি স্বাধীনতার সাল নয়।