সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে?
A বঙ্গোপসাগর ও আরব সাগর
B আরব সাগর ও লোহিত সাগর
C মরু সাগর ও আরব সাগর
D ভূমধ্যসাগর ও লোহিত সাগর
Solution
Correct Answer: Option D
⇒ সুয়েজ খাল মিসরে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা ১৮৬৯ সালে খনন করা হয়।
⇒ এই খালটি উত্তরে ভূমধ্যসাগর (Mediterranean Sea) এবং দক্ষিণে লোহিত সাগরকে (Red Sea) সংযুক্ত করেছে।
⇒ এই খাল খননের ফলে ইউরোপ থেকে এশিয়ায় আসার জন্য জাহাজগুলোকে আর পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না।
⇒ এর ফলে নৌপথের দূরত্ব ও সময় দুটোই অনেক কমে গেছে, যা বিশ্ব বাণিজ্যে বিপ্লব ঘটিয়েছে।