আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
A আফ্রিকা
B ইউরোপ
C দক্ষিণ আমেরিকা
D এশিয়া
Solution
Correct Answer: Option C
- বিশ্বের বৃহত্তম ও প্রশস্ততম নদী আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
- এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ আমেরিকার প্রায় ৬৩৮৭ কি.মি. পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
- আমাজন নদীর উপর আজও কোনো সেতু নির্মাণ করা হয়নি।