I do not ... his address.
Solution
Correct Answer: Option B
• প্রদত্ত বাক্যের শূন্যস্থানে remember বসালে বাক্যটি শুদ্ধ হবে। অন্যান্য অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ প্রায় একই মনে হলেও সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়।
• Remember. কোনো চেষ্টা ছাড়াই কিছু মনে করা; recollect- অনেক চেষ্টা করে মনে করা; remind- মনে করিয়ে দেয়া; recall- স্মরণ করা।