Kalam earns Tk. 8.50 per hour on days other than Sundays and twice that rate on Sundays. Last week he worked a total of 40 hours, including 8 hours on Sunday. What were his earnings for the week ?

A  Tk. 272

B  Tk. 340

C  Tk. 398

D  Tk. 408

Solution

Correct Answer: Option D

Solution:

প্রশ্নে বলা হচ্ছে যে, Kalam রবিবার ছাড়া অন্য দিনগুলোতে প্রতি ঘন্টায় 8.50 আয় করে এবং রবিবার অন্যান্য দিনগুলোর চাইতে ঘন্টা প্রতি দ্বিগুণ আয় হয় । গত সপ্তাহে সে রবিবারের 8 ঘন্টাসহ 40 ঘন্টা কাজ করলে তার কত টাকা আয় হয়েছিল ? 

Kalam রবিয়ার ছাড়া সপ্তাহে কাজ করে = 40 - 8 = 32 ঘন্টা

সে রবিবার ঘন্টা প্রতি আয় করে = 8.5 \( \times \) 2 = 17 টাকা  

সে গত সপ্তাহে রবিবারে আয় করে = 17 \( \times \) 8 = 136 টাকা 

সে গত সপ্তাহে রবিবার ছাড়া আয় করে = 8.50 \( \times \) 32 = 272 টাকা

সে গত সপ্তাহে আয় করে = 272 + 136 = 408 টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions