এক দল বা মতের অনুসারী বোঝায় নিচের কোন প্রবচন ?

A  ঝাঁকের কৈ

B  এক গোয়ালের গরু

C  হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী

D  ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে

Solution

Correct Answer: Option A

Solution:

  হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী হলো অযোগ্য নেতার অযোগ্য অনুযায়ী ।

 ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে হলো অভ্যাস সহজে পরিবর্তন হয় না ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions