'বিপরীতার্থ' ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয়?

A ধ্বনিতত্ত্ব

B রূপতত্ত্ব

C বাক্যতত্ত্ব

D অর্থতত্ত্ব

Solution

Correct Answer: Option D

শাখা আলোচ্য বিষয়
ধ্বনিতত্ত্ব-(ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন লোপ, ধ্বনিদল, বর্ণমালা, বাগ্যন্ত্র, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি।)

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব-( শব্দ দ্বিরুক্ত শব্দ, শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া, পারিভাষিক শব্দ, লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, প্রত্যয়, উপসর্গ ও অনুসর্গ, ধাতু, পদ(বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ), অনুজ্ঞা, ক্রিয়ার কাল, ক্রিয়ামূল ও পুরুষ।)

অর্থতত্ত্ব-( শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা ও বর্গ।)

বাক্যতত্ত্ব বা পদক্রম-( বাক্য ও বাক্যবিন্যাস, বাক্য রূপান্তর, উক্তি, বাচ্য ও বিরাম চিহ্ন, কারক, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ।)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions