বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
Solution
Correct Answer: Option A
- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস 'কল্পতরু' (১৮৭৪)। উপন্যাসটি সম্পাদনা করেছেন আনিসুজ্জামান।
- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিষ্ঠাবান হিন্দু ছিলেন। তাই ব্রাহ্মদের সম্পর্কে প্রবল বিতৃষ্ণা থাকায় মধুসূদন, নরেন্দ্র, রামদাস, শ্রীরূপদাস, শঙ্করী ঠাকুরাণী প্রভৃতি চরিত্রের মাধ্যমে ব্রাহ্মধর্মকে ব্যঙ্গ করে তিনি এ উপন্যাস রচনা করেছেন।
- তাঁর রচিত অন্যান্য রচনা: 'উৎকৃষ্ট কাব্যম' (ব্যঙ্গকাব্য- ১৮৭০) ; 'ভারত উদ্ধার (ব্যঙ্গকাব্য- ১৮৭৮); 'ক্ষুদিরাম' (উপন্যাস- ১৮৮৮); 'হাতে হাতে ফল (১৮৮২); 'পাঁচু ঠাকুর' (১৯০৯)।
- ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেন তাঁর সর্বশেষ উপন্যাস '১৯৭১'।
- 'সুতপার তপস্যা' ও 'একটি কালো মেয়ের কথা' নামে দুটি কাহিনীর সংযোগে রচিত '১৯৭১' উপন্যাসটি ১৯৭২ সালে প্রকাশিত হয়। একটি কালো মেয়ের কথা' অংশের কেন্দ্রীয় চরিত্র নাজমার মাধ্যমে একাত্তরের হাজার হাজার নির্যাতিত নারীর চরিত্র পরিস্ফুটিত হয়েছে।
- ১৯৬৫ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতাকে উপজীব্য করে তিনি রচনা করেন 'সুতপার তপস্যা' অংশটি।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক অবাস্তব ও অধিবাস্তব দৃষ্টিভঙ্গি এর কাহিনী নিয়ে রচিত উপন্যাস 'দৃষ্টিপ্রদীপ' (১৯৩৫)। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস 'বৈতালিক' (১৯৬০)।