Which of the following organization has stated Bangladesh as a 'Developing Country' ?
Correct Answer: Option C
Solution:
বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি মেনে নিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রথম
সুপারিশ করতে যাচ্ছে জাতিসংঘের দ্য কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ৯-১২ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সফর
করে সদর দপ্তরে যে প্রতিবেদন জমা দেয়, তাতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার তিনটি শর্তই বাংলাদেশ পূরণ করেছে বলে উল্লেখ করা হয় । এ প্রেক্ষাপটে মার্চ
২০১৮ অনুষ্ঠেয় CDP'র ত্রি-বার্ষিক সভায় বাংলাদেশ LDCs থেকে উত্তরণের প্রাথমিক স্বীকৃতি লাভ করবে । এরপর ২০২১ সালে CDP দ্বিতীয় পর্যালোচনা করবে । সব
শেষে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ LDC's থেকে বাংলাদেশের উত্তরণের অনুমোদন দেবে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions