সনেটের বৈশিষ্ট্য- i) চৌদ্দ চরণবিশিষ্ট ii) প্রতি চরণে চৌদ্দ মাত্রা iii) তিন পর্ব
Solution
Correct Answer: Option C
ইটালিয়ান শব্দ সনেট ধারার আদি কবি পেত্রার্ক এবং বাংলা সাহিত্যের প্রথম প্রবর্তনকারী মাইকেল মধুসূদন দত্ত । একটি মাত্র ভাব বা অনুভূতি যখন ১৪ অক্ষরের চতুর্দশ পঙক্তিতে (কখনো কখনো ১৮ অক্ষর ব্যবহৃত হয় ) বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায় ,তাকেই সনেট বা চতুর্দশ কবিতা বলে। সনেটের দুটি অংশ ।প্রথম ৮ চরণকে বলা হয় অষ্টক ।শেষ ৬ চরণকে বলা হয় ষটক ।