'মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর।' - এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে।
A জীবণ-সঙ্গীত
B আমার পরিচয়
C তাহারেই পড়ে মনে
D কপোতাক্ষ নদ
Solution
Correct Answer: Option D
পঙক্তিটি ঈশ্বরচন্দ্র গুপ্তের বিখ্যাত 'স্বদেশ' কবিতার ।এ কবিতার প্রবল দেশপ্রেম ফুটে উঠেছে ।তেমনি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রবল ও প্রগাঢ় দেশপ্রেম প্রকট হয়ে ধরা দিয়েছে