'শশাঙ্ক'-এর সমার্থক শব্দ কোনটি?

A সমুদ্র

B সূর্য

C সৈকত

D চাঁদ

Solution

Correct Answer: Option D

⇒ ‘শশাঙ্ক’ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায়: শশ (খরগোশ) + অঙ্ক (চিহ্ন)। অর্থাৎ যার কোলে বা দেছে খরগোশের মতো দাগ বা চিহ্ন আছে।
⇒ প্রাচীনকালে মানুষ চাঁদের কলঙ্ক বা দাগকে খরগোশের আকৃতি মনে করত, তাই চাঁদের আরেক নাম ‘শশাঙ্ক’।

⇒ অপশনগুলোর মধ্যে:
• সমুদ্র = সাগর, অর্ণব, জলধি।
• সূর্য = ভানু, রবি, দিবাকর।
• সৈকত = সমুদ্রত তীর, বালুকাময় স্থান।
• চাঁদ = শশাঙ্ক, সুধাকর, বিধু, নিশাকর, সোম।

⇒ সুতরাং, ‘শশাঙ্ক’-এর সঠিক সমার্থক শব্দ হলো ‘চাঁদ’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions