What is FDI ?
Correct Answer: Option D
FDI বা Foreign Direct Investment হচ্ছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ । একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে বিনিয়োগ, কারণ বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থানের সৃষ্টি হয় । আর সরাসরি বিদেশী বিভিন্ন সংস্থা বা কোম্পানির কোনো দেশের অভ্যন্তরে বিশেষ কোনো Sector এ বিনিয়োগ করলেই তাকে FDI বলে । যে দেশের FDI যত বেশি সেই দেশ তত দ্রুত উন্নত হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions