Which of the following country is known as the 'Land of White Elephant' ?
Solution
Correct Answer: Option D
- থাইল্যান্ডকে 'শ্বেতহস্তীর দেশ' বা 'Land of White Elephant' বলা হয়।
- ঐতিহাসিকভাবে থাইল্যান্ডের রাজার কাছে সাদা হাতি পবিত্রতা ও রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য হতো।
- প্রাচীন শ্যামদেশে (বর্তমান থাইল্যান্ড) সাদা হাতিকে সমৃদ্ধি ও সৌভাগ্যের চিহ্ন মনে করা হতো এবং এগুলোকে যুদ্ধ বা কাজে ব্যবহার না করে অত্যন্ত সম্মানের সাথে পালন করা হতো।
- এই সাদা হাতিগুলো পুরোপুরি সাদা রঙের হয় না, বরং এদের গায়ের রঙ কিছুটা গোলাপি বা হালকা ধূসর আভার হয়ে থাকে।
- থাইল্যান্ডের পতাকায় ১৯১৭ সাল পর্যন্ত সাদা হাতির প্রতীক ছিল, যা দেশটির সংস্কৃতিতে এই প্রাণীটির গুরুত্ব তুলে ধরে।