মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

A আর্তনাদ

B শঙ্খনীল কারাগার

C জাহান্নাম হইতে বিদায়

D কাঁটাতারে প্রজাপতি

Solution

Correct Answer: Option C

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়' ( ১৯৭১ ) । তার রচিত আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উন্যাস- নেকড়ে অরণ্য ( ১৯৭৩ ), দুই সৈনিক ( ১৯৭৩ , জলাংগী ( ১৯৮৬ ) । মুক্তিযুদ্ধভিত্তিক 'রাইফেল রোটি আওরাত' ( ১৯৭৩ ) ও 'হাঙ্গর নদী গ্রেনেড' ( ১৯৭৬ ) উপন্যাসের রচয়িতা যথাক্রমে আনোয়ার পাশা ও সেলিনা হোসেন । 'বং থেকে বাংলা' উপন্যাসের রচয়িতা রিজিয়া রহমান । এ উপন্যাসে আদিকাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের নৃতাত্ত্বিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions