- Present indefinite tense-এ থাকা interrogative sentence-কে direct speech -থেকে indirect করার নিয়ম: sub + asked + obj + if + sub + was/were+ বাকি অংশ + ?। - অর্থাৎ সঠিক indirect form- She asked me if I was happy in my new job.
- আমাদের শরীরে বেশ কিছু রাসায়নিক পদার্থ, খনিজ ও লবণ রয়েছে। এগুলো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয়। - এদের ইলেকট্রোলাইট বলা হয়। - শরীরে বিভিন্ন ইলেকট্রোলাইটের পরিমাণ বিভিন্ন রকমের। - যেমন- রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ ১৩৬-১৪৫ মিলিমোল। - এই পরিমাণটি বিভিন্ন কারণে কম বা বেশি হতে পারে।
- Congenital heart disease হলো হার্ট বা তার রক্তবাহী ধমনীর উন্নতির সাথে জড়িত সবচেয়ে সাধারণ কাঠামোগত ত্রুটিগুলোর মধ্যে একটি। - হার্ট চেম্বারের (সেপ্টাল ওয়ালে ত্রুটি) মধ্যে গর্ত, হৃৎপিন্ডের প্রধান রক্ত ধমনী (Ventricular septal defect) এবং (Pulmonary stenosis) সংকীর্ণকরণ হলো Congenital heart disease এর উদাহরণ। - অন্যদিকে Myocardial Infraction সাধারণত হার্ট-অ্যাটাক নামে পরিচিত।
- একলেমশিয়া এক ধরনের খিচুনি যা গর্ভবতী মহিলাদের হয়। - এটি সন্তান প্রসবের সময় বা প্রসবের পরেও হতে পারে। - এর লক্ষণগুলো হলো- অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, মুখ বা হাত ফুলে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া ও চোখে অন্ধকার দেখা। এটি বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ।
- Verb এর সাথে ing যুক্ত হয়ে যে word একই সাথে verb এবং noun এর কাজ করে তাকে gerund বলে। - Sleeping শব্দটি প্রদত্ত বাক্যে একই সাথে noun এবং verb এর কাজ করেছে।
- ফিমার মানবদেহের পশ্চাৎপদের প্রথম বড় অস্থি। - এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি। - এর ঊর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, গ্রীবা ও ছোট বড় ট্রোকেল্টার অবস্থিত। - আর নিম্নপ্রান্তে দুটি কন্ডাইল বিশিষ্ট ফিমারের মস্তক শ্রেণিচক্রে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে। - এর প্রান্তে প্যাটেল নামক চ্যাপ্টা সিগময়েড অস্থি থাকে।
- রক্তের লোহিত কণিকা তার আয়ু শেষে প্লীহায় জমা হতে থাকে। - প্লীহায় উপস্থিত ম্যাক্রোফেজ মেয়াদোত্তীর্ণ লোহিত রক্তকণিকাকে ভক্ষণ করে। - যার ফলে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে আসে এবং বিলিরুবিন নামক রঞ্জক পদার্থে রূপান্তরিত হয়। - এই রঞ্জক পদার্থ যকৃতে যেয়ে আরো রূপান্তরিত হয়ে বিলিরুবিন হয় এবং পিত্তরস এর মাধ্যমে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়।
- যকৃতের ডানদিকের অংশে পেয়ালার মতো পিত্তরস ধারণকারী একটি থলে থাকে, একে পিত্তথলি বলে। - পিত্তথলি ৭-৮ সে.মি. লম্বা। - পিত্তথলি থেকে পিত্ত ডিওডেনামে উন্মুক্ত হয়। - পিত্তরস স্নেহ জাতীয় খাবার পরিপাক করে থাকে।
- আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে সীন নদীর তীরে অবস্থিত । - আলেকজান্ডার গুস্তাফ আইফের এর নকশা প্রণয়ন করে . - ৩০০ মিটার উঁচু এ টাওয়ারটি ১৮৮৯ সালে ফরাসী বিপ্লবের ১০০ তম জয়ন্তীতে এটি তৈরি করা হয় । - এটি বিশ্বের সর্বাধিক ধাতু খণ্ড নির্মিত টাওয়ার ।
- 'শহিদ জননী' জাহানারা ইমামের লেখা ব্যক্তিগত ডায়েরী থেকে ১ মার্চ, ১৯৭১ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' গ্রন্থাকারে প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ: - 'বুকের ভিতর আগুন' (১৯৯০), - 'সাতটি তারার ঝিকিমিকি' (১৯৭৩), - 'অন্য জীবন' (১৯৮৫), - 'বিদায় দে মা ঘুরে আসি' (১৯৮৯), - 'নাটকের অবসান' (১৯৯০), - প্রবাসের দিনগুলি (১৯৯২)।
- ১৯১৭ সালে অটোমানদের কাছ থেকে ব্রিটেন জেরুজালেম দখল করে নেয়। - পরবর্তীতে ২ নভেম্বর, ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পত্র লেখেন। - ইতিহাসে এ চিঠিই 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত। - এ ঘোষণাপত্রের অঙ্গীকার অনুযায়ী ১৪ মে, ১৯৪৮ সালে ফিলিস্তিনে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- এডিপোজ টিস্যু তৈরি হয় এডিপোজ কোষ দিয়ে, যা দেহের মেটাবলিজম বৃদ্ধি করে। - এডিপোজ টিস্যু মূলত দেহে মেদ বাড়ার প্রধান কারণ। - এডিপোজ টিস্যু দেহের অভ্যন্তরীণ সব দূষিত চর্বিগুলোকে জমা করে ফেলে। - জীনগত কারণে এসব চর্বি তলপেটে জমা হয়। ফলে পেট মুটিয়ে যায়।
- লিউকোপেনিয়া হল রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ার অবস্থা। - শ্বেত রক্তকণিকা (WBC) আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই, লিউকোপেনিয়ায় আক্রান্ত রোগীরা সংক্রমণের ঝুঁকিতে বেশি থাকে কারণ তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
- Hypovolemic shock একটি জরুরি অবস্থা, যেখানে রক্ত ও অন্যান্য তরল পদার্থ হৃৎপিণ্ডকে শরীরের পর্যাপ্ত রক্ত পাম্প করতে অক্ষম করে তোলে। - এই ধরনের শক হলে অনেক অঙ্গের কাজ বন্ধ করে দেয় এবং Pulse rate কমে যায়।
- যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। - যেকোনো লোক, যেকোনো সময়ে এ রোগ দ্বারা সংক্রমিত হতে পারে। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, স্যাঁতসেঁতে পরিবেশে বাস করে, যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এ রোগে সহজে আক্রান্ত হতে পারে। - যক্ষ্মা অন্ত্র, হাড়, ফুসফুস এরকম দেহের প্রায় যেকোনো স্থানে হতে পারে। - সাধারণত Mycobacterium tuberculosis নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। - রোগ প্রতিরোধে BCG Vaccine দেওয়া হয়।
- ভূষণ্ডি হলেন পুরাণবর্ণিত ত্রিকালদর্শী (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যার নখদর্পণে) বা সর্বজ্ঞ কাকবিশেষ। - আমাদের সমাজে বহুদর্শী প্রবীণ ব্যক্তিকে বুঝাতে ভূষণ্ডি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। - তুলসী দাসের 'রামচরিতমানস' (১৫৭৪) গ্রন্থের শেষ অধ্যায়ের (উত্তরকাণ্ড) আলোচনা অনুযায়ী, ভূষণ্ডি একজন সর্বদর্শী ঋষি। ভক্তিযোগ সম্পর্কে তিনি জ্ঞান বিতরণ করতেন।
- হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ। - শরীরে এই রোগের বিস্তার ঘটলে পেটে জল আসা, রক্ত পায়খানা ও রক্ত বমি হতে পারে। - হেপাটাইটিস ভাইরাস পাঁচ রকমের। - যথা: এ, বি, সি, ডি এবং ই ভাইরাস। - এর মধ্যে বি, সি এবং ডি ভাইরাস অনিরাপদ যৌনসঙ্গম, অনিরাপদ রক্ত গ্রহণ, ইনজেকশনের মাধ্যমে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, একাধিক ব্যক্তির একই ব্লেড-কাঁচি ব্যবহার এবং সন্তান জন্মদানের সময় আক্রান্ত মা থেকে শিশুতে সংক্রমণ হতে পারে।
- গারো বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। - এদের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। - এরা ময়মনসিংহ শেরপুর, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে।
• বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো, খাসিয়া। • বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি— ৪৫টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া ছাড়া বাকি ৪৩ টি উপজাতিই পিতৃতান্ত্রিক। • মুসলমান উপজাতি-- পাঙন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ভিটামিন 'কে' হলো এসেনসিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন। - দেহে ভিটামিন 'কে' প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে। - আর প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। - অর্থাৎ Vitamin 'K' এর অভাবে রক্ত জমাট বাঁধে না। এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।
- ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম ইউরো (Euro)। এটি ইউরোপীয় ইউনিয়নের ২০টি সদস্য দেশের অভিন্ন মুদ্রা।
অন্যান্য মুদ্রাগুলি: - ডলার (Dollar): এটি ব্রুনাই, সুরিনাম, পূর্ব তিমুর, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং প্রভৃতি দেশের মুদ্রা। - পাউন্ড (Pound): এটি সুদান, দক্ষিণ সুদান, যুক্তরাজ্য, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের মুদ্রা। - ইয়েন (Yen): এটি জাপানের মুদ্রা।
- ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নির্ধারণে Hematocrit (রক্তে লাল কণিকা এবং রক্তরসের অনুপাত) একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। - ডেঙ্গু হেমোরেজিক ফিভার (DHF) বা ডেঙ্গু শক সিনড্রোমের (DSS) ক্ষেত্রে Hematocrit বেড়ে যায়, যা রক্তে পানির পরিমাণ কমে গিয়ে ঘনত্ব বৃদ্ধি পাওয়ার (Hemoconcentration) ফলে ঘটে। এটি প্লাজমা লিকেজের অন্যতম লক্ষণ।
কেন Hematocrit বৃদ্ধি ঘটে? - ডেঙ্গু ভাইরাস রক্তনালীর প্রাচীরকে দুর্বল করে এবং প্লাজমা রক্তনালী থেকে বাইরে লিক করে। - এর ফলে রক্ত তরল অংশ হারায় এবং Hematocrit এর পরিমাণ বেড়ে যায়। - Hematocrit এর ২০% বা তার বেশি বৃদ্ধি ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ার ইঙ্গিত দেয়।
- সঠিক বাক্যটি হবে: "I say my prayers before I go to bed."
- এখানে say শব্দটি সবচেয়ে উপযুক্ত কারণ এটি প্রার্থনার ক্ষেত্রে প্রচলিত ও প্রথাগতভাবে ব্যবহৃত হয়। যখন কেউ প্রার্থনা করে, তখন সেটি সাধারণত "say a prayer" বা "say my prayers" শব্দগুচ্ছের মাধ্যমে প্রকাশ করা হয়।
কেন অন্য বিকল্পগুলি সঠিক নয়? Make: - "Make my prayers" সঠিক নয়, কারণ "make" সাধারণত কোনো বস্তু তৈরি করা বা পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হয়। প্রার্থনার ক্ষেত্রে এটি অর্থহীন।
Tell: "Tell my prayers" ব্যবহার করা যায় না, কারণ "tell" সাধারণত তথ্য বা গল্প কাউকে জানানো বোঝায়।
Utter: "Utter my prayers" শব্দটি তাত্ত্বিকভাবে ব্যবহার করা সম্ভব হলেও এটি অপ্রচলিত এবং প্রায়শই গুরুতর বা নাটকীয় প্রসঙ্গে ব্যবহৃত হয়। দৈনন্দিন কথোপকথনের জন্য এটি যথাযথ নয়।
- সুয়েজ খাল মিশরে অবস্থিত। - লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়। - খালটি খননে মূল পরিকল্পনাকারী ফরাসি কুটনীতিক ফার্দিনান্দ দে লেসেপস। - ১৬৪ কি.মি. দীর্ঘ কৃত্রিম এ খালটিকে Highway of india বলা হয়। - সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে।
- কবিকণ্ঠহার, মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে পরিচিত মিথিলার রাজসভার কবি, পদাবলির প্রথম কবি ও পদসঙ্গীত ধারার রূপকার বিদ্যাপতি মৈথিলি, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। - তাঁর শ্রেষ্ঠ কীর্তি ব্রজবুলিতে রচিত পদাবলি সাহিত্য। - বৈষ্ণব পদাবলির রাধাকৃষ্ণ বিষয়ক অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত। - ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি একপ্রকার কৃত্রিম কবিভাষা, যা বিদ্যাপতি সৃষ্টি করেন। - 'কীর্তিলতা', 'কীর্তিপতাকা', 'পুরুষপরীক্ষা', 'লিখনাবলী', 'ভাগবত', 'বিভাগসার' প্রভৃতি বিদ্যাপতির সাহিত্যকর্ম।
- প্রদত্ত বাক্যে playwright শব্দটি complement হিসেবে ব্যবহৃত হয়েছে। - কোনো sentence এর verb পরবর্তী adjective বা noun এবং subject যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন উক্ত noun বা adjective- কে complement বলে। - Complement যুক্ত বাক্যকে সাধারণত passive করা যায় না।
- কনফুসিয়াস ছিলেন চীনের বিখ্যাত দার্শনিক। - তিনি ৫৫১ খ্রিস্টাব্দে চীনের জোউ শহরে (বর্তমান শ্যানডং) জন্ম গ্রহণ করেন। - তাঁর দার্শনিক মতবাদ কনফুসিয়ানিজম নামে পরিচিত।
গুরুত্বপূর্ণ কিছু দিবস: - জাতীয় পাট দিবস : ৬ মার্চ - জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ - জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর - ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই - জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর - জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর - জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। - দুটি বিশেষ্য পদ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। - যেমন: যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।