Correct Answer: Option C
আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক - এই বাক্যটি শুদ্ধ।
অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ
ছেলেটি মারাত্মক মেধাবী। - ছেলেটি অত্যন্ত মেধাবী।
দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়ার সম্ভাবনা প্রচুর। - দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়ার আশংকা প্রচুর।
সে পান্তাভাত খেয়ে মাঠে গেলো। - সে পান্তা/ভাত খেয়ে মাঠে গেল।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions