Company C produces toy trucks at a cost of Tk. 5 each for the first 100 trucks and Tk. 3.5 for each additional truck. If 500 toy trucks were produced by the company C and sold for Tk. 10 each, what was company C's gross profit ?
Correct Answer: Option C
Solution:
প্রশ্নে বলা হচ্ছে যে, একটি কোম্পানি C প্রথম 100 টি খেলনা গাড়ি তৈরী করে । প্রতিটির খরচ হয় 5 টাকা করে কিন্তু
এর পরে আরো খেলনা গাড়ি তৈরী করলে প্রতিটির জন্য খরচ হয় 3.5 টাকা । ঐ কোম্পানি 500 টি খেলনা গাড়ি করে
প্রতিটি 10 টাকা করে বিক্রয় করে তবে কত লাভ হবে ?
প্রথম 100 টি খেলনা গাড়ির খরচ = 5 \( \times \) 100 = 500 টাকা
এবং পরবর্তী 400টি খেলনা গাড়ির খরচ = 400 \( \times \) 3.5 = 1,400 টাকা
500 টি খেলনা গাড়ির জন্য খরচ হয় = 500 + 1,400 = 1,900 টাকা
কিন্তু কোম্পানিটি 500 টি খেলনা গাড়ি বিক্রয় করে = 500 \( \times \) 10 = 5,000 টাকা
কোম্পানির লাভ হয় = 5,000 - 1,900 = 3,100 টাকা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions