Solution
Correct Answer: Option A
⇒ ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী ‘To be’ verb (am, is, are, was, were) এর পরে সব সময় Pronoun-এর Subjective form (যেমন: I, she, he, they) বসে। একে বলা হয় Complement of the verb ‘to be’।
⇒ এখানে ‘was’ হলো Be verb। তাই এর পরে ‘her’ (Objective) না বসে ‘she’ (Subjective) বসবে। অর্থাৎ "It was she..." সঠিক।
⇒ বাক্যের দ্বিতীয় অংশে ‘not’ এর পরেও একই নিয়ম প্রযোজ্য হবে। যেহেতু ‘she’ (Subjective) এর সাথে তুলনা করা হচ্ছে, তাই ‘me’ (Objective) না হয়ে ‘I’ (Subjective) হবে।
⇒ তাছাড়া, বাক্যটিতে ‘who’ হলো Relative Pronoun যা ‘put forth’ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর ‘who’ সব সময় সাবজেক্ট (she/I) কে নির্দেশ করে।
⇒ তাই সঠিক উত্তর হলো: she, not I.