The Nobel Prize in Economic Sciences is funded by-

A Sveriges Riksbank

B Crankstart

C Royal Swedish Academy

D Columbia University

Solution

Correct Answer: Option A

আলফ্রেদ নোবেল ১৮৬৬ সালে নাইট্রো গ্লিসারিনের সাথে কিসেল্গুর মিশিয়ে ডিনামাইট তৈরি করেন । তিনি ১৮৬৭ সালে ডিনামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন ।এ ডিনামাইট আবিস্কার করেই তিনি প্রচুর অর্থ উপার্জন করে। এ অর্জিত অর্থ ১৮৯৬ সালে মৃত্যুর ঠিক এক বছর আগে ১৮৯৫ সালে উইল করে যান । এই উইলকৃত অর্থ দিয়ে ১৮০১ সাল থেকে ৫ টি বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয় ।তারপর আলফ্রেদ নোবেল এর প্রতি সম্মান জানাতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক Sveriges Risksbank অর্থনীতিতে নোবেল পুরষ্কার প্রবর্তন করেন ।জলে ১৯৬৯ থেকে অর্থনীতি সহ মোট ৬ টি বিষয়ে নোবেল পুরষ্কার প্রদান করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions