_______ my better judgement, I _______ your terms of contract.
Correct Answer: Option C
Solution:
Despite - (কিছু) সত্ত্বেও । Terms of contract - চুক্তির শর্তাবলী । Against - বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে । Accept - গ্রহণ করা; একমত হওয়া; রাজি হওয়া ।
In accordance with - অনুযায়ী । Acknowledge - স্বীকার করা; প্রাপ্তি স্বীকার করা ।
বাক্যটিতে মূল Key word টি হলো Terms of contract. আর মনে রাখবেন Terms of contract কে হয় Accept অথবা Reject করতে হয় । দেখুন অপশন c) তে
Accept আছে । আর এই বাক্যটির ক্ষেত্রে কমা (,) এর আগের অংশ এবং পরের অংশ ভিন্ন ধরণের হবে । তাই অপশন b) এর With এবং allow ও অপশন d) এর In accordance with
এবং Acknowledge হবে না । আর অপশন a) এর Despite এর পরে Choose থাকায় এটি না হয়ে বরং অপশন c) এর Against এবং Accept হবে । আর এ দুটি শব্দ বাক্যটিতে বসালে ভাবার্থ হবেঃ
ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার শর্তাবলী মেনে নিয়েছিলাম ।
সঠিক বাক্যঃ Against my better judgment, I accept your terms of contract.
বাক্যের অর্থঃ বুদ্ধিমানের কাজ হবে না জেনেও আমি তোমার চুক্তির শর্তগুলো মেনে নিচ্ছি ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions