Solution
Correct Answer: Option B
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র শুদ্ধ বানান হলো উৎকৃষ্টতা।
- 'প্রমান' একটি ভুল বানান; ণ-ত্ব বিধান অনুযায়ী এর শুদ্ধ রূপ হবে প্রমাণ।
- 'ব্যাবহারিক' বানানটিও অশুদ্ধ; 'ব্যবহার' শব্দের সাথে 'ইক' প্রত্যয় যুক্ত হলে শুদ্ধ বানানটি হয় ব্যবহারিক।
- 'সৌজন্যতা' শব্দটিতে বাহুল্য দোষ রয়েছে; শুদ্ধ শব্দ দুটি হলো সৌজন্য অথবা সুজনতা।