মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক -২০১৯ (68 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দেশের সকল আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল।
- অ্যাটর্নি জেনারেল বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৬৪(৩) ধারায় বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করিবার অধিকার থাকবে।
- বর্তমানে  অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন
i
ব্যাখ্যা (Explanation):
Output Device: Monitor, Graphics plotter, Printer, speaker,Projector ইত্যাদি। আর Input Device: Keyboard, Mouse, Joy-stick, Light pen, Scanner, Graphics Tablet, Microphone, Magnetic Ink character Reader (MICR), Optical Character Reader (OCR), Bar Code Reader, Optical Mark reader (OMR) ইত্যাদি ।
i
ব্যাখ্যা (Explanation):
WiMax হলো একটি উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে । WiMax এর পূর্ণরুপ হলো Worldwide Interoperability for Micreowave Access. WiMax প্রযুক্তিগতভাবে IEEE 802.16 গড়াম পরিচিতি। 
i
ব্যাখ্যা (Explanation):
টেকসই উন্নয়ন লক্ষ্য () এর লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্বি; ৯.শিল্প, উদ্ভাবন ও অবকাঠমো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিতি ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫.স্থলভাগের জীবন; ১৬. শাস্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
i
ব্যাখ্যা (Explanation):
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী ১১ জুলাই ১৯৭১ সালে। 
- ঢাকা জেলা ২নং এবং ৩নং সেক্টরের আধীনে ছিলো । 
- আর মুক্তিযুদ্ধের সময় নৌ-বাহিনী ১০নং সেক্টরের আধীনে ছিলো।
i
ব্যাখ্যা (Explanation):
‘চিত্রা নদীর পারে’ তানভীর মোকাল্লেম পরিচালিত ১৯৯৮ সালের বাংলাদেশী চলচ্চত্র । ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা এই ছবিতে দেখানো হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস গোষণা করে। এটি ছিল ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশন। প্রথম আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে ১৮৮টি দেশে ।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭৪ সালের মধে্যই বাংলাদেশ বিস্বের অধিকাংশ রাস্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে । সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে ।
i
ব্যাখ্যা (Explanation):
- চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলকে অবিরাম আকর্ষণ করেছে।
- চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পানি প্রত্যহ নিয়মিত স্থানবিশেষে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায় ।
- পানির এই ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার (High Tide) এবং নেমে যাওয়াকে ভাটা (Low Tide) বলে।
- জোয়ার-ভাটার প্রধান কারণ পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ।
- দূরত্বের কারণে সূর্যের চেয়ে জোয়ার ভাটার উপর চাঁদের আকর্ষণ বেশি । হিসেব করে দেখা গেছে যে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের ৪/৯ ভাগ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ প্রথম ১,০০০ টাকার নোট চালু হয় ২৭ অক্টোবর ২০০৮ সালে। নোটের মূল্যমান ও তারিক দেওয়া হলো- ১ টাকা চালু করে ০৪.০৪.১৯৭২ ২ টাকা চালু করে ২৯.১২.১৯৮৮ ৫ টাকা চালু করে ০২.০৬.১৯৭২ ১০ টাকা চালু করে ০২.০৬.১৯৭২ ২০ টাকা চালু করে ২০.০৮.১৯৭৯ ৫০ টাকা চালু করে ০১.০৩.১৯৭২ ১০০ টাকা চালু করে ০১.০৩.১৯৭২ ৫০০ টাকা চালু করে ১৫.১২.১৯৭৬
i
ব্যাখ্যা (Explanation):
ঢাকা, চট্রগ্রাম, রংপুর ও সিলেটে বাংলাদেশের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। আবার, বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র রয়েছে ৪টি। এগুলো হলো তালিবাবাদ(গাজিপুর) বেতুবুনিয়া (রাঙামাটি), মহাখালী(ঢাকা), এবং সিলেট । বাংলাদেশে ৩৫ টি আবহাওয়া কেন্দ্র রয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
-বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় ১ আগস্ট ২০১৫ সালে (৩১ জুলাই ২০১৫ এর মধ্যরাতে)।
-আর বাংলাদেশ-ভারত স্থলসীমাস্ত চুক্তি কার্যকর হয় ৬ জুন ২০১৫ সালে।
i
ব্যাখ্যা (Explanation):

    3x/3x−1 

= 3^x-x+1 

= 3^1  

= 3 

i
ব্যাখ্যা (Explanation):

AD = AB/2 = 8√2/2 

                = 4√2 

  OA = √(4√2)^2+2^2 

       = √32+4 

       = 6 

 AC = 2×OA = 2×6 = 12 সেমি 

i
ব্যাখ্যা (Explanation):

অপর বৃত্তের ব্যাসার্ধ = ৯+৫ = ১৪ সেমি 

     পরিধি = 2πr = ২π×১৪ 

                      = ৮৮ সেমি (প্রায়) 

i
ব্যাখ্যা (Explanation):

মূল দুটি সমান হলে, p^2 - 4.1.4 = 0 

                          => p^2 = 16 

                          =>  p = 4 

i
ব্যাখ্যা (Explanation):

 

ABCD বর্গের AC = ২×OC 

                      = ২×৫ সেমি 

  ধরি, বর্গের বাহু = a       ক্ষেত্রফল =a^2 

  ABC সমকোণী ত্রিভুজে, AB^2 + BC^2 = AC^2 

                           => a^2 + a^2 = (১০)^২ 

                           => ২a^2 = ১০০ 

                          => a^2 = ৫০ বর্গ. সেমি 

i
ব্যাখ্যা (Explanation):

 

 এখানে OA = ৩ মাইল = BD 

          AB = ৯ মাইল = OD 

 CD = BC + BD = (৯+৩) মাইল = ১২ মাইল 

 OC = √OD^2+ CD^2 

       = √(৯)^২ + (১২)^২ 

       = ১৫ মাইল 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

ত্রিভুজের সংখ্যা = ১২C
                    = ২২০  

i
ব্যাখ্যা (Explanation):

∠ACB = 180^o - 120^o = 60^o  = ∠ABC    [ AB = AC ] 

   ∠A = 180^o - (60^o+60^o) 

         = 60^o   

 

i
ব্যাখ্যা (Explanation):

ক ২ ঘন্টায় যায় = ৩×২ = ৬ কিমি 

  দূরত্ব বাকি থাকে = ৫৫ - ৬ = ৪৯ কিমি 

∴ ক + খ = ৩ + ৪ = ৭ কি.মি./ঘণ্টা

বাকী দূরত্ব পার হয় = ৪৯/৭ = ৭ ঘন্টা

 ∴ খ ৭ ঘণ্টায় যায় = =৭×৪=২৮ কি.মি.

 ∴ খ ২৮ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।

i
ব্যাখ্যা (Explanation):

আমরা জানি, ১ ডজন= ১২ টি 

প্রশ্নে দেওয়া আছে, ২০ টি ডিমের ক্রয়মূল্য= ১২ টি ডিমের বিক্রয়মূল্য 

∴লাভ =(২০-১২)=৮ টি ডিম 

শতকরা লাভ =(৮/১২)×১০০=৬৬(২/৩)%

i
ব্যাখ্যা (Explanation):

4x+4x+4x+4x

= 4.4

= 4^1+x 

= 4x+1 

         

i
ব্যাখ্যা (Explanation):

২ πr এ বাড়ে πr 

   r এ   " πr/২π = r/২ 

  নতুন ব্যাসার্ধ = r+r/২ = ৩π/২ 

  নতুন ক্ষেত্রফল = π(৩/২ r)^২ = ৯/৪ πr^২ 

  ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (৯/৪) π^২ - πr^২ 

                          = ৫/৪ πr^২                        

  শতকরা বৃদ্ধি পেয়েছে =(৫/৪ πr^২/πr^২) × ১০০% 

                             = ১২৫% 

i
ব্যাখ্যা (Explanation):

x3+hx+10

or, 23+2h + 10 = 0 

or, 2h = -18 

∴  h = 9 

i
ব্যাখ্যা (Explanation):

শতকরা পেয়েছে = (৬০০/৮০০)×১০০ = ৭৫% 

  কম পেয়েছে = ১০০% - ৭৫% = ২৫% 

i
ব্যাখ্যা (Explanation):

 n = ৪৮০০×১০০/১২×১০০০০ = ৪ বছর । 

i
ব্যাখ্যা (Explanation):

Have -এর পর ব্যক্তিবাচক complement বসলে এরপর verb -এর present form ব্যবহৃত হয় । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

- 'Carry the day' phrase টির বাংলাঃ বিজয়ী হওয়া (be victorious) । 
-এই idiom টি কোনো প্রতিযোগিতা বা বিতর্কে জয়লাভ করা বোঝাতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
His powerful arguments carried the day in the debate.
তার শক্তিশালী যুক্তিগুলো বিতর্কে জয়লাভ করেছিল।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0