- PDF (Portable Document Format) হলো এক ধরনের বিশেষ ফাইল ফরম্যাট যার মাধ্যমে টেক্সট, ছবি, গ্রাফিক্সগুলো সংরক্ষণ করা যায়। - এতে ফাইলের মূল ফরমেট অবিকৃত থাকে, যা পিডিএফ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা। - ১৯৯১ সালে অ্যাডব সিস্টেম পিডিএফ নিয়ে কাজ শুরু এবং প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ড. জন ওয়ারনক প্রথম এই ফরমেটটির ধারণা দেন।
- টমাস হবস (১৫৮৮-১৬৭৯) ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক। - টমাস হবসই প্রথম দাশনিক যিনি রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত করেন। - তার এ বৈজ্ঞানিক নীতি 'বস্তবাদ' বলে অভিহিত। - তিনি রাজনীতির মনস্তাত্ত্বিক ব্যাখ্যারও প্রণেতা।
অন্যদিকে - অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর একটি শীর্ষ স্থানীয় দার্শনিক মতবাদ যা মানুষের পৃথক অস্তিত্ব, স্বাধীনতা এবং পছন্দের উপর জোর দেয়। - সোরেন কিয়ের্কেগার্ড, জা পল সাত্রে ও মাটিন হাওডেগার হলেন অস্তিত্ববাদী দার্শনিক।
- "Justice delayed is justice denied" (বিচার বিলম্বিত হলে বিচার প্রত্যাখ্যাত হয়) - এই বিখ্যাত উক্তিটি William Ewart Gladstone এর ।
- গ্ল্যাডস্টোন (১৮০৯-১৮৯৮) ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ যিনি চার বার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। - তিনি তাঁর সময়ের একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।
- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'
• His other famous quotes are- - National injustice is the surest road to national downfall. - You cannot fight against the future. - Time is on its side.
- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য 'বীরাঙ্গনা'। - এতে মোট ১১ টি পত্র আছে । - দুস্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী, সমের প্রতি তারা উল্লেখযোগ্য পত্র । - এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন । - ব্রজাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের গীতিকাব্য ।
তাঁর বাংলা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: - তিলোত্তমাসম্ভবকাব্য - মেঘনাবধকাব্য - ক্যাপটিভ লেডি - ভিশনস অফ দি পাস্ট - বীরাঙ্গনা - ব্রজাঙ্গনা
- উত্তর পশ্চিম ইংল্যান্ডের Cumbria এর National park এবং পাহাড়ী অঞ্চলকে Lake district বলা হয়। - এই Lake district-এ যে সব কবিগণ বাস করত তাদের বলা হতো Lake poets. - William Wordsworth, S.T. Coleridge, Thomas de Quincey এবং John Ruskin ছিলেন তাদের মধ্যে অন্যতম। - আর এরা সবাই Romantic যুগের কবি ছিলেন। - অর্থাৎ Lake district কথাটি Romantic age এর সাথে সম্পর্কযুক্ত।
- "Tertiary education" বলতে স্কুল এবং মাধ্যমিক স্তরের পরবর্তী শিক্ষাকে বোঝানো হয়। - এটি কলেজ, বিশ্ববিদ্যালয়, বা পেশাদার প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করে। - মূলত, এটি উচ্চতর ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা স্তরকে নির্দেশ করে।
- স্কুল বা মাদ্রাসা স্তর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তর্গত, যা "Tertiary education" এর অংশ নয়। - "Tertiary education" মূলত একাডেমিক এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।
- প্রদত্ত বাক্যের শুন্যস্থানে commiserate (সমবেদনা জানানো) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে। - The author seems to invite us to commiserate with the tragic characters of his book- লেখক সম্ভবত তার বইয়ের বিয়োগান্তক চরিত্রের সমবেদনা জানানোর জন্য আমাদের আমন্ত্রণ করেছে।
Connive- দেখেও না দেখার ভান করা; ridicule- উপহাস করা; contemplate-ধ্যান করা।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- 'কারো মতের সাথে ভিন্নমত পোষণ করা' অর্থে argue এর পরে preposition হিসেবে with বসে। - She argued with me about the marriage- তিনি বিয়ের বিষয়ে আমার সাথে ভিন্নমত পোষণ করলেন।
- Winzip হলো একটি সফটওয়্যার অ্যাপ, যা zip ফাইল তৈরি এবং পরিচালনা করে। - এর মূল উদ্ভাবক উইনজিপ ইন্টারন্যাশনাল এলএলসি এবং পরবর্তীতে এটি ডেভেলাপ করে কোরেল কর্পোরেশন। - উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস এবং অ্যান্ডোয়েড অপারেটিং সিস্টেমে এটি ব্যবহৃত হয়।
- সৈয়দ সুলতান কর্তৃক আরবি কবি সা'লাবি রচিত 'কাসাসুল আম্বিয়া' কাব্যের অনুসরণে রচিত কাব্য 'নবীবংশ' (১৫৮৪)। - এটি দুটি খণ্ডে হযরত মুহম্মদ (স.) এর জীবনীকাব্য। - এ কাব্যে হিন্দু দেবদেবীর (ব্রহ্মা, বিষ্ণু, হরি, শিব, মহেশ্বর, বামন, রাম, কৃষ্ণ) উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল। - এ কাব্যের ২য় খণ্ডের নাম 'রসুল চরিত'। - মধ্যযুগে রচিত হযরত মুহম্মদ (স.) এর পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য। - এ কাব্যের শেষাংশে উল্লেখ আছে শবে মিরাজের ইতিহাস। - মহাকবি আলাওল 'হপ্তপয়কর' ও 'গুলে বকাওলী' ফারসি ভাষা থেকে অনুবাদ করেন।
- ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত মথি রচিত 'মিশন সমাচার' হলো বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ। - বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ মনোএল দ্য আসসুম্পসাঁও রচিত রোমান লিপিতে লেখা 'কৃপার শাস্ত্রের অর্থভেদ'। - বাংলা সাহিত্যের অন্ধকার যুগে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ুধ মিশ্র সংস্কৃত ভাষায় গদ্য পদ্যে (চম্পুকাব্য) ২৫টি অধ্যায়ে 'সেক শুভোদয়া' রচনা করেন।
- সাধারণত পাশাপাশি দুটি verb থাকলে দ্বিতীয় verb-টির সাথে ing বসে। - Avoid, admit, consider, delay, deny, enjoy, finish, mind, recall ইত্যাদি verb-গুলোর পরবর্তী verb এর সাথে ing যুক্ত হয়। - I don't mind accepting negative feedback if it is true- আমি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে কিছু মনে করছি না, যেখানে বিষয়টি সত্য।
- বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে, জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে, লোকসমাজে প্রচলিত রাধা-কৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ৪১৮টি পদ, ১৬১টি শ্লোক ও ১৩টি খণ্ডের মাধ্যমে খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' রচনা করেন। - ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এটি উদ্ধার করেন। - পরে তিনি ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে এটি প্রকাশ করেন। - চরিত্র: রাধা (জীবাত্মা বা প্রাণীকুল), কৃষ্ণ (পরমাত্মা বা ঈশ্বর) ও বড়ায়ি (রাধাকৃষ্ণের প্রেমের দূতি)।
• বাংলা ব্যাকারণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি , যথা--ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব। • রূপতত্ত্বের আলোচ্য বিষয়--ক্রিয়ার কাল, কারক, লিঙ্গ,উপসর্গ,প্রত্যয়,সমাস,বচন ইত্যাদি। • ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়--ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি পরিবর্তন ইত্যাদি। • বাক্যতত্ত্বের আলোচ্য বিষ্য--বাক্যর গঠন প্রণালী, বিরাম বা যতী চিহ্ন, বাগধারা ইত্যাদি।
- শুদ্ধ বাক্য: I have never been to a foreign country. - কারণ, কোনো স্থান পরিদর্শন করে ঘুরে আসা অর্থে been to ব্যবহৃত হয়। - কোন স্থান পরিদর্শন করতে গিয়ে অবস্থান করা অর্থে went to ব্যবহৃত হয়।
- কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। - বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, ধারণা, কর্ম বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: - বিশেষণ রূপে: নিশীথ রাতে বাজছে বাঁশি । - বিশেষ্য রূপে: গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- 'Persona-non-grata' হল একটি ল্যাটিন ভাষার পদবন্ধ (phrase)। - এর অর্থ হল "অবাঞ্ছনীয় ব্যক্তি" বা "অগ্রহণযোগ্য ব্যক্তি"। - এই শব্দটি প্রাথমিকভাবে কূটনৈতিক পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়।
- 'A Slumber Did My Spirit Seal' কবিতাটি লিখেছেন রোমান্টিক যুগের অন্যতম কবি William Wordsworth. - কবিতাটি Lyrical Ballades এর দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়। - এটি Lucy কবিতার অংশ বিশেষ।
Wordsworth এর অন্যান্য কবিতাগুলো হচ্ছে- - I Wandered Lonely as a Cloud or Daffodils, - Tintern Abbey, - The Prelude (autobiography), - Lucy, - Michael, - Lyrical Ballads.
- ১৯৯৬ সালে সেগুনবাগিচার একটি সাবেকী ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে দ্বার উদঘাটন হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের। - ২০১৭ সালের ১৬ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' স্থানান্তর করা হয়। - এটি ঢাকার এফ - ১১/এ - বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
- হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ 'নামহীন গোত্রহীন' (১৯৭৫)।
হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে গল্পগ্রন্থঃ - আমরা অপেক্ষা করেছি - আত্মজা ও একটি করবী গাছ, - নামহীন গোত্রহীন, - পাতালে হাসপাতালে, - সমুদ্রের স্বপ্ন, - শীতের অরণ্য, - জীবন ঘষে আগুন ইত্যাদি।
- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। - এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। - যেমন: • কুকুরের ধ্বনি- ঘেউ ঘেউ (জীবজন্তুর ধ্বনির অনুকার); • মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি- ভেউ ভেউ (মানুষের ধ্বনির অনুকার); • ধান কাটার শব্দ- ঘচাঘচ (বস্তুর ধ্বনির অনুকার)।
- মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি কথা' (১৯৫৮)। - তিনি এ গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ প্রদান করেছেন এবং সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন। - এ গ্রন্থের বিখ্যাত উক্তি- 'ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'
তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ: - 'সভ্যতা' (১৯৬৫) - 'সুখ' (১৯৬৮)।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- 'ব্যাক অন্বেষা' বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট । - ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনষ্টিটিউট অব টেকনোলজিতে (কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ । - এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে । - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনিডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স ফ্যালকন ৯ 'রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের (ISS) লক্ষ্যে উৎপেক্ষণ করা হয় 'ব্র্যাক অন্বেষা' ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।