ডাক অধিদপ্তর (উপজেলা পোস্টমাস্টার) - ৩১.০৫.২০২৪ (70 টি প্রশ্ন )
- PDF (Portable Document Format) হলো এক ধরনের বিশেষ ফাইল ফরম্যাট যার মাধ্যমে টেক্সট, ছবি, গ্রাফিক্সগুলো সংরক্ষণ করা যায়।
- এতে ফাইলের মূল ফরমেট অবিকৃত থাকে, যা পিডিএফ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা।
- ১৯৯১ সালে অ্যাডব সিস্টেম পিডিএফ নিয়ে কাজ শুরু এবং প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ড. জন ওয়ারনক প্রথম এই ফরমেটটির ধারণা দেন।
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা

মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা
= (৪ + ২)ঘণ্টা
= ৬ ঘণ্টা
- টমাস হবস (১৫৮৮-১৬৭৯) ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক।
- টমাস হবসই প্রথম দাশনিক যিনি রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত করেন।
- তার এ বৈজ্ঞানিক নীতি 'বস্তবাদ' বলে অভিহিত।
- তিনি রাজনীতির মনস্তাত্ত্বিক ব্যাখ্যারও প্রণেতা।

অন্যদিকে
- অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর একটি শীর্ষ স্থানীয় দার্শনিক মতবাদ যা মানুষের পৃথক অস্তিত্ব, স্বাধীনতা এবং পছন্দের উপর জোর দেয়।
- সোরেন কিয়ের্কেগার্ড, জা পল সাত্রে ও মাটিন হাওডেগার হলেন অস্তিত্ববাদী দার্শনিক।

- "Justice delayed is justice denied" (বিচার বিলম্বিত হলে বিচার প্রত্যাখ্যাত হয়) - এই বিখ্যাত উক্তিটি William Ewart Gladstone এর । 

- গ্ল্যাডস্টোন (১৮০৯-১৮৯৮) ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ যিনি চার বার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
- তিনি তাঁর সময়ের একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।

- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'

• His other famous quotes are- 
- National injustice is the surest road to national downfall.
- You cannot fight against the future.
- Time is on its side.


- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য 'বীরাঙ্গনা'।
- এতে মোট ১১ টি পত্র আছে ।
- দুস্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী, সমের প্রতি তারা উল্লেখযোগ্য পত্র ।
- এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন ।
- ব্রজাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের গীতিকাব্য ।

তাঁর বাংলা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো:
- তিলোত্তমাসম্ভবকাব্য
- মেঘনাবধকাব্য
- ক্যাপটিভ লেডি
- ভিশনস অফ দি পাস্ট
- বীরাঙ্গনা
- ব্রজাঙ্গনা
- উত্তর পশ্চিম ইংল্যান্ডের Cumbria এর National park এবং পাহাড়ী অঞ্চলকে Lake district বলা হয়।
- এই Lake district-এ যে সব কবিগণ বাস করত তাদের বলা হতো Lake poets.
- William Wordsworth, S.T. Coleridge, Thomas de Quincey এবং John Ruskin ছিলেন তাদের মধ্যে অন্যতম।
- আর এরা সবাই Romantic যুগের কবি ছিলেন।
- অর্থাৎ Lake district কথাটি Romantic age এর সাথে সম্পর্কযুক্ত।
- "Tertiary education" বলতে স্কুল এবং মাধ্যমিক স্তরের পরবর্তী শিক্ষাকে বোঝানো হয়।
- এটি কলেজ, বিশ্ববিদ্যালয়, বা পেশাদার প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করে।
- মূলত, এটি উচ্চতর ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা স্তরকে নির্দেশ করে।

- স্কুল বা মাদ্রাসা স্তর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তর্গত, যা "Tertiary education" এর অংশ নয়।
- "Tertiary education" মূলত একাডেমিক এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।
বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা
বইটি ১৫% কমিশনে বিক্রয়মূল্য = ৪০০ - ৪০০ এর ১৫%
= ৪০০ - ৪০০ এর ১৫/১০০
= ৪০০ - ৬০
= ৩৪০

বইটির ক্রয়মূল্য ২০০ টাকা
লাভ = ৩৪০ - ২০০
= ১৪০ টাকা

২০০ টাকায় লাভ = ১৪০ টাকা
১ টাকায় লাভ = ১৪০/২০০ টাকা
১০০ টাকায় লাভ = ১৪০ × ১০০/২০০ টাকা
= ৭০ টাকা
- প্রদত্ত বাক্যের শুন্যস্থানে commiserate (সমবেদনা জানানো) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।
- The author seems to invite us to commiserate with the tragic characters of his book- লেখক সম্ভবত তার বইয়ের বিয়োগান্তক চরিত্রের সমবেদনা জানানোর জন্য আমাদের আমন্ত্রণ করেছে।

Connive- দেখেও না দেখার ভান করা;
ridicule- উপহাস করা;
contemplate-ধ্যান করা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'কারো মতের সাথে ভিন্নমত পোষণ করা' অর্থে argue এর পরে preposition হিসেবে with বসে।
- She argued with me about the marriage- তিনি বিয়ের বিষয়ে আমার সাথে ভিন্নমত পোষণ করলেন।
- Winzip হলো একটি সফটওয়্যার অ্যাপ, যা zip ফাইল তৈরি এবং পরিচালনা করে।
- এর মূল উদ্ভাবক উইনজিপ ইন্টারন্যাশনাল এলএলসি এবং পরবর্তীতে এটি ডেভেলাপ করে কোরেল কর্পোরেশন।
- উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস এবং অ্যান্ডোয়েড অপারেটিং সিস্টেমে এটি ব্যবহৃত হয়।
- সৈয়দ সুলতান কর্তৃক আরবি কবি সা'লাবি রচিত 'কাসাসুল আম্বিয়া' কাব্যের অনুসরণে রচিত কাব্য 'নবীবংশ' (১৫৮৪)।
- এটি দুটি খণ্ডে হযরত মুহম্মদ (স.) এর জীবনীকাব্য।
- এ কাব্যে হিন্দু দেবদেবীর (ব্রহ্মা, বিষ্ণু, হরি, শিব, মহেশ্বর, বামন, রাম, কৃষ্ণ) উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল।
- এ কাব্যের ২য় খণ্ডের নাম 'রসুল চরিত'।
- মধ্যযুগে রচিত হযরত মুহম্মদ (স.) এর পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য।
- এ কাব্যের শেষাংশে উল্লেখ আছে শবে মিরাজের ইতিহাস।
- মহাকবি আলাওল 'হপ্তপয়কর' ও 'গুলে বকাওলী' ফারসি ভাষা থেকে অনুবাদ করেন।
- ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত মথি রচিত 'মিশন সমাচার' হলো বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ।
- বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ মনোএল দ্য আসসুম্পসাঁও রচিত রোমান লিপিতে লেখা 'কৃপার শাস্ত্রের অর্থভেদ'।
- বাংলা সাহিত্যের অন্ধকার যুগে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ুধ মিশ্র সংস্কৃত ভাষায় গদ্য পদ্যে (চম্পুকাব্য) ২৫টি অধ্যায়ে 'সেক শুভোদয়া' রচনা করেন।
- সাধারণত পাশাপাশি দুটি verb থাকলে দ্বিতীয় verb-টির সাথে ing বসে।
- Avoid, admit, consider, delay, deny, enjoy, finish, mind, recall ইত্যাদি verb-গুলোর পরবর্তী verb এর সাথে ing যুক্ত হয়।
- I don't mind accepting negative feedback if it is true- আমি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে কিছু মনে করছি না, যেখানে বিষয়টি সত্য।
- বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে, জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে, লোকসমাজে প্রচলিত রাধা-কৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ৪১৮টি পদ, ১৬১টি শ্লোক ও ১৩টি খণ্ডের মাধ্যমে খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' রচনা করেন।
- ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এটি উদ্ধার করেন।
- পরে তিনি ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে এটি প্রকাশ করেন।
- চরিত্র: রাধা (জীবাত্মা বা প্রাণীকুল), কৃষ্ণ (পরমাত্মা বা ঈশ্বর) ও বড়ায়ি (রাধাকৃষ্ণের প্রেমের দূতি)
গল্প - চরিত্র
পয়লা নম্বর - অনিলা, অদ্বৈতচরণ, সীতাণ্ড
নষ্টনীড় - চারু, অমল, ভূপতি
স্ত্রীর পত্র - মৃণাল, বিন্দু
বোষ্টমী - আনন্দী। 
• বাংলা ব্যাকারণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি , যথা--ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব।
• রূপতত্ত্বের আলোচ্য বিষয়--ক্রিয়ার কাল, কারক, লিঙ্গ,উপসর্গ,প্রত্যয়,সমাস,বচন ইত্যাদি। 
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়--ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি পরিবর্তন ইত্যাদি।
•  বাক্যতত্ত্বের আলোচ্য বিষ্য--বাক্যর গঠন প্রণালী, বিরাম বা যতী চিহ্ন, বাগধারা ইত্যাদি।
- শুদ্ধ বাক্য: I have never been to a foreign country.
- কারণ, কোনো স্থান পরিদর্শন করে ঘুরে আসা অর্থে been to ব্যবহৃত হয়।
- কোন স্থান পরিদর্শন করতে গিয়ে অবস্থান করা অর্থে went to ব্যবহৃত হয়।
- কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে।
- বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, ধারণা, কর্ম বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
যেমন:
- বিশেষণ রূপে: নিশীথ রাতে বাজছে বাঁশি ।
- বিশেষ্য রূপে: গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'Persona-non-grata' হল একটি ল্যাটিন ভাষার পদবন্ধ (phrase)।
- এর অর্থ হল "অবাঞ্ছনীয় ব্যক্তি" বা "অগ্রহণযোগ্য ব্যক্তি"।
- এই শব্দটি প্রাথমিকভাবে কূটনৈতিক পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়।
Q21.
= (5639 - 5)/999
= 5634/999
- 'A Slumber Did My Spirit Seal' কবিতাটি লিখেছেন রোমান্টিক যুগের অন্যতম কবি William Wordsworth.
- কবিতাটি Lyrical Ballades এর দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়।
- এটি Lucy কবিতার অংশ বিশেষ।

Wordsworth এর অন্যান্য কবিতাগুলো হচ্ছে-
- I Wandered Lonely as a Cloud or Daffodils,
- Tintern Abbey,
- The Prelude (autobiography),
- Lucy,
- Michael,
- Lyrical Ballads. 
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি,
পেট্রোল মিশাতে হবে = ক লিটার

প্রশ্নমতে,
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
- ১৯৯৬ সালে সেগুনবাগিচার একটি সাবেকী ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে দ্বার উদঘাটন হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের।
- ২০১৭ সালের ১৬ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' স্থানান্তর করা হয়।
- এটি ঢাকার এফ - ১১/এ - বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
log2√5400 = x
বা, (2√5)x = 400
বা, (2√5)x = (2√5)4
∴ x = 4
'To meet trouble half-way' (কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন) idiom-টির অর্থ- To get nervous.
- হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ 'নামহীন গোত্রহীন' (১৯৭৫)।

হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে
গল্পগ্রন্থঃ
- আমরা অপেক্ষা করেছি
- আত্মজা ও একটি করবী গাছ,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন,
- শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

উপন্যাসঃ
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শিউলি,
- বৃত্তায়ন। 


- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- যেমন:
• কুকুরের ধ্বনি- ঘেউ ঘেউ (জীবজন্তুর ধ্বনির অনুকার);
• মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি- ভেউ ভেউ (মানুষের ধ্বনির অনুকার);
• ধান কাটার শব্দ- ঘচাঘচ (বস্তুর ধ্বনির অনুকার)।
- মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি কথা' (১৯৫৮)।
- তিনি এ গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ প্রদান করেছেন এবং সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন।
- এ গ্রন্থের বিখ্যাত উক্তি- 'ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'

তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ:
- 'সভ্যতা' (১৯৬৫) 
- 'সুখ' (১৯৬৮)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'ব্যাক অন্বেষা' বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট ।
- ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনষ্টিটিউট অব টেকনোলজিতে (কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ ।
- এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনিডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স ফ্যালকন ৯ 'রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের (ISS) লক্ষ্যে উৎপেক্ষণ করা হয় 'ব্র্যাক অন্বেষা' ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0