স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (হিসাব সহকারী) - ২৮.০৭.২০২৩ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
sin2θ + cos2θ
= (লম্ব/অতিভুজ) + (ভূমি/অতিভুজ)
= (লম্ব + ভূমি)/অতিভুজ
= অতিভুজ/অতিভুজ 
= ১
i
ব্যাখ্যা (Explanation):
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে আছে।
বাকি অংশ ১ - ১/৪ - ৩/৫ অংশ
     = (২০ - ৫ - ১২)/২০ অংশ
     = ৩/২০ অংশ

৩/২০ অংশ = ৩ মিটার
১ অংশ = (৩ × ২০)/৩ মিটার
          = ২০ মিটার

∴ বাঁশটির দৈর্ঘ্য ২০ মিটার।
i
ব্যাখ্যা (Explanation):
- যে সব বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু কিংবা প্রানীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। Example: A band of musicians A convoy of trucks A flock of birds

ব্যক্তির ক্ষেত্রে Collective Noun:
A board of directors
A class of students
A panel of experts
A choir of singers

বস্তুর ক্ষেত্রে Collective Noun:
A pair of shoes
A fleet of ships
A bunch of flowers
A galaxy of stars

প্রানীর ক্ষেত্রে Collective Noun:
A hive of bees
An army of ants
A pack of wolves
A school of fish
A team of horses
A flock of sheep
A litter of puppies
A pride of lions
A herd of deer
i
ব্যাখ্যা (Explanation):
- শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য-সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল।
- এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক।
- প্রথম প্রকাশিত হয় - ১৯২৪ সালে।
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস।
- শনিবারের চিঠির প্রায় সব রচনা বেনামে প্রকাশিত হয়েছে।
- লেখকদের মধ্যে উলে­খযোগ্য ছিলেন,  অবনীন্দ্রনাথ ঠাকুর,মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, যোগানন্দ দাস, নীরদচন্দ্র চৌধুরী প্রমুখ, সুনীতিকুমার চট্টপাধ্যায়, অশোক চট্টপাধ্যায়, সুবিমল রায়।
i
ব্যাখ্যা (Explanation):
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন - খ, ঘ, ছ, ঝ ইত্যাদি।

- যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি।
 এই হিসেবে অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো হচ্ছেঃ
খ, ছ, ঠ, থ, ফ।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা হল বিশ্বব্যাংক।
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম (BDTF) হল একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ফোরাম যা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের উন্নয়নে আগ্রহী আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। 
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র (ক) –তে প্রদত্ত বাক্যটিই নির্ভুল।  
 
পক্ষান্তরে, 
-(খ) গোপন- এর স্থলে গোপনীয়, 
-(গ) সলজ্জিত –এর স্থলে ‘সলজ্জ’ এবং 
-(ঘ) বাহুল্যতা –এর স্থলে ‘বাহুল্য’ হবে।
i
ব্যাখ্যা (Explanation):
- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।

- ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়।

- মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে- 
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬),
- বনলতা সেন (১৯৪২),
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭),
- বেলা অবেলা কালবেলা (১৯৬১)।
- এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

- তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
- এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
i
ব্যাখ্যা (Explanation):
Indirect Speech:
The boy told me that he might be allowed to go then.

ব্যাখ্যা
Reporting Verb:
"said to" পরিবর্তন করে "told" করা হয়েছে। direct speech-এ "said to" indirect speech-এ পরিবর্তন করে "told" হয়।

Reporting Clause:
Direct speech-এ "Let me go now" indirect speech-এ পরিবর্তন করা হয়েছে "that he might be allowed to go then"।

Pronoun Change:
"me" পরিবর্তন করে "he" করা হয়েছে কারণ বক্তা ছেলে নিজে কথা বলছে।
"I" পরিবর্তন করে "he" করা হয়েছে।

Time Expression Change:
"now" পরিবর্তন করে "then" করা হয়েছে। direct speech-এ "now" indirect speech-এ "then" হয়ে যায়।

Modals:
"Let" পরিবর্তন করে "might be allowed" করা হয়েছে, যা অনুমতি প্রকাশ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Parcel (এক খণ্ড জমি ) এর অর্থ -A piece of land .
Quarrel =ঝগড়া
Postage =ডাকমাশুল
Bubble=বুদ্বুদ সৃষ্টি করা
Unobstructed view= বাধাহীন দৃষ্টি।
i
ব্যাখ্যা (Explanation):
এমন একজন যিনি ধনী এবং দরিদ্র ও অভাবীদের সাহায্য করেন তাকে philanthropist বলে।
i
ব্যাখ্যা (Explanation):
চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারাঃ
- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয়
- গড্ডলিকা প্রবাহ– এর গড্ডল অর্থ কী : ভেড়া
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
- গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে
- বক ধার্মিক : ভণ্ড সাধু
- বিড়াল তপস্বী : ভণ্ড লোক।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রানীদের হাড় এবং দাঁতের একটি উপাদান হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের মতো ফসফরাস ও হাড়ের একটি উপাদান ।
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুইভাগ হচ্ছে ক্যালসিয়াম। অস্থি এবং দাঁতের ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে সাধারণত।
- দেহে পরিমাণের দিক দিয়ে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান।
- ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিক্ষয়তা, দন্তক্ষয় এসব রোগ দেখা দেয়।
i
ব্যাখ্যা (Explanation):
- কোন ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য।
- এ নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়।
- যেমন- সে একটি গল্পের বই পড়ছে, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
0.3 + 0.003 + 0.00003 + ....

প্রথম পদ, a = 3/10
সাধারণ অনুপাত, r = 0.003/0.3
                        = 1/100

যোগফল = a/(1 - r)
           = (3/10)/(1 - 1/100)
           = (3/10)/(99/100)
           = 10/33
i
ব্যাখ্যা (Explanation):
- difficult (কঠিন) এই শব্দটি অপারেশনের জটিলতা বা কঠিন মানে বোঝায়।
- dangerous (ঝুঁকিপূর্ণ) এই শব্দটি অপারেশনের সম্ভাব্য শারীরিক বিপদকে বোঝায়।
- risky (ঝুঁকিপূর্ণ) এই শব্দটি অপারেশনের সাফল্যের কম সম্ভাবনা বা ব্যর্থতার ঝুঁকিকে বোঝায়।
- troublesome (কষ্টকর) এই শব্দটি অপারেশন চলাকালীন সম্ভাব্য বিরক্তিকর পরিস্থিতিকে বোঝায়, তবে এটি অপারেশনের সাফল্যের সম্ভাবনাকে সরাসরি নির্দেশ করে না।
- "Risky" শব্দটি এই বাক্যের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত কারণ এটি অপারেশনের সাফল্যের কম সম্ভাবনা বা ব্যর্থতার ঝুঁকিকে জোর দেয়, যা বাক্যের মূল বিষয়কে আরও ভালোভাবে প্রকাশ করে।
i
ব্যাখ্যা (Explanation):
ক্রোনোমিটার হলো সূক্ষ্ম সময় নির্ণয়কারী এক বিশেষ ধরনের ঘড়ি। যা জাহাজের নাবিকদের কাজে লাগে। সাধারণত এর সাহায্যে গ্রিনিচের সময় জেনে জাহাজের অবস্থান সম্পর্কে জানতে পারে।

কিছু পরিমাপক যন্ত্রঃ
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার;
- বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার; 
- সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার;
- উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম ট্যাকোমিটার;

- সেক্সট্যান্ট দিয়ে অক্ষাংশ নির্ণয় করা হয়;
- কম্পাস দিক নির্দেশক;
- সিস্মোগ্রাফ ভূমিকম্পন এর মাত্রা পরিমাপক। 
i
ব্যাখ্যা (Explanation):
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০ = ৪০০০ টাকা 

৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ =  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ = ৬৪০০ টাকা 
এর ৪% কমতি =  ৬৪০০ × ৪/১০০ = ২৫৬ টাকা 

মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা 
               = ৩৮৫৬ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা 
            = ১৪৪ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- ‘উৎকর্ষ’ একটি বিশেষ্য পদ, যার অর্থ শ্রেষ্ঠতা, উন্নতি, বৃদ্ধি, আধিক্য ইত্যাদি।
- কিন্তু এর বিশেষণ করতে ‘উৎকর্ষতা’ বললে তা অশুদ্ধ হবে।
- কারণ এর বিশেষণ হবে- উৎকৃষ্টতা, যা দ্বারা বস্তুর, ভাবের বা রুচির উৎকর্ষ বোঝায়।
- সুতরাং এখানে ‘উৎকর্ষতা’ শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ।
i
ব্যাখ্যা (Explanation):
- ‘ব্রীহি' অর্থ ধান।
- বহুব্রীহি অর্থ বহু ধান আছে যার।
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস।
- কোনো নিয়মের অধীন নয় যে বহুব্রীহি সমাস তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে।

যেমন:
দু দিকে অপ যার = দ্বীপ।
প্রদত্ত উদাহরণে ‘দ্বীপ’ বলতে ‘দুই দিক' বা 'অপ' (জল)কে না বুঝিয়ে জলবেষ্টিত ভূভাগকে বোঝানো হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী
পাঞ্জেরি!

- চরণটি ফররুখ আহমেদ এর রচিত পাঞ্জেরি কবিতা থেকে নেওয়া হয়েছে।
- ‘পাঞ্জেরী’ কবিতাটি ফররুখ আহমদ রচিত সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের অন্তর্গত।
- ১৯টি কবিতার সমন্বয়ে রচিত ফররুখ আহমদের প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্য ‘সাত সাগরের মাঝি (১৯৪৪)।
- মুসলিম জাগরণের লক্ষ্যে কাব্যের কবিতাগুলি লিখিত । ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কাব্যটির মূল সুর। ‘সাত সাগরের মাঝি ও ‘পাঞ্জেরি' এ কাব্যের বিখ্যাত কবিতা।
- ফররুখ আহমদ রচিত কাব্যনাট্য: ‘নৌফেল ও হাতেম' (১৯৬১); কাহিনীকাব্য: ‘হাতেমতায়ী' (১৯৬৬);  শিশুতোষ গ্রন্থ: ‘পাখির বাসা' (১৯৬৫)।

- ইসলামি রেনেসাঁর কবি বা ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয় তাকে ।

i
ব্যাখ্যা (Explanation):
সন্ধিবদ্ধ শব্দে র থাকলে র-এর পরিবর্তে ঃ হয়।
যেমন -
দুঃ + ঊহ্‌ = দুরূহ,
দুঃ+উক্তি = দুরুক্তি,
দুঃ+আশা = দুরাশা ।
i
ব্যাখ্যা (Explanation):
অপশন (A)-
x2 + 4x - 7 = 0
= (2 + i√3)2 + 4(2 + i√3) - 7 
= 4 + 4√3i + (i√3)2 + 8 + 4√3i - 7 
= 4 + 8√3i - 3 + 1
= 8√3i + 2 ≠ 0

অপশন (B)-
x2 - 3x - 7 
= (2 + i√3)2 - 3(2 + i√3) - 7 
= 4 + 4√3i + (i√3)2 - 6 - 3√3i - 7 
= 4 + √3i - 3 - 13
= √3i - 12 ≠ 0

অপশন (C)-
x2 - 4x + 7 
= (2 + i√3)2 - 4(2 + i√3) + 7 
= 4 + 4√3i + (i√3)2 - 8 - 4√3i + 7 
= 4 - 3 - 8 + 7
= 11 - 11 
= 0 

অপশন (D)-
x2 - 4x - 7 = 0
= (2 + i√3)2 - 4(2 + i√3) - 7 
= 4 + 4√3i + (i√3)2 - 8 - 4√3i - 7 
= 4 - 3 - 8 - 7
= - 14 ≠ 0

অতএব অপশন (C) সঠিক উত্তর। 
  
i
ব্যাখ্যা (Explanation):
• অমর্ত্য সেন (ভারতীয় অর্থনীতিবিদ) ১৯৯৮ সালে নোবেল পুরুস্কার লাভ করেন।
• যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরস্কারের ভূষিত করেছে তা হল- Poverty and famines : An Essay in Enlightment and Deprivation.
• তার গবেষণায় বিষয় ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য
i
ব্যাখ্যা (Explanation):
Period of time বোঝাতে preposition হিসেবে ‘for’ ব্যবহৃত হয় এবং কোনো নির্দিষ্ট মাপ বা ঋতুর পুরোটা চলাকালীন বোঝাতে ইহাদের পূর্বে ‘during’ Preposition টি ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি ,ত্রিভুজের যেকনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ।
সেই হিসেবে সঠিক উত্তর ৫, ৬, ৭ হবে। 
i
ব্যাখ্যা (Explanation):
- মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই।
- দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর হাতে ন্যস্ত।

- এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো: মালদ্বীপ, এন্ডোরা, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি, লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
i
ব্যাখ্যা (Explanation):
- লাইনটি As you like it থেকে নেয়া হয়েছে।
- এটি Duke Senior বলেছিলেন।
"Sweet are the uses of adversity,
Which, like the toad, ugly and venomous,
Wears yet a precious jewel in his head;
And this our life, exempt from public haunt,
Finds tongues in trees, books in the running brooks,
Sermons in stones, and good in every thing.”

'As You Like It'-এর গুরুত্বপূর্ণ চরিত্র:
- Oliver,
- Orlando,
- Rosalind etc.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
                             = ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার

∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) বর্গমিটার
= ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) বর্গমিটার
= ৬৯ বর্গমিটার

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0