বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পদ (১০.০৫.২০১৯)[IBA Exam Taker] (80 টি প্রশ্ন )
কম্পিউটারের হার্ডডিস্কের C ড্রাইভকে রুট ড্রাইব বলা হয়। এ ড্রাইভটি সাধাণত কম্পিউটার নিজে ব্যবহার করে।
ROM হলো Rend Only Memory । এটি শুধু পঠনযোগ্য স্মৃতি ।
ক্যাশ মেমোরির ডাটা ট্রান্সমিশন স্পীড সবচেয়ে বেশি ।এটি প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে অবস্থান করে।
মাইক্রোকম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহনে কন্ট্রোল বাস, এড্রেস বাস ও ডাটা বাস ব্যবহার করে।
- WiMAX - IEEE 802.16 প্রটোকল,
- Wi-Fi IEEE 802.11 এবং
- ব্লুটুথ IEEE802.15 প্রটোকল ব্যবহার করে ।
- এম এস ওয়ার্ডে হাইপারলিংক ইনসার্ট করতে কীর্বোডের Ctrl+k শটকার্ট কী ব্যবহৃত হয়।

এমএস ওয়ার্ডের আরো কিছু Keyboard শর্টকাট - 
- CTRL + C: কপি। 
- CTRL + X: কাট। 
- CTRL + V: পেস্ট। 
- CTRL + Z: আনডু। 
- CTRL + B: অক্ষর বোল্ড করা। 
- CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা। 
- CTRL + I: অক্ষর ইটালিক করা। 
- CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। 
- CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া। 

ইন্টারনেট মডেম ক্রয়ের সময় কিছু বৈশিস্ট্যর দিকে লক্ষ্য রাখতে হয়। যেমন; ট্রান্সমিশন স্পীড, ডাটা কম্প্রেশন ক্ষমতা, ভুল সংশোধন ক্ষমতা ইত্যাদি।
এসটিপি (STP) এর পূর্ণনাম Shielded twisted Dair cable। এই তাকে অপরিবাহী (insulator) দ্বারা আবৃত প্রতিটি পরিবাহী তার আরও একটি জলের ন্যায় ধাতব ফয়েল দ্বারা আবৃত থাকে। ধাতব ফয়েলটি থাকার কারণে এই ধরনের ক্যাবলে ইলেকট্রোম্যাগনেটিক নয়েজের কোন সমস্যা নেই। আবার, UTP ক্যাবল অপেক্ষা STP ক্যাবলের ট্রান্সমিশন রটও বেশি।
Star topology-তে কম্পিউটারগুলো বৃত্তাকারে সাজানো থাকে এবং কেন্দ্রে থাকে হাব (Hub) ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

কম্পিউটারের তথ্য সংরক্ষণের এককগুলোর ধারাবাহিক ক্রম হলো-KB
এম এস শেয়ার পয়েন্ট মাইক্রোসফট কর্পোরেশন কর্তক ডেভেলপ করা। এটি মাক্রোসফট অফিসের সাথে সংহত হয়ে কাজ করে।
বার কোড রিডারের মাধ্যমে তথ্য ইনপুট দেয়া হয় ।
ডস, লিনাক্স, ইউনিক্স ও উইন্ডোজ হলো কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম । অপারেটিং সিস্টেম সফট্ও্যারের উদাহরণ ।
বিজয় কীবোর্ডে R প্রেস করে প,K প্রেস করে ত,G প্রেস করে লেখা হয় হসন্ত(্) এবংM প্রেস করে ম বর্ণটি টাইপ করতে হয়।
কম্পিউটার প্রোগ্রাম চালু করলে প্রথমে executable file run করে।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

২৫ ফেব্রুয়ারি ১৯৪৮। পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজিকে গণপরিষদের সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হলো। গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকেগণপরিষদেরভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব করলেন।
- হোসেন আলী দূতাবাসের পঁয়ষট্টি জন সহকর্মী নিয়ে ১৯৭১ সালের ১৮ এপ্রিল নতুন রাষ্ট্র বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। ১৭০০ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে কার্তালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন


- ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে ১৯৭০ সনে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- পূর্ব পাকিস্তানে ১৯৭০ সনের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও বন্যার কারণে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ১৯৭১ এর জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যায়।

মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করেন। ১৩ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের এক সভায় সরকার গঠন অনুমোদন করা হয়। ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের সদস্যগণ মেহেরপুর বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন। সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের চীপ হুইপ অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী সরকারের (মুজিবনগর সরকার নামে পরিচিত) সদস্যদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

ইউসুফ আলী (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৯৯) স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পু্নর্বাসন দপ্তরের প্রধান এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি দিনাজপুরে জন্মগ্রহন করেন।এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি (১৯৭২-৭৬) ছিলেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0