প্রতিরক্ষা মন্ত্রণালয় -২০১৬ (সহকারী পরিচালক) (69 টি প্রশ্ন )
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী ।
 সুতরাং ১৮০ ডিগ্রী -১৬০ ডিগ্রী = ২০ ডিগ্রী ।

৩ × ০.৩÷২=?
= ০.৯ ÷২
= ০.৪৫



একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রী। 
৪র্থ কোণের মান- (৩৬০-২৮০)= ৮০ ডিগ্রী। 

একটি সরলরেখা ১৮০ ডিগ্রী। তাই তার উপর লম্ব আঁকলে ২ সমকোন হবে।

এখানে,
১/২০ = ০.০৫
১/১৬ = ০.০৬২৫
১/১৫ =  ০.০৬৬৬
১/১২ =  ০.০৮
 
সহজভাবে বলা যায়, 
যেহেতু লব সমান, তাই হরের যে মানটি ছোট সে ভগ্নাংশটি বড় হবে। 
 
 

যেহেতু প্রতিটি সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হবে, তাই 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩, ৪, ৫ এর ল.সা.গু =৬০।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এই ধরণের অংকগুলো অপশন থেকে খুব দ্রুত সমাধান করা যায়-
২৫ এর বর্গমুল ৫, ৫ এর সাথে ৯ যোগ করলে ১৪ হয়।
অতএব সংখ্যাটি ২৫। 

মনেকরি, 
একটি সংখ্যা = ৩x
এবং অপর সংখ্যাটি = ৪x
সংখ্যা দুটির লসাগু = ১২x

প্রশ্নমতে,
১২x = ১৮০
x = ১৮০/১২=১৫

তাহলে, সংখ্যা দুটি হচ্ছে  ৪৫ ও ৬০
 

১ হতে ৩০ পর্যন্ত  মৌলিক সংখ্যা= (২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯) = ১০টি

 

 

(৩১+৫৫)/২ =৪৩

 

 

১০০০০+৯৯৯৯=১৯৯৯৯

 


 

৯০ থেকে ১০০ এর মধ্যে ১টি মৌলিক সংখ্যা=৯৭

 

 

10000-9999=1

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদ বাঙালি জাতির জনক, আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার মুক্তিকামী মানুষের মহান নেতা এবং গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনের পুরোধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও-কুরি শান্তি পদকে ভূষিত করে।

 

ইনডেমনিটি অর্ডিন্যান্স বা ইনডেমনিটি অধ্যাদেশ হচ্ছে মূলত একটি দায়মুক্তির আদেশ। অর্থাৎ কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী অন্যায় বা অপরাধ করলে সেই ব্যক্তি বা গোষ্ঠীকে দোষী স্যবস্তু করে আইনের আওতায় না এনে দায়মুক্তি দেওয়াই হচ্ছে, ইনডেমনিটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ । এই অধ্যাদেশ টি জারি করা হয় মূলত ১৯৭৫ সালে ১৫ আগষ্ট সপরিবারে নিহত হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও পরিবারের সকল সদস্যদের হত্যাকারীদের রক্ষার্থে। ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫ সালে দায়মুক্তির এ আদেশ জারি করেন ।

 

শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ওয়াজেদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠার পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর সপ্তম  জাতীয় সংসদে ইনডেমনিটি আইন বাতিল করেন। এটি শেখ মুজিবের হত্যাকারীদের বিচারের পথ প্রশস্ত করেছিল। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্ট।




জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা আন্তর্জাতিক আদালত।
এর সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডস।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
বিচারকের সংখ্যা ১৫ জন।একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
এর সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
মিয়ানমার বা মায়ানমার, প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা বা বার্মা, হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হলো প্রজাতান্ত্রিক ঐক্যতন্ত্রী মিয়ানমার। মিয়ানমারের রাজধানী নেপিডো।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যিনি দক্ষ হাতে আইন অমান্য আন্দোলনকে পরিচালনা করেছিলেন তিনি হলেন পাঠান নেতা আবদুল গফফর খান , ভারতের ইতিহাসে যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত । তাঁর সুদক্ষ নেতৃত্বেই গান্ধীজীর প্রদর্শিত পথে আইন অমান্য আন্দোলন মুসলিম অধ্যুষিত সীমান্ত প্রদেশে পেশােয়ার পর্যন্ত প্রসারিত হয়েছিল ।জওহরলাল ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ গ্রন্থে লিখেছেন — উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে দুর্ধর্ষ ও কলহপ্রিয় মানুষদের যেভাবে আবদুল গফফর খান শান্তিপূর্ণ পদ্ধতিতে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করিয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৭ মার্চ ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসাবে পালন করা হয়। ১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় ভাষণ দেন। বঙ্গবন্ধুর
৩০ জুন ২০১১ জাতীয় সংসদে পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়।
ভাষণটিকে UNESCO বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করেঃ ৩০ অক্টোবর ২০১৭।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0