স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুপারিনটেনডেন্ট) - ১২.০২.২০২৪ (99 টি প্রশ্ন )
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার।
- এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- Very few যুক্ত positive degree কে comparative degree তে রূপান্তর করার নিয়ম: sub + verb + comparative form + than most other + বাকি অংশ।
- অর্থাৎ সঠিক comparative form টি হচ্ছে Shakespeare is more renowned than most other playwrights.
'প্রফুল্ল' এর বিপরীতার্থক শব্দ - বিমর্ষ।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দঃ
অবনত - উন্নত
আকুঞ্চন - প্রসারণ
তস্কর - সাধু
ঋজু - বক্র
হাল - সাবেক
তাপ - শৈত্য।
- পরিবেশ বিজ্ঞানীদের মতে, কোনো দেশের স্থলভাগের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা একান্ত প্রয়োজন।
- তা না হলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
- বাংলাদেশে তার স্থলভাগের তুলনায় মাত্র ৯ শতাংশ বনভূমি রয়েছে।
∴ কোণটি = ৬০°/২ = ৩০°
এখন, ৩০° এর পূরক কোণ = ৯০° - ৩০°
                                  = ৬০°
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r = 5 সে.মি.
সিলিন্ডারের ভূমির উচ্চতা h = 12 সে.মি.

সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
= 2 π × 5 ×12
= 120π
বাংলা ভাষায় আগত 'জাপানি' শব্দ: জুডো, হাসনাহেনা, ক্যারাটে, রিকশা, প্যাগোডা, সুনামি, হারিকিরি।
- Just, just now, already, yet, never, ever, lately ইত্যাদি adverb থাকলে বাক্যটি present perfect tense এর গঠন অনুসারে হয়।
- অর্থাৎ- He has left the room just now.
- উইলিয়াম কেরী রচিত বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ এবং বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন 'কথোপকথন' (১৮০১)।
- একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোপকথন বা ডায়লগ এ গ্রন্থের উপজীব্য।
- কেরী রচিত বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ 'ইতিহাসমালা' (১৮১২)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ = ১৬ দিনে

পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (১৬ - ১২) = ৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)%
Panacea (সর্বরোগ নিরাময়কারী ওষুধ) অর্থ- remedy.
- 'পদ্মাবতী' (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
- মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।
- পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত।
- প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ।
- মনঝনের হিন্দি ভাষার কাব্য 'মধুমালত' থেকে 'মধুমালতী' নামে অনুবাদ করেন মুহম্মদ কবীর, সৈয়দ হামজা ও শাকের মুহম্মদ।
- সাধনের হিন্দি ভাষার কাব্য 'মৈনাসত' থেকে 'লোরচন্দ্রাণী ও সতীময়না' নামে অনুবাদ করেন দৌলত কাজী ও আলাওল।
- নিজামীর ফারসি ভাষার কাব্য 'হস্তপয়কর' থেকে 'হপ্তপয়কর' নামে অনুবাদ করেন আলাওল।
- 'কোনো কিছু করাই বরং ভালো' অর্থে had better এর পরে verb এর base form বসে।
- You had better do the work on time- কাজটি সঠিক সময়ে করাই বরং তোমার জন্য ভালো।
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস = ৫৬ ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r = ৫৬/২ ফুট
                                = ২৮ ফুট

বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2 বর্গফুট
= π(২৮) বর্গফুট
= (২২/৭) × ২৮ × ২৮ বর্গফুট
= ২৪৬৪ বর্গফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৪ বর্গফুট
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √২৪৬৪
                                  = ৪৯.৬৩ ফুট
- শুদ্ধ বাক্য: I, you and she were guilty.
- কারণ, and দ্বারা যুক্ত একাধিক subject যদি দোষ স্বীকার বোঝায় তাহলে 1st person + 2nd person + 3rd person অনুসারে subject-গুলো সাজাতে হয়। Verb টি সর্বদা plural হয়।
- পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্ট Danane Town শহরের নাম পরিবর্তন করে 'Bangladesh Road' নামকরণ করে।
- শহরটির স্থানীয় কর্তৃপক্ষ বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে সড়কটির নাম পরিবর্তন করে।
- ভূপৃষ্ঠের উপরিভাগের নির্দিষ্ট স্তর বিন্যাসযুক্ত যে অংশ জৈব ও অজৈব বস্তুর সমন্বয়ে গঠিত এবং গাছকে দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাকে মাটি বলে।
- মাটি হলো পৃথিবীর প্রাকৃতিক শোধনাগার।
নাম - উপাধি:
দৌলত উজির - বাহরাম খান
রাজশেখর বসু - পরশুরাম
মুকুন্দরাম চক্রবর্তী - কবিকঙ্কন। 
বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন। 

• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস৷
- এটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রঃ
- নবকুমার
- কপালকুণ্ডলা।

এই উপন্যাসের বিখ্যাত উক্তিঃ
- 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৮ (১) ধারা অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।
৪৮ (৪) ধারা অনুয়ায়ী, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক না হন
(খ) সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন
(গ) কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ বাংলাদেশ নির্বাচন কমিশন।
- ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'রোম চুক্তি' নামে পরিচিত।
- ১ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) প্রতিষ্ঠার মাধ্যমে চুক্তিটি কার্যকর হয়।
- ১৯৯৩ সালে EEC এর নাম পরিবর্তন করে European Community (EC) করা হয়।
- গামা রশ্মি অতিক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
- এর কোন চার্জ ও ভর নেই।
- এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, যা আলফা রশ্মির তুলনায় ১০০০০ গুণ বেশি।
Precarious (অনিশ্চিত/ ঝুঁকিপূর্ণ) এর synonym হচ্ছে hazardous (ঝুঁকিপূর্ণ)।

Precondition- পূর্বশর্ত;
prune- ছাঁটাই করা;
incessant- অবিরাম।
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। 
-তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (১৯৩৫),
- দিবারাত্রির কাব্য (১৯৩৫),
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- পুতুলনাচের ইতিকথা (১৯৩৬),
- শহরতলী (১৯৪০-৪১),
- চিহ্ন (১৯৪৭),
- চতুষ্কোণ (১৯৪৮),
- সার্বজনীন (১৯৫২),
- আরোগ্য (১৯৫৩) প্রভৃতি

ছোটগল্প
- অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫),
- প্রাগৈতিহাসিক (১৯৩৭), সরীসৃপ (১৯৩৯),
- সমুদ্রের স্বাদ (১৯৪৩), হলুদ পোড়া (১৯৪৫),
- আজ কাল পরশুর গল্প (১৯৪৬),
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০),
- ফেরিওয়ালা (১৯৫৩) ইত্যাদি।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলাপিডিয়া

- ধারণা করা হয়, প্রাগৈতিহাসিক যুগে যখন খাদ্য সংগ্রহের পাশাপাশি নিজের অস্তিত্ব রক্ষার জন্য মানুষ একক ভাবে বা দলীয়ভাবে শিকার করতে এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে শিখেছিল, তখনই কাবাডি খেলায় সূচনা।
- পুরো দক্ষিণ এশিয়ায় কাবাডি প্রচলিত থাকলেও এর উৎপত্তিস্থল পাঞ্জাব।
- It is time / It is high time-যুক্ত sentence এর structure হলো: It is high time + Sub + verb এর past form + বাকি অংশ।
- It is high time we changed our eating habit- আমাদের খাদ্যাভাস পরিবর্তন করার এখনই সময়।
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক/২) - (ক/৩) = ১৭
বা, (৩ক - ২ক)/৬ = ১৭
বা, ক/৬ = ১৭
বা, ক = ১৭ × ৬
ক = ১০২
- বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় এক-তৃতীয়াংশেরই রপ্তানি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- যুক্তরাষ্ট্রে ৭ দশমিক ২ বিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে। 
- শীর্ষ এই দুটি বাজারে আগের অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছিল।
- চলতি অর্থবছরের প্রথমার্ধেও রপ্তানি ইতিবাচক ধারায় ফেরেনি।
- কিন্তু শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যে বাকি তিনটিতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে।
- দেশ তিনটি হলো যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ৩ ডিসেম্বর
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0