ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (মাঠ সংগঠক/সহকারী হিসারক্ষক) – ২৫.০৩.২০২৩ (98 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, অ-কার কিংবা অ কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং রেফ () রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। মহা+ঋষি (আ+ঋ = অর)= মহর্ষি ।
i
ব্যাখ্যা (Explanation):
(৭ + ক) × ৩ = ৩০
বা, ৭ + ক = ১০
বা, ক = ৩
i
ব্যাখ্যা (Explanation):
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ৩x + ২x = ৯০
বা, ৫x = ৯০
বা, x = ১৮
i
ব্যাখ্যা (Explanation):

2(x2 + y2)

={(x + y)2 - 2xy}

= 2{5² - 2.6}

= 2{25 - 12}

= 2 × 13 = 26

 
i
ব্যাখ্যা (Explanation):
এখানে, (৪/২৭)×(৭/৩৬)
বা, ১৪৪ < ১৮৯
∴ ৪/২৭ ছোট
(৪/২৭)×(১১/১৫)
বা, ৬০< ২৮০
∴ ৪/২৭ ছোট
(৪/২৭)×(২/৯)
বা, ৩৬<৫৪
∴ ৪/২৭ ছোট
∴ অপশন অনুযায়ী ৪/২৭ ক্ষুদ্রতম।
i
ব্যাখ্যা (Explanation):
১০২৪ এর বর্গমূল = √১০২৪ = ৩২
i
ব্যাখ্যা (Explanation):
মনেকরি, মোট ছাত্র-ছাত্রী = ১০০ জন
∴ ছাত্র = ৪০ এবং ছাত্রী = ৬০
∴ বিতর্ক ক্লাবে যোগ দেয় = ৪০ এর ৩০% + ৬০ এর ২০% = ৪০ × (৩০/১০০) + ৬০ x (২০/১০০) = ১২ + ১২ = ২৪ জন
উত্তর: ২৪%
i
ব্যাখ্যা (Explanation):
৩ ভাইয়ের মোট বয়স = ৩ × ১৬ = ৪৮ বছর
বাবাসহ তাদের মোট বয়স= ৪ × ২৫ = ১০০ বছর
∴বাবার বয়স = ১০০ - ৪৮ = ৫২ বছর
i
ব্যাখ্যা (Explanation):
p/q= ১/৪
∴(p+q)/(p-q) = (১+৪)/(১-৪) = -(৫/৩)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
৬০,০০০ টাকার জন্য ১ বছরে মোট সুদ দিতে হবে,
I= Pnr/১০০
  =(৬০০০০×১×১১)/১০০
   =৬৬০০ টাকা
মোট টাকা দিতে হবে = ৬০,০০০ + ৬৬০০ = ৬৬৬০০
∴ প্রত্যেক মাসে দিতে হবে = ৬৬৬০০০/১২ = ৫৫৫০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
a:b= 4:7
     = (4x5):(7×5)
     =20:35
b:c=5:6
     = (5x7):(6×7)
     =35:42
∴a:b:c=20:35:42
i
ব্যাখ্যা (Explanation):
যে ভগ্নাংশের লব > হর, সে ভগ্নাংশটি অপ্রকৃত।
∴অপশন অনুযায়ী ৭/৪ অপ্রকৃত ভগ্নাংশ।
i
ব্যাখ্যা (Explanation):
৭৯-৬১=১৮
i
ব্যাখ্যা (Explanation):
৩ এর গুণিতক ৩x১= ৩, ৩x২= ৬, ৩x৩= ৯, ৩x৪= ১২, ৩x৫= ১৫, ৩x৬= ১৮
৬ এর গুণিতক ৬x১= ৬, ৬x২= ১২, ৬x৩= ১৮
সুতরাং, ৩ ও ৬ এর গুণিতক ১৮
i
ব্যাখ্যা (Explanation):
১০ জন লোক ৭ দিনে কাজটি করে দৈনিক ৬ ঘণ্টা করে
১জন লোক ১ দিনে কাজটি করে দৈনিক ৬×১০×৭ ঘণ্টা করে
∴১৪জন লোক ৬ দিনে কাজটি করে দৈনিক (৬×১০×৭)/(৬×১৪) ঘণ্টা করে
                                                   =৫ ঘন্টা করে
i
ব্যাখ্যা (Explanation):
= ৯
= ৩৬
= ৮১
১২ = ১৪৪
১৫ = ?
∴ পরবর্তী সংখ্যা = ১৫ = ২২৫
i
ব্যাখ্যা (Explanation):
০.৭৫ + ০.০৫ = ০.৮০
i
ব্যাখ্যা (Explanation):
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
i
ব্যাখ্যা (Explanation):
সমষ্টি= n(n+১)/২
       ={ ৯৯(৯৯+১)}/২
       =(৯৯×১০০)/২
        = ৪৯৫০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
০.৪ x ০.০২ x ০.০৮ = = ০.০০০৬৪
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
I =Pnr/১০০
 =(৫০০০ x ৩ x ৫)/১০০
 = ৭৫০ টাকা
∴ সুদ-আসল = ৫০০০ + ৭৫০ = ৫৭৫০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ = ১০ ×১০ + ১ = 100 + ১ = ১০১
i
ব্যাখ্যা (Explanation):
কলমটির ক্রয়মূল্য = (১০০/১১০) × ১১ = ১০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
প্রথম ৬টি মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩ এদের যোগফল = ২+৩+৫+ ৭ + ১১ + ১৩ = ৪১
i
ব্যাখ্যা (Explanation):

x3-1/x3=(x-1/x)3 + 3.x.1/x + (x-1/x)

= 13 + 3×1

= 1+3 = 4

i
ব্যাখ্যা (Explanation):

আমরা জানি,

C=P(১+r/১০০)n

= ১০০{১+(১০/১০০)}

=১০০{১+(১/১০)}

=১০০(১১/১০)

=১০০×(১২১/১০০)

.:মুনাফা = ১২১-১০০ =২১ টাকা

 
i
ব্যাখ্যা (Explanation):
অতীতের দুটি কাজ that দ্বারা যুক্ত হলে একটি অংশে past indefinite tense এবং অন্য অংশে past perfect tense বসে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত বাক্যে walking শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Article এর পরে দুইটি word থাকলে প্রথমটি adjective এবং দ্বিতীয়টি noun হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
-Noun:Origin (মৌলিকতা)
-Verb:Originate (উদ্ভাবক হওয়া)
-Adjective:Original (মৌলিক)
-Adverb:Originally (মূলত)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0