ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (মাঠ সংগঠক/সহকারী হিসারক্ষক) – ২৫.০৩.২০২৩ (98 টি প্রশ্ন )
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, অ-কার কিংবা অ কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং রেফ () রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। মহা+ঋষি (আ+ঋ = অর)= মহর্ষি ।
(৭ + ক) × ৩ = ৩০
বা, ৭ + ক = ১০
বা, ক = ৩
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ৩x + ২x = ৯০
বা, ৫x = ৯০
বা, x = ১৮

2(x2 + y2)

={(x + y)2 - 2xy}

= 2{5² - 2.6}

= 2{25 - 12}

= 2 × 13 = 26

 

এখানে, (৪/২৭)×(৭/৩৬)
বা, ১৪৪ < ১৮৯
∴ ৪/২৭ ছোট
(৪/২৭)×(১১/১৫)
বা, ৬০< ২৮০
∴ ৪/২৭ ছোট
(৪/২৭)×(২/৯)
বা, ৩৬<৫৪
∴ ৪/২৭ ছোট
∴ অপশন অনুযায়ী ৪/২৭ ক্ষুদ্রতম।
১০২৪ এর বর্গমূল = √১০২৪ = ৩২
মনেকরি, মোট ছাত্র-ছাত্রী = ১০০ জন
∴ ছাত্র = ৪০ এবং ছাত্রী = ৬০
∴ বিতর্ক ক্লাবে যোগ দেয় = ৪০ এর ৩০% + ৬০ এর ২০% = ৪০ × (৩০/১০০) + ৬০ x (২০/১০০) = ১২ + ১২ = ২৪ জন
উত্তর: ২৪%
৩ ভাইয়ের মোট বয়স = ৩ × ১৬ = ৪৮ বছর
বাবাসহ তাদের মোট বয়স= ৪ × ২৫ = ১০০ বছর
∴বাবার বয়স = ১০০ - ৪৮ = ৫২ বছর
p/q= ১/৪
∴(p+q)/(p-q) = (১+৪)/(১-৪) = -(৫/৩)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬০,০০০ টাকার জন্য ১ বছরে মোট সুদ দিতে হবে,
I= Pnr/১০০
  =(৬০০০০×১×১১)/১০০
   =৬৬০০ টাকা
মোট টাকা দিতে হবে = ৬০,০০০ + ৬৬০০ = ৬৬৬০০
∴ প্রত্যেক মাসে দিতে হবে = ৬৬৬০০০/১২ = ৫৫৫০ টাকা
a:b= 4:7
     = (4x5):(7×5)
     =20:35
b:c=5:6
     = (5x7):(6×7)
     =35:42
∴a:b:c=20:35:42
যে ভগ্নাংশের লব > হর, সে ভগ্নাংশটি অপ্রকৃত।
∴অপশন অনুযায়ী ৭/৪ অপ্রকৃত ভগ্নাংশ।
৭৯-৬১=১৮
৩ এর গুণিতক ৩x১= ৩, ৩x২= ৬, ৩x৩= ৯, ৩x৪= ১২, ৩x৫= ১৫, ৩x৬= ১৮
৬ এর গুণিতক ৬x১= ৬, ৬x২= ১২, ৬x৩= ১৮
সুতরাং, ৩ ও ৬ এর গুণিতক ১৮
১০ জন লোক ৭ দিনে কাজটি করে দৈনিক ৬ ঘণ্টা করে
১জন লোক ১ দিনে কাজটি করে দৈনিক ৬×১০×৭ ঘণ্টা করে
∴১৪জন লোক ৬ দিনে কাজটি করে দৈনিক (৬×১০×৭)/(৬×১৪) ঘণ্টা করে
                                                   =৫ ঘন্টা করে
= ৯
= ৩৬
= ৮১
১২ = ১৪৪
১৫ = ?
∴ পরবর্তী সংখ্যা = ১৫ = ২২৫
০.৭৫ + ০.০৫ = ০.৮০
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
সমষ্টি= n(n+১)/২
       ={ ৯৯(৯৯+১)}/২
       =(৯৯×১০০)/২
        = ৪৯৫০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
০.৪ x ০.০২ x ০.০৮ = = ০.০০০৬৪
আমরা জানি,
I =Pnr/১০০
 =(৫০০০ x ৩ x ৫)/১০০
 = ৭৫০ টাকা
∴ সুদ-আসল = ৫০০০ + ৭৫০ = ৫৭৫০ টাকা
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ = ১০ ×১০ + ১ = 100 + ১ = ১০১
কলমটির ক্রয়মূল্য = (১০০/১১০) × ১১ = ১০ টাকা
প্রথম ৬টি মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩ এদের যোগফল = ২+৩+৫+ ৭ + ১১ + ১৩ = ৪১

x3-1/x3=(x-1/x)3 + 3.x.1/x + (x-1/x)

= 13 + 3×1

= 1+3 = 4


আমরা জানি,

C=P(১+r/১০০)n

= ১০০{১+(১০/১০০)}

=১০০{১+(১/১০)}

=১০০(১১/১০)

=১০০×(১২১/১০০)

.:মুনাফা = ১২১-১০০ =২১ টাকা

 

অতীতের দুটি কাজ that দ্বারা যুক্ত হলে একটি অংশে past indefinite tense এবং অন্য অংশে past perfect tense বসে।

প্রদত্ত বাক্যে walking শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Article এর পরে দুইটি word থাকলে প্রথমটি adjective এবং দ্বিতীয়টি noun হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-Noun:Origin (মৌলিকতা)
-Verb:Originate (উদ্ভাবক হওয়া)
-Adjective:Original (মৌলিক)
-Adverb:Originally (মূলত)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0