-প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত। -বান্দরবান থেকে কেরাণীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান। -কেরাণীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ হ্রদে পৌঁছানো সম্ভব। -জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
• SALT(Strategic Arms Limitation Talks ); কৌশলগত অস্ত্র সীমিতকরণে ১৯৭২ সালে SALT-I ও ১৮ জুন ১৯৭৯ সালে SALT_II স্বাক্ষরিত হয়। • START-2 হলো রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দূরপাল্লার পারমাণবিক ক্ষেপনাস্ত্র ১০ বছরের মধ্যে দুই-তৃতীয়াংশ হ্রাস করা সংক্রান্ত চুক্তি।
• ডিরেক্টরেট -জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি (DGSE) হল ফ্রান্সের বিদেশী গোয়েন্দা সংস্থা। • এটি ব্রিটিশ MI6 এবং আমেরিকান CIA- এর সমতুল্য । • 2 এপ্রিল 1982-এ প্রতিষ্ঠিত । • এটির সদর দফতর প্যারিসের 20তম অ্যারোন্ডিসমেন্টে অবস্থিত । • এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিদেশে আধাসামরিক ও কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন পরিচালনার পাশাপাশি অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির মাধ্যমে জাতীয় নিরাপত্তা ।
- সৌদি আরবের জাতীয় পতাকার জমিনের মধ্যে আরবিতে কলেমা তাইয়্যেবা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ' । - ইরানের জাতীয় পতাকার সাদা জমিনে খচিত হয়েছে চারটি চন্দ্র ও এর মাঝে খাড়াভাবে একটি তলোয়ার। সব মিলিয়ে এখানে ' আল্লাহ' শব্দটি প্রকাশ করা হয়েছে। - এই কারণে বিশ্বের এই দুটি দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না।
- একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে ম্যাচসেরা মুস্তাফিজুর রহমান। - ওয়ানডে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচসেরা টেস্ট অভিষেকেও। - ক্রিকেটের দুই সংস্করণেই শুরুর লগ্নটাকে স্মরণীয় করে মুস্তাফিজুর রহমান ঢুকে গেছেন ইতিহাসে। - - - টেস্ট ও ওয়ানডে দুই ক্রিকেটেই অভিষেকে ম্যাচসেরার একমাত্র কীর্তি বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
-'বাংলা একাডেমী' পুরস্কার ১৯৬০ সাল থেকে প্রবর্তিত হয়। -বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ সালে -প্রবর্তিত একটি বাৎসরিক সাহিত্য পুরস্কার। -বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
-১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রবর্তনের পর ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। -নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ না থাকায় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয় যার মুখ্যমন্ত্রী (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ) নির্বাচিত হন শেরে বাংলা একে ফজলুল হক। -তিনি ১৯৩৮ সালে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের তদন্তে 'ক্লাউড কমিশন' গঠন বঙ্গীয় ' চাষী খাতক আইন প্রণয়ন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করেন।তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেন ।মুসলিম নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন ইডেন কলেজ । -মোহাম্মদ আলীর সাথে মতানৈক্যর ফলে তিনি ১৯৪১ সালে ড শ্যামাপ্রসাদের সাথে দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন যা শ্যামা -হোক মন্ত্রিসভা' নামে পরিচিত। -এ মন্ত্রিসভার পতন হলে খাজা নাজিমউদ্দীনের নেতৃত্বে 'মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করেন। -১৯৪৬ সালের আবুল হাসেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ জয়লাভ করে । -এ বছরই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মন্ত্রীসভা গঠিত হয় । -হোসেন শহীদ সোহরাওয়ার্দীই ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী । -দেশভাগের পর ১৯৫৪ সালের সোহরাওয়ার্দী পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন, এবং -১৯৫৬ সালে তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ (৩ চৈত্র ১৩২৬ বঙ্গাব্দ) গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। - তিনি ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন। - ১৯৪২ সালে এসএসসি পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমান নাম: মাওলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েট-এ ভর্তি হন। - ১৯৪৭ সালে বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ঢাকায় চলে আসেন। - ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। - তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। - ৩ মার্চ, ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীরা মাসিক বেতন বৃদ্ধি ও আবাসন সুবিধার জন্য ধর্মঘট শুরু করেন। - জাতির পিতা এ আন্দোলনে সমর্থন দান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুকে ১৫ টাকা জরিমানা করেন। - কিন্তু বঙ্গবন্ধু জরিমানা প্রদানে অস্বীকৃতি জানালে তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। - এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। - উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২। - ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
A) Do as I tell you. এই বাক্যটি সঠিক কারণ এটি একটি imperative sentence (আজ্ঞাসূচক বাক্য) যা নির্দেশনা দেয়। এখানে "Do" একটি base verb এবং "I tell you" একটি simple present tense clause যা নির্দেশনা প্রদান করছে।
B) Men is mortal. এই বাক্যটি সঠিক নয় কারণ "Men" একটি plural noun (বহুবচন বিশেষ্য) এবং এর সাথে singular verb "is" ব্যবহার করা হয়েছে। সঠিক বাক্য হবে "Men are mortal."
C) Past is went. এই বাক্যটি সঠিক নয় কারণ "went" হলো "go" এর past tense এবং এটি কোনো linking verb (যেমন "is") এর পরে আসে না। সঠিক বাক্য হবে "Past is gone" বা "The past went."
D) Does I tell you? এই বাক্যটি সঠিক নয় কারণ "I" এর সাথে does ব্যবহার করা যায় না। "I" এর সাথে do ব্যবহার করতে হবে। সঠিক বাক্য হবে "Do I tell you?"
Big bug অর্থ প্রভূত ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তি । Big bug এর অর্থ প্রকাশ পায় important person দ্বারা । Terrorist অর্থ সন্ত্রাসী A large bug অর্থ বড় ছারপোকা Big insect অর্থ বড় পতঙ্গ
Die away - (শ্রবণে বহির্ভূত হওয়া বা মিলাইয়া যাওয়া) Die by - (দুর্ঘটনা, আত্মহত্যা) Die down - (become weaker, দুর্বলতর হওয়া) Die for - (দেশের জন্য আত্মত্যাগ করা ,কোন ভাল কারণে মারা যাওয়া) Die from - (ক্ষত, জখম, আঘাত) Die through - (অযত্নে বা অবহেলায় মারা যাওয়া) Die in - (দারিদ্রতায়, ঘুমের মধ্যে, শান্তিতে, কর্মরত অবস্থায় মারা যাওয়া) Die of - (অসুস্থতা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া) Die off - (একে একে মারা যাওয়া) Die out - (বিলুপ্ত বা অদৃশ্য হওয়া) Die on - (বিশেষ দিনে মারা যাওয়া)
The man died from overeating - লোকটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল।
গ. বাক্যতত্ত্ব (Syntax): যতিচিহ্ন, বাগধারা, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, পদক্রম, বাচ্য, উক্তি ও বাক্য সংক্রান্ত সকল বিষয়, পদের রূপ পরিবর্তন, বাক্যতত্ত্ব।
ঘ. অর্থতত্ত্ব (Semantic): শব্দ ও বাক্যের অর্থবিচার, বিপরীতার্থক, মুখ্যার্থ ও গৌণার্থ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।