যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮°। তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
Solution
Correct Answer: Option D
ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক
অপর কোণ ৯০-ক [সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি হবে, তাহলে কোণ তিনটি, ৯০, ৯০-ক, ক]
সুতরাং, ৯০-ক-ক = ৮
-২ক = ৮-৯০
ক = ৪১