- ১৭৫৫ সালের ১৫ এপ্রিল Samuel Johnson সর্বপ্রথম পূর্ণাঙ্গ English Dictionary প্রকাশ করেন। - এই জন্য তাকে 'Father of English Dictionary' নামে অভিহিত করা হয়। - বইটি পরবর্তী Dictionary of English Language/ Johnson's Dictionary নামে ১৭৭৫ সালে প্রকাশিত হয়।
এখন আমাদের জানতে হবে, কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ এমন হবে যেন তার ক্ষেত্রফল 4,840 বর্গগজ হয়।
ভূমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = 4,840 বর্গগজ
বিকল্পগুলি পরীক্ষা করি: A) ২২০ গজ × ২২ গজ = 220 × 22 = 4,840 বর্গগজ B) ২২০ বর্গগজ × ২২ বর্গগজ - এটি ভুল একক (বর্গগজ × বর্গগজ) ব্যবহার করেছে C) ২২০ বর্গগজ × ২০ বর্গগজ - এটিও ভুল একক ব্যবহার করেছে D) ২২০ গজ × ২০ গজ = 220 × 20 = 4,400 বর্গগজ
যেহেতু 220 গজ × 22 গজ = 4,840 বর্গগজ = 1 একর, সুতরাং সঠিক উত্তর হল A) ২২০ গজ × ২২ গজ।
- হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়। - স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানিসহ মোট ওজনের তা ৩৫%। - হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ১৯৪৯ সালে বরিশাল জেলায় জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। - তিনি ৭ নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর শহীদ হন। - বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন। - চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রা্ঙ্গনে তার সমাধি রয়েছে।
- ২০১১ সালের ১০ মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ঘোষণা করার ফলে ৩০ জুন, ২০১১ সালে ১৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২ (ক) পরিচ্ছেদে উল্লিখিত 'নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বিলুপ্ত ঘোষণা করা হয়। - উল্লেখ্য, ২৬ মার্চ, ১৯৯৬ সালে ১৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। - আবার ১৭ ডিসেম্বর, ২০২৪ সালে ১৫তম সংশোধনী অবৈধ ঘোষণা করে 'তত্ত্বাবধায়ক সরকার' ব্যবস্থা চালু করা হয়।
- Next-generation sequencing (NGS) হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি যা DNA এবং RNA সিকোয়েন্স করে জেনেটিক ভ্যারিয়েশন ও মিউটেশন বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। - এটি জিনোমিক গবেষণায় বিপ্লব ঘটিয়েছে এবং বিভিন্ন রোগের কারণ নির্ণয় ও চিকিৎসা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- হামাস একটি ফিলিস্তিনি সংগঠন। - এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। - এটি মূলত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সক্রিয় এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে। - হামাসের শিকড় মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের সাথে যুক্ত, যা ১৯৫০-এর দশক থেকে গাজায় সক্রিয় ছিল। - এটি প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। - হামাসের আদর্শ ইসলামি প্রতিরোধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্রে রূপান্তরিত করার উপর ভিত্তি করে। - এটি ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার কার্যত শাসক হিসেবে পরিচিত।
- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক গণভবনকে "জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর" হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। - ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণভবন জনগণের দখলে আসে, যা ফ্যাসিস্ট শাসনের পতনের প্রতীক হয়ে ওঠে। - এই জাদুঘরে ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং গণঅভ্যুত্থানের ঘটনাবলির স্মৃতি সংরক্ষণ করা হবে। - এটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষামূলক নিদর্শন হিসেবে কাজ করবে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । - ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে । - এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ । - বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে ।
- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
- প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।
- নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.
- এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – Liechtenstein
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF 2005 সালে প্রকাশিত "সুশাসন এবং দারিদ্র্য বিমোচন" শিরোনামের একটি প্রতিবেদনে এই উক্তিটি ব্যবহার করেছিল।
- প্রতিবেদনে বলা হয়েছে যে, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সুশাসন অপরিহার্য।
- সুশাসনের মূলনীতিগুলির মধ্যে রয়েছে জবাবদিহিতা, ন্যায়বিচার, অন্তর্ভুক্তি, কার্যকারিতা এবং স্বচ্ছতা।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে, যেখানে এটি ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে কাজ শুরু করে। - ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই প্রকল্পটি ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল। - পরবর্তীতে এই মডেলটি সফল প্রমাণিত হওয়ায় ১৯৮৩ সালে এটি একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। - গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচন এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
- বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড়। - বাংলার আদি জনগণের অধিবাসিরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত। - বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল। - বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ হলো মঙ্গোলয়েড।
- লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন । - তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক । - বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত ।
বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে: - ‘বাড়ির কাছে আরশী নগর’ - ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ - ‘তিন পাগলের মেলা’ - ‘সময় গেলে সাধন হবে না’, - ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ - ‘মিলন হবে কত দিনে’।
উল্লেখ্য ২৫ নভেম্বর ২০০৫ ইউনেস্কো বাউল গানকে 'A masterpiece of the Oral and Intangible Heritage Humanity' হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, তার মূলে রয়েছে লালনের গান ।
- তিনবিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। - এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার মধ্যে অবস্থিত। - করিডোরটি বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের সাথে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। - ২০১১ সালে এটি ২৪ ঘণ্টা উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ হিসেবে কাজ করে।
- পল্লী এলাকায় ভূমিহীন জনসাধারণের মধ্যে বিনা জামানতে আর্থিক ঋণদানের উদ্দেশ্যে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের হাত ধরে ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয়। - ২ অক্টোবর, ১৯৮৩ সালে এক অর্ডিন্যান্সের মাধ্যমে গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়।
সম্রাট জালালউদ্দিন আকবরের সময়কাল ছিল ১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। - তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। - তিনি ১৫৭৬ সালে বাংলা বিজয় করেন। তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল। - তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেন। - তিনি ‘অমৃতসর স্বর্ণমন্দির’, ‘বুলন্দ দরওয়াজ’ নির্মাণ করেন। - ‘জিজিয়া কর’ ও ‘তীর্থ কর’ স্থগিত করেন সম্রাট আকবর। - তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন, ‘মনসবদারি প্রথা’ হলে সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা - তিনি দীন-ই-ইলাহী নামে একেশ্বরবাদ ধর্মমত প্রচলন করেন যার অনুসারী ছিলেন ১৭ (মতান্তরে ১৯ জন) জন। - বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে। - সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন— টোডরমল - সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন। - আকবরের সমাধি হল সেকেন্দ্রায়।
- জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়ানো এক নির্ভীক প্রতিবাদী তরুণ হচ্ছেন শহীদ আবু সাঈদ। - তিনি ফ্যাসিবাদবিরোধী বিপুল রক্তক্ষয়ী আন্দোলনের উজ্জ্বলতম প্রতীক। - ইতিহাসের অম্লান এই তরুণকে শিল্পকলায় অভিষিক্ত করেন দেশের বিশিষ্ট শিল্পী শহীদ কবির। - কাজটি করার জন্য শহীদ কবির সহায়তা নেন তাঁর অনেক দিনের সহযোগী তরুণ শিল্পী ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলার শিক্ষক ঢালী তমালকে। - কাজটি শুরু হয় লালমাটিয়ার কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওতে। - তমাল ও তাঁর শিক্ষার্থীরা মিলে শহীদ কবিরের নেতৃত্বে চলে এই বিপুল কর্মযজ্ঞ। - শিল্পকর্মটির নাম ‘উন্নত মম শির’ ।
- ড. মুহাম্মদ ইউনুস ১৯৮৭ সালে "স্বাধীনতা পুরস্কার" লাভ করেন, এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। - তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদান রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হন। - তার উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন, তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। - এই পুরস্কার তার কাজের প্রতি বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিফলন।
- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হলো তৈরি পোশাক শিল্প (RMG - Ready-Made Garments)। - ২০২৫ সালের তথ্য অনুযায়ী, এই খাত দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪% অবদান রাখে। - বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। - সস্তা শ্রম, দক্ষ কর্মশক্তি এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কারণে এই খাতটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। - এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, বিশেষত নারীদের জন্য, এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- তিস্তা বাঁধ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। - এটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। - ১৯৭৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালে এটি সম্পূর্ণ হয়। - তিস্তা বাঁধের মূল উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সরবরাহ করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা। - এটি দেশের বৃহত্তম সেচ প্রকল্পগুলোর একটি, যা উত্তরাঞ্চলের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- কোনো কিছুর জন্য সাগ্রহে প্রতীক্ষা করা' অর্থে look forward to এর পরে gerund (v + ing) বসে। - I am looking forward to seeing you- আমি তোমাকে দেখার জন্য সাগ্রহে প্রতিক্ষা করছি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।