গ্রামীণ ব্যাংক (শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক) -১৪.০২.২০২৫ (40 টি প্রশ্ন )
- ১৭৫৫ সালের ১৫ এপ্রিল Samuel Johnson সর্বপ্রথম পূর্ণাঙ্গ English Dictionary প্রকাশ করেন।
- এই জন্য তাকে 'Father of English Dictionary' নামে অভিহিত করা হয়।
- বইটি পরবর্তী Dictionary of English Language/ Johnson's Dictionary নামে ১৭৭৫ সালে প্রকাশিত হয়। 
(a + b)² = a² + 2ab + b²
(a - b)² = a² - 2ab + b²

1/2{(a + b)² - (a - b)²}
= 1/2{(a² + 2ab + b²) - (a² - 2ab + b²)}
= 1/2{a² + 2ab + b² - a² + 2ab - b²}
= 1/2{4ab}
= 2ab
দেওয়া আছে:
x + y = 8
x - y = 6

xy = {(x + y)/2}² - {(x - y)/2}² 
    = (8/2)² - (6/2)²
    = 4² - 3²
    = 16 - 9
    = 7
১২% কমে
১০০ টাকায় চালের মূল কমে ১২ টাকা
 ৬০০০ টাকায় চালের মূল কমে (১২ × ৬০০০)/১০০
                                     = ৭২০ টাকা

৭২০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় ।
অর্থাৎ ১ কুইন্টাল চালের বর্তমান মূল ৭২০ টাকা। 
ধরি, 
সংখ্যাটি x
প্রশ্নমতে,
৩x + ২x = ৯০
বা, ৫x = ৯০
∴ x = ১৮

পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর

পিতা মাতা ও পুত্রের মোট বয়স = ৩৭ × ৩ = ১১১

পিতা ও পুত্রের মোট বয়স = ৩৫ × ২=৭০

মাতার বয়স = (১১১ - ৭০) = ৪১ বছর


যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য - 
১। তিনটি বাহু সমান হয়। তিনটি কোণ সমান হয়। 
২। মধ্যমাত্রয় পরস্পর সমান 
৩। প্রতিটি কোণের পরিমান ৬০ ডিগ্রি হয়, যেহেতু তিনটি বাহুর পরিমান সমান।
৪। সমবাহু ত্রিভুজের প্রতিটি বহি:স্থ কোণের মান ১২০ ডিগ্রি। 
৫। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ। 
৬। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজটি পাওয়া যায়, সেটিও সমবাহু ত্রিভুজ।

1 একর = 4,840 বর্গগজ

এখন আমাদের জানতে হবে, কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ এমন হবে যেন তার ক্ষেত্রফল 4,840 বর্গগজ হয়।

ভূমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = 4,840 বর্গগজ

বিকল্পগুলি পরীক্ষা করি:
A) ২২০ গজ × ২২ গজ = 220 × 22 = 4,840 বর্গগজ
B) ২২০ বর্গগজ × ২২ বর্গগজ - এটি ভুল একক (বর্গগজ × বর্গগজ) ব্যবহার করেছে
C) ২২০ বর্গগজ × ২০ বর্গগজ - এটিও ভুল একক ব্যবহার করেছে
D) ২২০ গজ × ২০ গজ = 220 × 20 = 4,400 বর্গগজ

যেহেতু 220 গজ × 22 গজ = 4,840 বর্গগজ = 1 একর,
সুতরাং সঠিক উত্তর হল A) ২২০ গজ × ২২ গজ।
- হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়।
- স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানিসহ মোট ওজনের তা ৩৫%।
- হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার
২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার
৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার
৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার
৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার
৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার 
৮. শাকসবজি, বাগানে ফুল ও ফল উতপাদনের বিদ্যা- হর্টিকালচার
- ফ্যাদোম হলো গভীরতা পরিমাপের একটি একক।
- ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়
- ১ ফ্যাদোম = ৬ ফুট।

• ক্যালরিমিটার – তাপ পরিমাপক যন্ত্র।
• ক্রনোমিটার – সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
• রেইনগেজ – বৃষ্টি পরিমাপক যন্ত্র।
• অ্যানিমোমিটার – বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র।
• ফ্যাদোমিটার – সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র।
• সেক্সট্যান্ট – গ্রহ-নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র।
• হাইগ্রোমিটার – বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র।
• হাইড্রোমিটার – তরলের আপেক্ষিক গুরুত্ব/ঘনত্ব মাপক যন্ত্র।
• অলটিমিটার – বিমানের উচ্চতা মাপক যন্ত্র।
• স্পিডোমিটার – দ্রুতি পরিমাপক যন্ত্র।
• টেনসিওমিটার – তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
• রিক্টার স্কেল – ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র।
• অ্যামিটার – বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র।
• ফনোগ্রাফ – শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র।
• স্টেথোস্কোপ – হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র।
- মানুষের ক্রোমোজোমের সংখ্য ২৩ জোড়া।
- এর মধ্য ২২ জোড়া’ ‘অটোজোম’ এবং ১ জোড়া ‘সেক্স ক্রোমোজোম’।
- সেক্স ক্রোমোজোম সন্তান-সন্ততির লিঙ্গ নির্ধারণ করে।
- ১৯৪৯ সালে বরিশাল জেলায় জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
- তিনি ৭ নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর শহীদ হন।
- বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন
- চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রা্ঙ্গনে তার সমাধি রয়েছে। 
- ২০১১ সালের ১০ মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ঘোষণা করার ফলে ৩০ জুন, ২০১১ সালে ১৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২ (ক) পরিচ্ছেদে উল্লিখিত 'নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বিলুপ্ত ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, ২৬ মার্চ, ১৯৯৬ সালে ১৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল।
- আবার ১৭ ডিসেম্বর, ২০২৪ সালে ১৫তম সংশোধনী অবৈধ ঘোষণা করে 'তত্ত্বাবধায়ক সরকার' ব্যবস্থা চালু করা হয়।
- Next-generation sequencing (NGS) হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি যা DNA এবং RNA সিকোয়েন্স করে জেনেটিক ভ্যারিয়েশন ও মিউটেশন বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।
- এটি জিনোমিক গবেষণায় বিপ্লব ঘটিয়েছে এবং বিভিন্ন রোগের কারণ নির্ণয় ও চিকিৎসা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- হামাস একটি ফিলিস্তিনি সংগঠন।
- এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সক্রিয় এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে।
- হামাসের শিকড় মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের সাথে যুক্ত, যা ১৯৫০-এর দশক থেকে গাজায় সক্রিয় ছিল।
- এটি প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
- হামাসের আদর্শ ইসলামি প্রতিরোধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্রে রূপান্তরিত করার উপর ভিত্তি করে।
- এটি ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার কার্যত শাসক হিসেবে পরিচিত।
- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক গণভবনকে "জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর" হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেয়।
- ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণভবন জনগণের দখলে আসে, যা ফ্যাসিস্ট শাসনের পতনের প্রতীক হয়ে ওঠে।
- এই জাদুঘরে ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং গণঅভ্যুত্থানের ঘটনাবলির স্মৃতি সংরক্ষণ করা হবে।
- এটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষামূলক নিদর্শন হিসেবে কাজ করবে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য ।
১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে
- এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ ।
- বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে ।

- IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.

- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।

- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।

- প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।

- নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.

- এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।

- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।

- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

- বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – Liechtenstein

- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

- IMF 2005 সালে প্রকাশিত "সুশাসন এবং দারিদ্র্য বিমোচন" শিরোনামের একটি প্রতিবেদনে এই উক্তিটি ব্যবহার করেছিল।

- প্রতিবেদনে বলা হয়েছে যে, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সুশাসন অপরিহার্য।

- সুশাসনের মূলনীতিগুলির মধ্যে রয়েছে জবাবদিহিতা, ন্যায়বিচার, অন্তর্ভুক্তি, কার্যকারিতা এবং স্বচ্ছতা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে, যেখানে এটি ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে কাজ শুরু করে।
- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই প্রকল্পটি ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
- পরবর্তীতে এই মডেলটি সফল প্রমাণিত হওয়ায় ১৯৮৩ সালে এটি একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচন এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত - চার ভাগে;
১.নেগ্রিটো 
২.অস্ট্রিক 
৩.দ্রাবিড় 
৪.ভোটচীনীয়। 
- বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড়
- বাংলার আদি জনগণের অধিবাসিরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত।
- বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ হলো মঙ্গোলয়েড।
- লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন ।
- তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক ।
- বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত ।

বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে:
- ‘বাড়ির কাছে আরশী নগর’
- ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’
- ‘তিন পাগলের মেলা’
- ‘সময় গেলে সাধন হবে না’,
- ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
- ‘মিলন হবে কত দিনে’।

উল্লেখ্য ২৫ নভেম্বর ২০০৫ ইউনেস্কো বাউল গানকে 'A masterpiece of the Oral and Intangible Heritage Humanity' হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, তার মূলে রয়েছে লালনের গান । 

- তিনবিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত।
- এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার মধ্যে অবস্থিত।
- করিডোরটি বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের সাথে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়।
- ২০১১ সালে এটি ২৪ ঘণ্টা উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ হিসেবে কাজ করে।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- পল্লী এলাকায় ভূমিহীন জনসাধারণের মধ্যে বিনা জামানতে আর্থিক ঋণদানের উদ্দেশ্যে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের হাত ধরে ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয়।
- ২ অক্টোবর, ১৯৮৩ সালে এক অর্ডিন্যান্সের মাধ্যমে গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়।
সম্রাট জালালউদ্দিন আকবরের সময়কাল ছিল ১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। 
 - তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
 - তিনি ১৫৭৬ সালে বাংলা বিজয় করেন। তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল।
 - তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেন। 
 - তিনি ‘অমৃতসর স্বর্ণমন্দির’, ‘বুলন্দ দরওয়াজ’ নির্মাণ করেন।
 - ‘জিজিয়া কর’ ও ‘তীর্থ কর’ স্থগিত করেন সম্রাট আকবর।
 - তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন,  ‘মনসবদারি প্রথা’ হলে সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা
 - তিনি দীন-ই-ইলাহী নামে একেশ্বরবাদ ধর্মমত প্রচলন করেন যার অনুসারী ছিলেন ১৭ (মতান্তরে ১৯ জন) জন।
 - বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
 - সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন— টোডরমল
 - সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন। 
 - আকবরের সমাধি হল সেকেন্দ্রায়।
- জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়ানো এক নির্ভীক প্রতিবাদী তরুণ হচ্ছেন শহীদ আবু সাঈদ। 
- তিনি ফ্যাসিবাদবিরোধী বিপুল রক্তক্ষয়ী আন্দোলনের উজ্জ্বলতম প্রতীক।
- ইতিহাসের অম্লান এই তরুণকে শিল্পকলায় অভিষিক্ত করেন দেশের বিশিষ্ট শিল্পী শহীদ কবির।
- কাজটি করার জন্য শহীদ কবির সহায়তা নেন তাঁর অনেক দিনের সহযোগী তরুণ শিল্পী ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলার শিক্ষক ঢালী তমালকে।
- কাজটি শুরু হয় লালমাটিয়ার কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওতে।
- তমাল ও তাঁর শিক্ষার্থীরা মিলে শহীদ কবিরের নেতৃত্বে চলে এই বিপুল কর্মযজ্ঞ।
- শিল্পকর্মটির নাম ‘উন্নত মম শির’ ।
- ড. মুহাম্মদ ইউনুস ১৯৮৭ সালে "স্বাধীনতা পুরস্কার" লাভ করেন, এটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
- তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদান রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হন।
- তার উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন, তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
- এই পুরস্কার তার কাজের প্রতি বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিফলন।
- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হলো তৈরি পোশাক শিল্প (RMG - Ready-Made Garments)।
- ২০২৫ সালের তথ্য অনুযায়ী, এই খাত দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪% অবদান রাখে।
- বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
- সস্তা শ্রম, দক্ষ কর্মশক্তি এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কারণে এই খাতটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত।
- এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, বিশেষত নারীদের জন্য, এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- তিস্তা বাঁধ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।
- এটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।
- ১৯৭৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালে এটি সম্পূর্ণ হয়।
- তিস্তা বাঁধের মূল উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সরবরাহ করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা।
- এটি দেশের বৃহত্তম সেচ প্রকল্পগুলোর একটি, যা উত্তরাঞ্চলের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কোনো কিছুর জন্য সাগ্রহে প্রতীক্ষা করা' অর্থে look forward to এর পরে gerund (v + ing) বসে।
- I am looking forward to seeing you- আমি তোমাকে দেখার জন্য সাগ্রহে প্রতিক্ষা করছি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0