তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপপ্তের (সহকারী প্রোগ্রামার)-২০২০ (২৬.১২-২০২০) (95 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
২২ জানয়ারি ২০২০ ই-পাসপোর্টের কার্যক্রম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।১০ বছর মেয়াদি এ পাসপোর্টে ৩৮ টি নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
- BIOS বলতে বোঝায় RO,BIOS এ একটি ফার্মওয়্যারের সাহায্যে ডেটা এবং নির্দেশনাকে । এটা চালু করতে আগে প্রোসেসর চালু করতে হয়।
- ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরি সময়ে কম্পিউটারের মেমোরিতে (রোম) এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
Operation গুলোর মধ্যে সবচেয়ে দ্রুত কাজ করে Bitwise OR. Bitwise OR এমন একটি operation যা বিট প্যাটার্ন বা বাইনারি সংখ্যার Bitwise operation সম্পাদন করতে ব্যবহ্নত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
'পায়রা সমুদ্র বন্দর' পটুয়াখালি জেলার কলাপড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত ।এটি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
i
ব্যাখ্যা (Explanation):
linked-list এ নূন্যতম দুটি ফিল্ড থেকে ।একটি ডাটা ফিল্ড এবং অন্যটি পয়েন্টার টু নোড যা পরবর্তি নোডের ঠিকানা ধারণ করে।
i
ব্যাখ্যা (Explanation):
কাজী নজরুল ইসলামের আরও কয়েকটি কাব্যগ্রন্থঃসন্ধ্যা, প্রলয় শিখা,দোলন-চাঁপা ,ছায়ানট,সিন্ধুহিন্দোল ,অগ্নিবীণা ,জিঞ্জির ।
i
ব্যাখ্যা (Explanation):
- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়
- সার্কের নতুন মহাসচিব ইসালা রুয়ান ওয়েরাকুন।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮ টি।

- মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) এর মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।
- তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে এই পদে দায়িত্ব পালন করছেন।
- এর মধ্যে দিয়ে আঞ্চলিক সংস্থাটির এই পদে তৃতীয় বাংলাদেশি মহাসচিব হলেন তিনি।
i
ব্যাখ্যা (Explanation):
One in a blue moon এর স্থলে Once in a blue moon হলে phrase টি সঠিক হতো,যার অর্থ 'কদাচিত
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরের এবং ঢাকা জেলা ৩ নং সেক্টরের অধীনে ছিল ।।২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশার্ফ ও মেজর এ টি এম হায়দার ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ই-মেইল প্রেরণ করার জন্য সাধারণত ব্যবহ্নত প্রোটোকলটি হলো SMTP(Simple Mail Transfer protocol)ইন্টারনেটের সার্ভারগুলোর মধ্যে E-mail প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহ্নত ও জনপ্রিয় প্রোটোকল এটি।
i
ব্যাখ্যা (Explanation):
পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুসারে যে ১৩ টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষনা করা হয়েছে তার মধ্যে চলনবিল নেই।
i
ব্যাখ্যা (Explanation):
জহির রায়হান রচিত আরও কয়েকটি উপন্যাস হলো-হাজার বছর ধরে,শেষ বিকেলের মেয়ে, আর কত দিন তৃষ্ণ কয়েকটি মৃত্যু ।
i
ব্যাখ্যা (Explanation):
IPV4 address 32 bits , IPV6 address 128 bits.
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাচটি। যথা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ,রাশিয়া ও ফ্রান্স ।
i
ব্যাখ্যা (Explanation):
অনিল শব্দের অর্থ বাতাস।আগুনের কয়েকটি সমার্থক শব্দঃঅনল,বহ্নি ,দহন,সর্বভুক ,সর্বশুচি ,বৈশ্বানর ।
i
ব্যাখ্যা (Explanation):
সহজ অর্থে ঋণ প্রদান এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপান সরকারের দাতা সংস্থা 'জাপান' ইন্টারন্যাশনাল কো-অপারেশনে এজেন্সী (জাইকা) বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগি ও দাতা সন্সথা।
i
ব্যাখ্যা (Explanation):
Quick Sort একটি বিভাজন এবং বিজ্যী অ্যালগরিদম ।এটি array থেকে একটি 'pivot' উপাদান নির্বাচন করে এবং অন্যান্য উপাদানগুলোকে pivot এর চেয়ে কম বা বৃহত্তম কিনা সে অনুযায়ী দুটি sub-array তে বিভাজন করে কাজ করে।
i
ব্যাখ্যা (Explanation):
Security point কোনো Antivirus নয়।এটি একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যা সুরক্ষা সিস্টেম পণ্য সরাবরাহ করে।
i
ব্যাখ্যা (Explanation):
সফটওয়ারের ব্যর্থতার জন্য দায়ী বাহ্যিক কারণ খুঁজতে black-box testing করা হয়। স্বতন্ত্র সফটওয়ার মডিউল্গুলো একটি গ্রুপ হিসেবেএজে পরীক্ষিত integration testing প্রত্যাশিত লোডে সফটওয়ার কেমন আচরণ করে তা পরীক্ষা করতে Load testing করা হয় ।White Box Testing is a software testing technique in which internal structure, design, and coding of software are tested to verify the flow of input-output and to improve design, usability, and security

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
কম্পিউটারের কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তি স্থানে স্থাপিত এক বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে।এর কাজের গতি অত্যন্ত বেশি তবে ধারণ ক্ষমতা অন্যান্য মেমোরির তুলনায় অনেক কম।
i
ব্যাখ্যা (Explanation):
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রুপক কর্মধারয় সমাস হয়। যেমনঃক্রোধ রুপ অনল=ক্রোধানল ,বিষাদ রুপ সিন্ধু=বিষাদসিন্ধু ।
i
ব্যাখ্যা (Explanation):
কোনো ভেরিয়েবলের নামে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে না ,যা No#of-students এ বিদ্যমান
i
ব্যাখ্যা (Explanation):
কেউকাটা--সামান্য কান পাতলা-বিশ্বাসপ্রবল কেতাদুরস্ত-পরিপাটি
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ চা বোর্ডের অধীনে দেশে মোট ১৬৯টি চা বাগান রয়েছে।
এর মধ্যে- 
✔ মৌলভীবাজারে : ৯১টি
✔ হবিগঞ্জে : ২৫টি
✔ চট্টগ্রামে : ২২টি 
✔ সিলেটে : ১৯টি
✔ পঞ্চগড়ে : ৯টি 
✔ রাঙামাটিতে : ২টি
✔ ঠাকুরগাঁওয়ে : ১টি
i
ব্যাখ্যা (Explanation):
হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, সৌরভ, অনীল বাগচীর একদিন।
চোখের বালি রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস।
'আনোয়ারা' নজিবর রহমান রচিত উপন্যাস ।
আর পথের পাঁচালি বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস।
i
ব্যাখ্যা (Explanation):
মুনীর চৌধুরী রচিত অনুবাদ নাটকঃমুখরা রমনী বশীকরণ ,রুপার কৌটা ,কেউ কিছু বলতে পারে না । তার রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর' ।চিঠি তার অন্যতম নাটক ।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
Sum,Range ,Mode,Average,Count,Maximum,Minimum,Median এগুলো Database এর Aggregate ফাংশন ।
i
ব্যাখ্যা (Explanation):
রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলী (১৯১০) ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে 'song offerings' নামে ইংরেহিতে একটি অনুবাদ গ্রন্থ রচনা করেন ।এ গ্রন্থের ভূমিকা লিখেন ইংরেজী কবি W.B Yeats.উক্ত গ্রন্থের জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Standard ACL হলো Access list যা শুধু উৎস আইপি ঠিকানা ব্যবহার করে তৈরি।অন্যদিকে Extended ACL হলো Access list যা উৎস ও গন্তব্য উভয় আইপি ঠিকানা ব্যবহার করে তৈরি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0