তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপপ্তের (সহকারী প্রোগ্রামার)-২০২০ (২৬.১২-২০২০) (95 টি প্রশ্ন )
২২ জানয়ারি ২০২০ ই-পাসপোর্টের কার্যক্রম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।১০ বছর মেয়াদি এ পাসপোর্টে ৩৮ টি নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে।
- BIOS বলতে বোঝায় RO,BIOS এ একটি ফার্মওয়্যারের সাহায্যে ডেটা এবং নির্দেশনাকে । এটা চালু করতে আগে প্রোসেসর চালু করতে হয়।
- ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরি সময়ে কম্পিউটারের মেমোরিতে (রোম) এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয় ।
Operation গুলোর মধ্যে সবচেয়ে দ্রুত কাজ করে Bitwise OR. Bitwise OR এমন একটি operation যা বিট প্যাটার্ন বা বাইনারি সংখ্যার Bitwise operation সম্পাদন করতে ব্যবহ্নত হয়।
'পায়রা সমুদ্র বন্দর' পটুয়াখালি জেলার কলাপড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত ।এটি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
linked-list এ নূন্যতম দুটি ফিল্ড থেকে ।একটি ডাটা ফিল্ড এবং অন্যটি পয়েন্টার টু নোড যা পরবর্তি নোডের ঠিকানা ধারণ করে।
কাজী নজরুল ইসলামের আরও কয়েকটি কাব্যগ্রন্থঃসন্ধ্যা, প্রলয় শিখা,দোলন-চাঁপা ,ছায়ানট,সিন্ধুহিন্দোল ,অগ্নিবীণা ,জিঞ্জির ।
- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়
- সার্কের নতুন মহাসচিব ইসালা রুয়ান ওয়েরাকুন।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮ টি।

- মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) এর মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।
- তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে এই পদে দায়িত্ব পালন করছেন।
- এর মধ্যে দিয়ে আঞ্চলিক সংস্থাটির এই পদে তৃতীয় বাংলাদেশি মহাসচিব হলেন তিনি।
One in a blue moon এর স্থলে Once in a blue moon হলে phrase টি সঠিক হতো,যার অর্থ 'কদাচিত
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরের এবং ঢাকা জেলা ৩ নং সেক্টরের অধীনে ছিল ।।২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশার্ফ ও মেজর এ টি এম হায়দার ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ই-মেইল প্রেরণ করার জন্য সাধারণত ব্যবহ্নত প্রোটোকলটি হলো SMTP(Simple Mail Transfer protocol)ইন্টারনেটের সার্ভারগুলোর মধ্যে E-mail প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহ্নত ও জনপ্রিয় প্রোটোকল এটি।
পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুসারে যে ১৩ টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষনা করা হয়েছে তার মধ্যে চলনবিল নেই।
জহির রায়হান রচিত আরও কয়েকটি উপন্যাস হলো-হাজার বছর ধরে,শেষ বিকেলের মেয়ে, আর কত দিন তৃষ্ণ কয়েকটি মৃত্যু ।
IPV4 address 32 bits , IPV6 address 128 bits.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাচটি। যথা-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ,রাশিয়া ও ফ্রান্স ।
অনিল শব্দের অর্থ বাতাস।আগুনের কয়েকটি সমার্থক শব্দঃঅনল,বহ্নি ,দহন,সর্বভুক ,সর্বশুচি ,বৈশ্বানর ।
সহজ অর্থে ঋণ প্রদান এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপান সরকারের দাতা সংস্থা 'জাপান' ইন্টারন্যাশনাল কো-অপারেশনে এজেন্সী (জাইকা) বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগি ও দাতা সন্সথা।
Quick Sort একটি বিভাজন এবং বিজ্যী অ্যালগরিদম ।এটি array থেকে একটি 'pivot' উপাদান নির্বাচন করে এবং অন্যান্য উপাদানগুলোকে pivot এর চেয়ে কম বা বৃহত্তম কিনা সে অনুযায়ী দুটি sub-array তে বিভাজন করে কাজ করে।
Security point কোনো Antivirus নয়।এটি একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যা সুরক্ষা সিস্টেম পণ্য সরাবরাহ করে।
সফটওয়ারের ব্যর্থতার জন্য দায়ী বাহ্যিক কারণ খুঁজতে black-box testing করা হয়। স্বতন্ত্র সফটওয়ার মডিউল্গুলো একটি গ্রুপ হিসেবেএজে পরীক্ষিত integration testing প্রত্যাশিত লোডে সফটওয়ার কেমন আচরণ করে তা পরীক্ষা করতে Load testing করা হয় ।White Box Testing is a software testing technique in which internal structure, design, and coding of software are tested to verify the flow of input-output and to improve design, usability, and security

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কম্পিউটারের কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তি স্থানে স্থাপিত এক বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে।এর কাজের গতি অত্যন্ত বেশি তবে ধারণ ক্ষমতা অন্যান্য মেমোরির তুলনায় অনেক কম।
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রুপক কর্মধারয় সমাস হয়। যেমনঃক্রোধ রুপ অনল=ক্রোধানল ,বিষাদ রুপ সিন্ধু=বিষাদসিন্ধু ।
কোনো ভেরিয়েবলের নামে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে না ,যা No#of-students এ বিদ্যমান
কেউকাটা--সামান্য কান পাতলা-বিশ্বাসপ্রবল কেতাদুরস্ত-পরিপাটি
বাংলাদেশ চা বোর্ডের অধীনে দেশে মোট ১৬৯টি চা বাগান রয়েছে।
এর মধ্যে- 
✔ মৌলভীবাজারে : ৯১টি
✔ হবিগঞ্জে : ২৫টি
✔ চট্টগ্রামে : ২২টি 
✔ সিলেটে : ১৯টি
✔ পঞ্চগড়ে : ৯টি 
✔ রাঙামাটিতে : ২টি
✔ ঠাকুরগাঁওয়ে : ১টি
হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, সৌরভ, অনীল বাগচীর একদিন।
চোখের বালি রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস।
'আনোয়ারা' নজিবর রহমান রচিত উপন্যাস ।
আর পথের পাঁচালি বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস।
মুনীর চৌধুরী রচিত অনুবাদ নাটকঃমুখরা রমনী বশীকরণ ,রুপার কৌটা ,কেউ কিছু বলতে পারে না । তার রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর' ।চিঠি তার অন্যতম নাটক ।

Sum,Range ,Mode,Average,Count,Maximum,Minimum,Median এগুলো Database এর Aggregate ফাংশন ।
রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলী (১৯১০) ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে 'song offerings' নামে ইংরেহিতে একটি অনুবাদ গ্রন্থ রচনা করেন ।এ গ্রন্থের ভূমিকা লিখেন ইংরেজী কবি W.B Yeats.উক্ত গ্রন্থের জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Standard ACL হলো Access list যা শুধু উৎস আইপি ঠিকানা ব্যবহার করে তৈরি।অন্যদিকে Extended ACL হলো Access list যা উৎস ও গন্তব্য উভয় আইপি ঠিকানা ব্যবহার করে তৈরি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0