- সাহায্যকারী verb বিহীন past indefinite tense এর assertive sentence-কে interrogative sentence এ রূপান্তর করার নিয়ম: Did + sub + not + v₁ + বাকি অংশ + ? - অর্থাৎ বাক্যটির সঠিক interrogative form: Did he not do it?
‘আদি থেকে অন্ত পর্যন্ত’ এর এক কথায় প্রকাশ - আদ্যন্ত, আদ্যোপান্ত।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
দেওয়া আছে, সংখ্যা দুটির অনুপাত = ৫ : ৮ ছোট সংখ্যাটি = ৬৫ মনে করি, বড় সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ছোট সংখ্যা : বড় সংখ্যা = ৫ : ৮ বা, ৬৫ : ক = ৫ : ৮ [যেহেতু ছোট সংখ্যা ৬৫] বা, ৬৫⁄ক = ৫⁄৮ বা, ক × ৫ = ৬৫ × ৮ [আড়গুণন করে] বা, ৫ক = ৫২০ বা, ক = ৫২০⁄৫ বা, ক = ১০৪
∴ বড় সংখ্যাটি = ১০৪
বিকল্প পদ্ধতি (শর্টকাট): অনুপাত ৫ : ৮ এর মধ্যে ছোট সংখ্যাটি ৫ ভাগ এবং বড় সংখ্যাটি ৮ ভাগ। এখানে, ৫ ভাগ সমান ৬৫ সুতরাং, ১ ভাগ সমান = ৬৫⁄৫ = ১৩ যেহেতু বড় সংখ্যাটি ৮ ভাগের সমান, তাই, বড় সংখ্যাটি হবে = ১৩ × ৮ = ১০৪
- শব্দের তীব্রতা পরিমাপের একককে ডেসিবেল বলে। - ডেসিবেল স্কেল ব্যবহার করে শব্দের তীব্রতা মাপা হয়। - গ্রাহাম বেল ডেসিবেল একক প্রবর্তন করেন। - মানুষ সর্বোচ্চ ১০৫ ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে। - এর চেয়ে বেশি হলে মানুষ বধির হতে পারে। - মানুষের স্বাভাবিক শ্রবণসীমা ৬০-৬৫ ডেসিবেল।
- হামাস একটি ফিলিস্তিনি সংগঠন। - এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। - এটি মূলত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সক্রিয় এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে। - হামাসের শিকড় মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের সাথে যুক্ত, যা ১৯৫০-এর দশক থেকে গাজায় সক্রিয় ছিল। - এটি প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। - হামাসের আদর্শ ইসলামি প্রতিরোধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্রে রূপান্তরিত করার উপর ভিত্তি করে। - এটি ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার কার্যত শাসক হিসেবে পরিচিত।
- আব্দুল জব্বার ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের মধ্যে একজন। - তিনি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। - তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন এবং এই বাহিনীর সদস্য হিসেবে ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। - ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । - ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে । - এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ । - বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে ।
- চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলকে অবিরাম আকর্ষণ করেছে। - চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পানি প্রত্যহ নিয়মিত স্থানবিশেষে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায় । - পানির এই ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার (High Tide) এবং নেমে যাওয়াকে ভাটা (Low Tide) বলে। - জোয়ার-ভাটার প্রধান কারণ পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ। - দূরত্বের কারণে সূর্যের চেয়ে জোয়ার ভাটার উপর চাঁদের আকর্ষণ বেশি । হিসেব করে দেখা গেছে যে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের ৪/৯ ভাগ।
- উইকিপিডিয়া একটি অনলাইনভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যা যেকোনো ব্যক্তি ইচ্ছেমতো সম্পাদনা করতে পারে। - এটি ২০০১ সালে চালু হয় এবং এটি অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। - উইকিপিডিয়ায় বিশ্বের নানা ভাষায় অসংখ্য বিষয়ের ওপর নিবন্ধ রয়েছে এবং এটি গণজ্ঞানভিত্তিক একটি উন্মুক্ত জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করে। - এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এতে অবদান রাখতে বিশ্বের যেকোনো ব্যক্তি অংশ নিতে পারে।
- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের জন্য বৈসাবি হলো অন্যতম বড় উৎসব। - বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন মিলে এই তিন দিন ধরে তারা বর্ষবরণ উৎসব পালন করে।
- বৈসু: ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু বলে। - সাংগ্রাই: মারমা সম্প্রদায় সাংগ্রাই নামে এই উৎসব পালন করে। - বিজু: চাকমা সম্প্রদায় বিজু নামে এই উৎসবকে অভিহিত করে।
এই তিনটি নামের সংক্ষিপ্ত রূপ হিসেবেই বৈসাবি শব্দটি এসেছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Hypertext Transfer Protocol Secure (HTTPS) হচ্ছে ওয়েব ডাটা ট্রান্সফার প্রটোকল । - এটি ওয়েবসাইটের মধ্যে ডেটা ট্রান্সফারে নিরাপত্তা বাড়ানোর জন্য encrypted করে। - এর ফলে ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে কোন ব্যক্তি ডেটা পড়তে পারে না।
- শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা। - ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু এই স্থানে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। - ৭ মার্চের স্মৃতি স্মরণে ২৬ মার্চ, ১৯৯৭ সালে শিখা চিরন্তন উদ্বোধন করা হয়। - বিশ্বনন্দিত তিন নেতা নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকা), ইয়াসির আরাফাত (ফিলিস্তিন), সুলেমান ডেমিরেল (তুরস্ক) ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি স্থাপন করেন।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। - ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: - প্রথম : দারিদ্র্য নির্মূল - দ্বিতীয় : ক্ষুধামুক্তি - তৃতীয় : সুস্বাস্থ্য - চতুর্থ : মানসম্মত শিক্ষা - পঞ্চম : লিঙ্গ সমতা - ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি - নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - দশম : বৈষম্য হ্রাস - একাদশ : টেকসই শহর ও জনগণ - দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন - ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ - চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান - পঞ্চদশ : স্থলভাগের জীবন - ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদটি অবস্থিত কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। এটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত।
কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য: নির্মাণ: ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয়। আয়তন: ৫৪,০০০ একর গভীরতা: ১০০ ফুট ব্যবহার: জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন - কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। - হ্রদের চারপাশে পাহাড়, বন, এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য দেখা যায়। - হ্রদে নৌকা ভ্রমণ, ট্রেকিং, এবং ক্যাম্পিং জনপ্রিয় পর্যটন কার্যকলাপ।
- ঢাকা বিভাগ আয়তন: ২০৪৩২.৮৮ বর্গ কিমি। - অবস্থান: ২২°৫১´ থেকে ২৫°২৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৯´ থেকে ৯১°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ।
- বর্তমানে ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে। - এগুলো হলো - ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী ,মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি।
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। - এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়। - ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন। - ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়। - ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
- বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত । - এর প্রতিষ্ঠাকাল ১৮৭০ সাল । - এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। - ১৮৭০ সালে রংপুরের তাজহাট জমিদার এর দান করা জমির উপর একটি মিটার-গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়।
- গ্র্যান্ড স্ল্যাম একই বর্ষপঞ্জীর চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়। - প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়। - গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়। - গ্র্যান্ড স্ল্যাম অর্জনের জন্য, একজন টেনিস খেলোয়াড়কে এক ক্যালেন্ডার বছরের মধ্যে চারটি প্রধান টুর্নামেন্ট জিততে হয়। এই চারটি টুর্নামেন্ট হল: - অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) - জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। - ফ্রেঞ্চ ওপেন (French Open) - মে এবং জুন মাসে অনুষ্ঠিত হয়। - উইম্বলডন (Wimbledon) - জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হয়। - ইউএস ওপেন (US Open) - আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়।
- ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট, যা OpenAI কোম্পানি তৈরি করেছে। - এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer। - এটি ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়। - স্যাম অল্টম্যান OpenAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)।
বৈশিষ্ট্য: ✔ কম্পিউটার কোড লিখতে পারে। ✔ ব্লগ, গল্প, সংবাদ প্রতিবেদন লিখতে পারে। ✔ মানুষের মতো স্বাভাবিক কথোপকথন করতে পারে। ✔ টেলিভিশন শোয়ের স্ক্রিপ্ট তৈরি করতে পারে।
ChatGPT-এর অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমানে বাংলাদেশ, ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে চালু হয়েছে।
- আল-আকসা (বায়তুল মুকাদ্দাস) মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। - এটি মুসলিম জাতির প্রথম কিবলা। - মসজিদটি হযরত ইয়াকুব (আ:) প্রথম নির্মাণ করেন। - এ মসজিদটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষদের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত। - ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে নেয়। - জেরুজালেমের (আল আকসা) মালিকানা নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এখনো দ্বন্দ্ব চলমান। - তবে ২০১৬ সালে ইউনেস্কো এটি মুসলিম তথা ফিলিস্তিনের স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- এটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG'র মতো জাতিসংঘ কর্তৃক গৃহীত আরেকটি উন্নয়ন পরিক্রমা ।
- যা ২০১৫ সালের পর এমডিজি'র স্থলে প্রতিস্থাপিত হয়ে এর অগ্রগতির ধারা আরও বেগবান করার অভিপ্রায়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশ্নে গৃহীত হয় ১৫ বছর মেয়াদি এ SDG ।
- ১৭টি লক্ষ্যকে সামনে রেখে ২ আগষ্ট ২০১৫ সর্বসম্মতভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয় ।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।