বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (অফিস সহকারী) - ৩১.০৫.২০২৫ (69 টি প্রশ্ন )
- সাহায্যকারী verb বিহীন past indefinite tense এর assertive sentence-কে interrogative sentence এ রূপান্তর করার নিয়ম: Did + sub + not + v₁ + বাকি অংশ + ?
- অর্থাৎ বাক্যটির সঠিক interrogative form: Did he not do it?
‘আদি থেকে অন্ত পর্যন্ত’  এর এক কথায় প্রকাশ - আদ্যন্ত, আদ্যোপান্ত

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
• যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
• বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন
• যা প্রমান করা যায় না - অপ্রমেয়
• একই সময়ে বর্তমণ - সমসাময়িক
• যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য।
• যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
• যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
১২ জন লোকের সময় লাগে = ৯ দিন
১  জন লোকের সময় লাগে  = ৯ x ১২ দিন
১৮ জন লোকের সময় লাগে = (৯ x ১২)/১৮ দিন 
                                  = ৬ দিন।
মনে করি, বড় সংখ্যাটি = x

প্রশ্নমতে,
৫ : ৮ = ৬৫ : x

⇒ ৫/৮ = ৬৫/x

⇒ ৫x = ৬৫ × ৮

⇒ x = (৬৫ × ৮) ÷ ৫

⇒ x = ৫২০ ÷ ৫

⇒ x = ১০৪

অতএব, বড় সংখ্যাটি = ১০৪
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২

∴ মোট ভাজক সংখ্যা ১২টি
১৫ টাকার ৭%
= ১৫ x (৭/১০০)
= ১.০৫ 


a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - {-1}
= a + 1
দুইটি কোণের পরিমাপের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°

∴ ৫০ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৫০° = ৪০° 
- ১ থেকে ১০০ পর্যন্ত লিখলে ৯ পাওয়া যাবে ১৯টি।
- যথা: ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ x ৫৬০)/৮০ = ৭০০ টাকা
মনে করি,
১ম ও ২য় বৃত্তের ব্যাস যথাক্রমে r একক ও 3r একক।

∴ ১ম ও ২য় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে r/2 একক ও 3r/2 একক।

১ম বৃত্তের ক্ষেত্রফল / ২য় বৃত্তের ক্ষেত্রফল
= { π(r/2)² / π(3r/2)² }
= { (π × r²/4) / (π × 9r²/4) }
= (r²/4) / (9r²/4)
= (r²/4) × (4/9r²)
= 1/9

অতএব, ক্ষেত্রফলের অনুপাত = ১ : ৯
সংখ্যাদ্বয়ের গুণফল  =  ল.সা.গু × গ.সা.গু.
 
∴ গ.সা.গু = (সংখ্যাদ্বয়ের গুণফল/ল.সা.গু) = (৩১৫/১০৫) = ৩  

- শব্দের তীব্রতা পরিমাপের একককে ডেসিবেল বলে।
- ডেসিবেল স্কেল ব্যবহার করে শব্দের তীব্রতা মাপা হয়।
- গ্রাহাম বেল ডেসিবেল একক প্রবর্তন করেন।
- মানুষ সর্বোচ্চ ১০৫ ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে।
- এর চেয়ে বেশি হলে মানুষ বধির হতে পারে।
- মানুষের স্বাভাবিক শ্রবণসীমা ৬০-৬৫ ডেসিবেল।
- হামাস একটি ফিলিস্তিনি সংগঠন।
- এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সক্রিয় এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে।
- হামাসের শিকড় মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের সাথে যুক্ত, যা ১৯৫০-এর দশক থেকে গাজায় সক্রিয় ছিল।
- এটি প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
- হামাসের আদর্শ ইসলামি প্রতিরোধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্রে রূপান্তরিত করার উপর ভিত্তি করে।
- এটি ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার কার্যত শাসক হিসেবে পরিচিত।
- আব্দুল জব্বার ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের মধ্যে একজন।
- তিনি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন।
- তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন এবং এই বাহিনীর সদস্য হিসেবে ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন।
- ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য ।
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে ।
- এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ ।
- বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে । 
- চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলকে অবিরাম আকর্ষণ করেছে।
- চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পানি প্রত্যহ নিয়মিত স্থানবিশেষে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায় ।
- পানির এই ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার (High Tide) এবং নেমে যাওয়াকে ভাটা (Low Tide) বলে।
- জোয়ার-ভাটার প্রধান কারণ পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ।
- দূরত্বের কারণে সূর্যের চেয়ে জোয়ার ভাটার উপর চাঁদের আকর্ষণ বেশি । হিসেব করে দেখা গেছে যে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের ৪/৯ ভাগ।

- উইকিপিডিয়া একটি অনলাইনভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যা যেকোনো ব্যক্তি ইচ্ছেমতো সম্পাদনা করতে পারে।
- এটি ২০০১ সালে চালু হয় এবং এটি অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা পরিচালিত।
- উইকিপিডিয়ায় বিশ্বের নানা ভাষায় অসংখ্য বিষয়ের ওপর নিবন্ধ রয়েছে এবং এটি গণজ্ঞানভিত্তিক একটি উন্মুক্ত জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করে।
- এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এতে অবদান রাখতে বিশ্বের যেকোনো ব্যক্তি অংশ নিতে পারে।
- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের জন্য বৈসাবি হলো অন্যতম বড় উৎসব।
- বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন মিলে এই তিন দিন ধরে তারা বর্ষবরণ উৎসব পালন করে।

- বৈসু: ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু বলে।
- সাংগ্রাই: মারমা সম্প্রদায় সাংগ্রাই নামে এই উৎসব পালন করে।
- বিজু: চাকমা সম্প্রদায় বিজু নামে এই উৎসবকে অভিহিত করে।

এই তিনটি নামের সংক্ষিপ্ত রূপ হিসেবেই বৈসাবি শব্দটি এসেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Hypertext Transfer Protocol Secure (HTTPS) হচ্ছে ওয়েব ডাটা ট্রান্সফার প্রটোকল ।
- এটি ওয়েবসাইটের মধ্যে ডেটা ট্রান্সফারে নিরাপত্তা বাড়ানোর জন্য encrypted করে।
- এর ফলে ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে কোন ব্যক্তি ডেটা পড়তে পারে না।
- শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা।
- ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু এই স্থানে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন।
- ৭ মার্চের স্মৃতি স্মরণে ২৬ মার্চ, ১৯৯৭ সালে শিখা চিরন্তন উদ্বোধন করা হয়।
- বিশ্বনন্দিত তিন নেতা নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকা), ইয়াসির আরাফাত (ফিলিস্তিন), সুলেমান ডেমিরেল (তুরস্ক) ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি স্থাপন করেন।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদটি অবস্থিত কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। এটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত।

কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য:
নির্মাণ: ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয়।
আয়তন: ৫৪,০০০ একর
গভীরতা: ১০০ ফুট
ব্যবহার: জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন
- কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
- হ্রদের চারপাশে পাহাড়, বন, এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য দেখা যায়।
- হ্রদে নৌকা ভ্রমণ, ট্রেকিং, এবং ক্যাম্পিং জনপ্রিয় পর্যটন কার্যকলাপ।
- ঢাকা বাংলাদেশের ১ম বিভাগ।

- ঢাকা বিভাগ আয়তন: ২০৪৩২.৮৮ বর্গ কিমি।
- অবস্থান: ২২°৫১´ থেকে ২৫°২৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৯´ থেকে ৯১°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ।

- বর্তমানে ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে।
- এগুলো হলো - ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী ,মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি।
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
- বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত ।
- এর প্রতিষ্ঠাকাল ১৮৭০ সাল ।
- এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা।
- ১৮৭০ সালে রংপুরের তাজহাট জমিদার এর দান করা জমির উপর একটি মিটার-গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়।
- গ্র্যান্ড স্ল্যাম একই বর্ষপঞ্জীর চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- গ্র্যান্ড স্ল্যাম অর্জনের জন্য, একজন টেনিস খেলোয়াড়কে এক ক্যালেন্ডার বছরের মধ্যে চারটি প্রধান টুর্নামেন্ট জিততে হয়। এই চারটি টুর্নামেন্ট হল:
- অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) - জানুয়ারিতে অনুষ্ঠিত হয়।
- ফ্রেঞ্চ ওপেন (French Open) - মে এবং জুন মাসে অনুষ্ঠিত হয়।
- উইম্বলডন (Wimbledon) - জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হয়।
- ইউএস ওপেন (US Open) - আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়।
- ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট, যা OpenAI কোম্পানি তৈরি করেছে।
- এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer।
- এটি ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়।
- স্যাম অল্টম্যান OpenAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)।

বৈশিষ্ট্য:
✔ কম্পিউটার কোড লিখতে পারে।
✔ ব্লগ, গল্প, সংবাদ প্রতিবেদন লিখতে পারে।
✔ মানুষের মতো স্বাভাবিক কথোপকথন করতে পারে।
✔ টেলিভিশন শোয়ের স্ক্রিপ্ট তৈরি করতে পারে।

ChatGPT-এর অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমানে বাংলাদেশ, ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে চালু হয়েছে।
- আল-আকসা (বায়তুল মুকাদ্দাস) মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত।
- এটি মুসলিম জাতির প্রথম কিবলা।
- মসজিদটি হযরত ইয়াকুব (আ:) প্রথম নির্মাণ করেন।
- এ মসজিদটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষদের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
- ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে নেয়।
- জেরুজালেমের (আল আকসা) মালিকানা নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এখনো দ্বন্দ্ব চলমান।
- তবে ২০১৬ সালে ইউনেস্কো এটি মুসলিম তথা ফিলিস্তিনের স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-SDG -এর পূর্ণরূপ Sustainable Development Goals । 
- এটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG'র মতো জাতিসংঘ কর্তৃক গৃহীত আরেকটি উন্নয়ন পরিক্রমা । 
- যা ২০১৫ সালের পর এমডিজি'র স্থলে প্রতিস্থাপিত হয়ে এর অগ্রগতির ধারা আরও বেগবান করার অভিপ্রায়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশ্নে গৃহীত হয় ১৫ বছর মেয়াদি এ SDG । 
- ১৭টি লক্ষ্যকে সামনে রেখে ২ আগষ্ট ২০১৫ সর্বসম্মতভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহীত হয় ।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0