বাংলাদেশে এ পর্যন্ত ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।
- এর মধ্যে ৭ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী চলমান রয়েছে ।
- ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয় ।
- তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন, ২০২০ জুলাই- ২০২৫ পর্যন্ত ।
৮ম পঞ্চবার্ষিকীঃ
স্লোগান- 'সকলের সাথে সমৃদ্ধির পথে'
সময়কাল- জুলাই, ২০২০- জুন, ২০২৫
বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা
কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ
জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১%
মূল্যস্ফীতি হবে- ৪.৮%প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর
বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট
দারিদ্রের হার- ১৫.৬%
চরম দারিদ্র- ৭.৪%