বিভিন্ন মন্ত্রণালয়(পিএসসি)(ব্যক্তিগত কর্মকর্তা) - ২৮.০২.২০২২ (100 টি প্রশ্ন )

'কোন কিছুর শাখারুপে অন্তর্ভুক্ত ' বোঝাতে affiliated এর পরে preposition হিসেবে with বসে ।
প্রদত্ত বাক্যে passive sense প্রকাশ করায় শূন্যস্থানে should be vaccinated বসবে ।
Don't যুক্ত imperative sentence কে active থেকে passive করার নিয়ম: Let not +sub+be +v3 +বাকি অংশ ।
Let's /Let us যুক্ত direct speech কে indirect speech - এ রূপান্তর করার নিয়ম:
sub+propose +obj +that+we+should +বাকি অংশ।
অর্থাৎ বাক্যটির সঠিক indirect form হচ্ছেঃMy friend proposed to me that we should leave the place.
John Milton এর বিখ্যাত মহাকাব্য 'paradise lost ' এর বিখ্যাত উক্তি হল 'Better to reign in Hell ,than serve in Heaven (স্বর্গের দাসত্বের চেয়ে নরকের রাজত্ব অনেক ভালো । এই গ্রন্থটির অন্যতম প্রধান চরিত্র Satan আলোচ্য উক্তিটি করেছে।
'অভিধানে শব্দ খুজে বের করা' অর্থে phrasal verb হিসেবে look up বসে/search for and find a piece of information in a book or database।
For example, The translation process amounted to little more than looking up words in bilingual dictionaries - অনুবাদ প্রক্রিয়াটি দ্বিভাষিক অভিধানে শব্দ খোঁজার চেয়ে সামান্য বেশি

Look into -তদন্ত করা;
look after -দেখাশুনা করা;
look for -খোঁজ করা;
প্রদত্ত বাক্যে but শব্দটি except অর্থে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে ।
Milk শব্দটি একই সাথে noun এবং verb এর কাজ করে ।noun হিসেবে milk অর্থ -দুধ /দুগ্ধ এবং verb হিসেবে milk অর্থ -দুধ নেয়া

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
people/population-জনগণ (noun)
popularity -জনপ্রিয়তা (noun)
populate (জনপূর্ণ করা )verb
popularize (জনপ্রিয় করা ) verb
populous (জনবহুল ) adjective
popular-জনপ্রিয় (adjective)
popularly -জনপ্রিয়ভাবে (adverb )
যে শব্দ একই সাথে adjective এবং verb এর কাজ করে তাকে participle বলে ।প্রদত্ত বাক্যে burnt শব্দটি past participle হিসেবে ব্যবহৃত হয়েছে ।কারণ , person -কে modify করলে past participle এবং thing কে modify করলে তা present participle ।
benign (সদয় / ক্ষমাপরায়ণ ) এর antonym হচ্ছে malignant (ক্ষতিকর /বিদ্বেষপরায়ণ )
beneficial -উপকারী
peaceful -শান্তিপূর্ণ
blessed- আশীর্বাদ
-মাওলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীমূলক রচনা 'India Wins Freedom '
-এতে তিনি ভারত বিভাগের পটভূমিসহ ১৯৩৫-৪৮ সাল পর্যন্ত উপমহাদেশের ঘটে যাওয়া নানা ঘটনাবলীর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা তুলে ধরেছেন।
Narcissim (আত্মমগ্নতা ) অর্থ -self -effacing .
Arrogance -অহংকার
Graceful -অনুগ্রহপূর্ণ
Dignity -মর্যাদা


personification বলতে বোঝায় কোন নিরজীব বস্তুকে জীবন্ত কোন জিনিসের সাথে তুলনা করা ।Frailty কে এখানে women রুপে বিবেচনা করা হয়েছে ।
অপশনগুলোর মধে Threaten (ভয় দেখানো), Worsen (অধিকতর খারাপ করা ); Flatter (তোষামোদ করা) শব্দগুলো verb হিসেবে ব্যবহৃত হয় ।
অন্যদিকে, bounden (দায়বদ্ধ ) শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়।
শূন্যস্থানে Hue বসালে বাক্যটির অর্থ সঠিক হবে । কারণ, Black will take no other hue -(কয়লা ধুলে ময়লা যায় না ) একটি বহুল প্রচলিত প্রবাদ বাক্য ।
-ইংরেজি সাহিত্যে Romantic Age এর সময়কাল হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত ।
-রোমান্টিক যুগের উল্লেখযোগ্য লেখক William Wordsworth (1770-1850) ,P.B Shelley (1792-1822),John Keats (1795-1821).অন্যদিকে William Shakespear (1564-1616) Elizabethan Age (1558-1603) এর লেখক।
বাক্যটির complex form হচ্ছে If you did not help me I could not prosper in life =আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমি জীবনে উন্নতি করতে পারতাম না ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'At ones fingertips ' (কোন কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ) idiom টির অর্থ -complete knowledge
অপশন ২ হবে ,কারণ অতীতে কোন কাজে অভ্যস্থ ছিল বর্তমানে যা করা কঠিন কিছু নয় বোঝাতে be used +verb+ing বসে ।
'ঐ রকম একজন /কারো মতো একজন ' অর্থ প্রকাশ করতে proper noun এর পূর্বে a/an বসে।
restaurant =রেস্তোরাঁ
'পাছে কোন কিছু ঘটে এই ভয়ে ' অর্থ প্রকাশ করতে Lest এর পরে sub+should বসে।
'সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে 'বাক্যটির ইংরেজি অনুবাহ হচ্ছে -It has been raining cats and dogs since morning 'কারণ দীর্ঘক্ষণ যাবৎ কোন কাজ চলছে বোঝাতে present perfect continuous tense ব্যবহৃত হয় ।
অপশন ৩ সঠিক ।কারণ , নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে verb এর present continuous tense ব্যবহৃত হয় ।এক্ষেত্রে বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ next day,next week ,next month ,today ,tonight etc
মনে করি ,
        ক্রয়মূল্য =৪ টাকা
        বিক্রয়মূল্য =৩ "
তাহলে ক্ষতি =৪-৩ =১ টাকা
 
৪ টাকায় ক্ষতি হয় ১ টাকা
১ টাকায় ক্ষতি হয় ১/৪ টাকা
১০০ টাকায় "  "  (১×১০০)/৪=২৫ টাকা
আমরা জানি,
        ১ম×৩য় = (মধ্য)²
    বা, ৯×১৬ = (মধ্য)²
    বা, √(৯×১৬) = মধ্য²
    বা, ৩×৪ = মধ্য
    বা, ১২ = মধ্য
     বা, মধ্যরাশি =১২


৬<১০   ∴২/৩  বৃহত্তম
৪>৩     ∴ ২/৩  "
৬>৩     ∴ ২/৩  "

∴২/৩ বৃহত্তম ভগ্নাংশ


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
1/।x-2। >1/3
বা,।x-2। <3
বা,-3<x-2<3
বা,-3+2<x-2+2<3+2
বা,-1<x<5
বা(-1,5)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0