বিভিন্ন মন্ত্রণালয়(পিএসসি)(ব্যক্তিগত কর্মকর্তা) - ২৮.০২.২০২২ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
'কোন কিছুর শাখারুপে অন্তর্ভুক্ত ' বোঝাতে affiliated এর পরে preposition হিসেবে with বসে ।
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত বাক্যে passive sense প্রকাশ করায় শূন্যস্থানে should be vaccinated বসবে ।
i
ব্যাখ্যা (Explanation):
Don't যুক্ত imperative sentence কে active থেকে passive করার নিয়ম: Let not +sub+be +v3 +বাকি অংশ ।
i
ব্যাখ্যা (Explanation):
Let's /Let us যুক্ত direct speech কে indirect speech - এ রূপান্তর করার নিয়ম:
sub+propose +obj +that+we+should +বাকি অংশ।
অর্থাৎ বাক্যটির সঠিক indirect form হচ্ছেঃMy friend proposed to me that we should leave the place.
i
ব্যাখ্যা (Explanation):
John Milton এর বিখ্যাত মহাকাব্য 'paradise lost ' এর বিখ্যাত উক্তি হল 'Better to reign in Hell ,than serve in Heaven (স্বর্গের দাসত্বের চেয়ে নরকের রাজত্ব অনেক ভালো । এই গ্রন্থটির অন্যতম প্রধান চরিত্র Satan আলোচ্য উক্তিটি করেছে।
i
ব্যাখ্যা (Explanation):
'অভিধানে শব্দ খুজে বের করা' অর্থে phrasal verb হিসেবে look up বসে/search for and find a piece of information in a book or database।
For example, The translation process amounted to little more than looking up words in bilingual dictionaries - অনুবাদ প্রক্রিয়াটি দ্বিভাষিক অভিধানে শব্দ খোঁজার চেয়ে সামান্য বেশি

Look into -তদন্ত করা;
look after -দেখাশুনা করা;
look for -খোঁজ করা;
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত বাক্যে but শব্দটি except অর্থে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে ।
i
ব্যাখ্যা (Explanation):
Milk শব্দটি একই সাথে noun এবং verb এর কাজ করে ।noun হিসেবে milk অর্থ -দুধ /দুগ্ধ এবং verb হিসেবে milk অর্থ -দুধ নেয়া

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
people/population-জনগণ (noun)
popularity -জনপ্রিয়তা (noun)
populate (জনপূর্ণ করা )verb
popularize (জনপ্রিয় করা ) verb
populous (জনবহুল ) adjective
popular-জনপ্রিয় (adjective)
popularly -জনপ্রিয়ভাবে (adverb )
i
ব্যাখ্যা (Explanation):
যে শব্দ একই সাথে adjective এবং verb এর কাজ করে তাকে participle বলে ।প্রদত্ত বাক্যে burnt শব্দটি past participle হিসেবে ব্যবহৃত হয়েছে ।কারণ , person -কে modify করলে past participle এবং thing কে modify করলে তা present participle ।
i
ব্যাখ্যা (Explanation):
benign (সদয় / ক্ষমাপরায়ণ ) এর antonym হচ্ছে malignant (ক্ষতিকর /বিদ্বেষপরায়ণ )
beneficial -উপকারী
peaceful -শান্তিপূর্ণ
blessed- আশীর্বাদ
i
ব্যাখ্যা (Explanation):
-মাওলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীমূলক রচনা 'India Wins Freedom '
-এতে তিনি ভারত বিভাগের পটভূমিসহ ১৯৩৫-৪৮ সাল পর্যন্ত উপমহাদেশের ঘটে যাওয়া নানা ঘটনাবলীর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা তুলে ধরেছেন।
i
ব্যাখ্যা (Explanation):
Narcissim (আত্মমগ্নতা ) অর্থ -self -effacing .
Arrogance -অহংকার
Graceful -অনুগ্রহপূর্ণ
Dignity -মর্যাদা

i
ব্যাখ্যা (Explanation):
personification বলতে বোঝায় কোন নিরজীব বস্তুকে জীবন্ত কোন জিনিসের সাথে তুলনা করা ।Frailty কে এখানে women রুপে বিবেচনা করা হয়েছে ।
i
ব্যাখ্যা (Explanation):
অপশনগুলোর মধে Threaten (ভয় দেখানো), Worsen (অধিকতর খারাপ করা ); Flatter (তোষামোদ করা) শব্দগুলো verb হিসেবে ব্যবহৃত হয় ।
অন্যদিকে, bounden (দায়বদ্ধ ) শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
শূন্যস্থানে Hue বসালে বাক্যটির অর্থ সঠিক হবে । কারণ, Black will take no other hue -(কয়লা ধুলে ময়লা যায় না ) একটি বহুল প্রচলিত প্রবাদ বাক্য ।
i
ব্যাখ্যা (Explanation):
-ইংরেজি সাহিত্যে Romantic Age এর সময়কাল হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত ।
-রোমান্টিক যুগের উল্লেখযোগ্য লেখক William Wordsworth (1770-1850) ,P.B Shelley (1792-1822),John Keats (1795-1821).অন্যদিকে William Shakespear (1564-1616) Elizabethan Age (1558-1603) এর লেখক।
i
ব্যাখ্যা (Explanation):
বাক্যটির complex form হচ্ছে If you did not help me I could not prosper in life =আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমি জীবনে উন্নতি করতে পারতাম না ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
'At ones fingertips ' (কোন কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ) idiom টির অর্থ -complete knowledge
i
ব্যাখ্যা (Explanation):
অপশন ২ হবে ,কারণ অতীতে কোন কাজে অভ্যস্থ ছিল বর্তমানে যা করা কঠিন কিছু নয় বোঝাতে be used +verb+ing বসে ।
i
ব্যাখ্যা (Explanation):
'ঐ রকম একজন /কারো মতো একজন ' অর্থ প্রকাশ করতে proper noun এর পূর্বে a/an বসে।
i
ব্যাখ্যা (Explanation):
restaurant =রেস্তোরাঁ
i
ব্যাখ্যা (Explanation):
'পাছে কোন কিছু ঘটে এই ভয়ে ' অর্থ প্রকাশ করতে Lest এর পরে sub+should বসে।
i
ব্যাখ্যা (Explanation):
'সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে 'বাক্যটির ইংরেজি অনুবাহ হচ্ছে -It has been raining cats and dogs since morning 'কারণ দীর্ঘক্ষণ যাবৎ কোন কাজ চলছে বোঝাতে present perfect continuous tense ব্যবহৃত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
অপশন ৩ সঠিক ।কারণ , নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে verb এর present continuous tense ব্যবহৃত হয় ।এক্ষেত্রে বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ next day,next week ,next month ,today ,tonight etc
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি ,
        ক্রয়মূল্য =৪ টাকা
        বিক্রয়মূল্য =৩ "
তাহলে ক্ষতি =৪-৩ =১ টাকা
 
৪ টাকায় ক্ষতি হয় ১ টাকা
১ টাকায় ক্ষতি হয় ১/৪ টাকা
১০০ টাকায় "  "  (১×১০০)/৪=২৫ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
        ১ম×৩য় = (মধ্য)²
    বা, ৯×১৬ = (মধ্য)²
    বা, √(৯×১৬) = মধ্য²
    বা, ৩×৪ = মধ্য
    বা, ১২ = মধ্য
     বা, মধ্যরাশি =১২

i
ব্যাখ্যা (Explanation):
৬<১০   ∴২/৩  বৃহত্তম
৪>৩     ∴ ২/৩  "
৬>৩     ∴ ২/৩  "

∴২/৩ বৃহত্তম ভগ্নাংশ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
1/।x-2। >1/3
বা,।x-2। <3
বা,-3<x-2<3
বা,-3+2<x-2+2<3+2
বা,-1<x<5
বা(-1,5)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0