ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ফায়ার ফাইটার) - ০২.০৯.২০২৩ (43 টি প্রশ্ন )
ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
                         = ১/২ × ৪ × ২
                         = ৪ বর্গ সে. মি.
দেওয়া আছে, 
মা ও ছেলের বয়সের সমষ্টি = ৫৪ বছর
∴ ১১ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে
= ৫৪ + ১১ + ১১
= ৭৬ বছর
আমরা জানি, 
১ + ২ + ৩ + ....... + n = n(n +১)/২
∴ ১ + ২ + ৩ + ....... + ২০ = ২০(২০ +১)/২
                                     = ১০ × ২১
                                     = ২১০
দেওয়া আছে,
মোট পরীক্ষার্থী = ৬০ জন
      অনুত্তীর্ণ   = ১৫ জন
    ∴ উত্তীর্ণ     =(৬০ - ১৫) জন
                   = ৪৫ জন

∴ নির্ণেয় উত্তীর্ণ এর হার = ৪৫/৬০ × ১০০%
                             = ৭৫%
৪০° এর সম্পূরক কোণ = (১৮০ - ৪০)° = ১৪০°
এখন, ১৪০° এর অর্ধেক = ১৪০°/২ = ৭০°
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।


দেওয়া আছে, a + 1/a = 4
প্রদত্ত রাশি,
= a4 + 1/a4
= (a2)2 + (1/a2)2 
= (a2 + 1/a2)2 - 2.a2.1/a2
= (a2 + 1/a2)2 - 2
= {(a + 1/a)2 - 2.a.1/a}2 - 2
= {(4)2 - 2}2 - 2
= (16 - 2)2 - 2
= (14)2 - 2
= 196 - 2
= 194


১ টির ক্রয়মূল্য =১/৫ টাকা
১ টির বিক্রয়মূল্য ১/৪ টাকা

অতএব ,লাভ = ১/৪ - ১/৫ =(৫-৪)/২০ =১/২০

তাহলে শতকরা লাভ (১/২০)(১/৫)×১০০%
                            = (১/২০)×৫×১০০%
                            =২৫%
মনে করি, 
সংখ্যা দুইটি যথাক্রমে a ও b যেখানে, a > b
প্রশ্নমতে, a + b = ৮০ ......(i)
            a - b = ৬০ .......(ii)
(i) + (ii)
⇒ ২a = ২৪০
⇒ a = ৭০
∴ (i) 
⇒ ৭০ + b = ৮০
⇒ b = ১০
∴ সংখ্যাদ্বয় ৭০ ও ১০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
                               = ৯ × ৮ = ৭২ বর্গমি.
∴ এরূপ ২টি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৭২ + ৭২
                                              = ১৪৪ বর্গমি.
- বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের এই ২৯ তম অধিবেশনেই প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন। তারিখ ছিল- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ।

- তখন বাংলাদেশের সাথে দুটি দেশ গ্রানাডা ও গিনি বিসাউ সদস্য পদ লাভ করে ।



- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়।

- এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করা হয়।

- ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। আর মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় পশ্চিমবঙ্গের কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮ বাড়িতে স্থাপন করা হয়।

- পরবর্তীতে এটি ৮ নং থিয়েটার রোডে (বর্তমান নাম শেক্সপিয়র সরণি) স্থানান্তর করা হয়।
- আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। এখানে বঙ্গবন্ধু ও সেনাবাহিনীর কিছু সদস্য পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন-এ মর্মে অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালের ৩ জানুয়ারিতে।

- এ মামলার মোট আসামী ছিলেন বঙ্গবন্ধুসহ ৩৫ জন

-  বঙ্গবন্ধু ছিলেন ১ নম্বর আসামী এবং লেফটেন্যান্ট আব্দুর রউফ ছিলেন ৩৫ নং আসামী। উল্লেখ্য, এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
- পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন ১৯৯১-২০০২ সাল পর্যন্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়।
- এ সময় দেশটিতে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তিরক্ষী নিয়োগ করে জাতিসংঘ।
- তাদের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা।
- দেশটির বিদ্রোহীদের পরাজিত করে শান্তি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক ভূমিকা রাখে।
- বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে কৃতজ্ঞতাস্বরূপ প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ২০০২ সালে বাংলা ভাষাকে দেশটির অন্যতম সরকারি ভাষার মর্যাদা দেন।
- হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে আট লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

- এই লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাজ্য ভিত্তিক ‘চ্যানেল ফোর' এর এশিয়ান প্রতিনিধি জনাথন মিলার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বলে আখ্যায়িত করেন।
- মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার সব্যসাচী হাজরা ।

- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি ২০২০ মুজিববর্ষের লোগোর উন্মোচন করেন ।

- মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০২১ ।
- বাংলাদেশের একমাত্র সামদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
- এর স্থানীয় নাম/পুরাতন নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।
- কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কি.মি দক্ষিণে নাফ নদীর মোহনায় 'সেন্টমার্টিন দ্বীপ' অবস্থিত।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান।
- মিস্টার মার্টিনের নামানুসারে এর নামকরণ করা হয়।
- এটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৩.৬ মি. উঁচুতে অবস্থিত।
- এর আয়তন ৮ বর্গ কি.মি।
- এই দ্বীপে অলিভ, গ্রিন ও হকসিবল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।
- বঙ্গবন্ধু টানেলের (কর্ণফুলি টানেল ) দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার ।

- উল্লেখ্য ,চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল ।

- এই টানেলটি উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের 'ওয়ান সিটি টু টাউন ' আদলে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু টানেল ।
- ২রা সেপ্টেম্বর ২০২৩ উদ্বোধন হয় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
- প্রথম ধাপে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার অংশ খুলে দেয়া হয়েছে ।
- প্রকল্পের নথি অনুসারে, সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) তিন ধাপে উড়াল সড়ক প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।
- প্রথম ধাপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত।
- দ্বিতীয় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত। তৃতীয় ধাপ মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।
- এই উড়াল সড়কের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। উড়াল সড়কের রুট হচ্ছে—কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বা নাম বিশেষণ বলে। যেমন: good, bad, cold, warm ইত্যাদি।

- with ব্যবহৃত হয় preposition এবং do ব্যবহৃত হয় verb হিসেবে।
- ‘কারো প্রতি ক্ষুব্ধ/বিরক্ত করা’ অর্থে offend এর পরে preposition  হিসেবে with বসে।
- প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "I am offended with you for your conduct" বাক্যটি সবচেয়ে সঠিক। 
- তবে, এই context-এ "with" এর চেয়ে "by" বেশি common। কিন্তু "by" option-গুলির মধ্যে ছিল না।
- One who spends lavishly is called Extravagant অর্থাৎ অমিতব্যয়ীভাবে যে খরচ করে তাকে Extravagant বলে।
- মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়-এর সঠিক অনুবাদ - A student succeeds in life by dint of merit

কিছু গুরুত্বপূর্ণ অনুবাদঃ
জিনিসের দাম হু হু করে বাড়ছে- The price of essential goods is rising by leaps and bounds.
তুমি দেখতে তোমার বাবার মতো- You resemble your father. 
তুমি জান কি সে কে?- Do you know who he is?
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে- The anti-socials are still at large.
কিছু কিছু masculine form আছে যাদের শেষে ess যোগ করে feminine form করা হয় ।যেমনঃ
masculine-----feminine
author----authoress
poet----------poetess
lion---------lioness
priest-------priestess
- Where were you born? বাক্যটির অর্থ হলো 'তুমি কোথায় জন্ম নিয়েছিলে?'

- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।



- Sentence এ good morning/good evening থাকলে say এর পরিবর্তে wish হয়, good bye/farewell/good night থাকলে say এর পরিবর্তে bid বসে। উল্লেখ্য bid এর past form bade.
সঠিক উত্তর "Sit by him"

A) Sit with him:
এটি সম্পূর্ণ ভুল নয়, কিন্তু "তার পাশে বস" এর সঠিক অনুবাদ নয়। "Sit with him" মানে "তার সাথে বস", যা একটু ভিন্ন অর্থ প্রকাশ করে। এটি বোঝায় আপনি তার সঙ্গে একসাথে বসছেন, হয়তো একই কাজে বা একই উদ্দেশ্যে।

B) Sit by him:
এটি সঠিক উত্তর। "Sit by him" ঠিক "তার পাশে বস" এর অর্থ প্রকাশ করে। "by" অব্যয়টি এখানে নিকটবর্তী অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়েছে, যা বাংলায় "পাশে" শব্দের সমতুল্য।

C) Sit to him:
এটি ভুল। ইংরেজিতে "Sit to him" বাক্যাংশটি ব্যাকরণগতভাবে সঠিক নয় এবং কোনো অর্থপূর্ণ বাক্য গঠন করে না।

D) Sit at him:
এটিও ভুল। "Sit at him" বলতে কেউ কারও দিকে তাকিয়ে বসা বোঝাতে পারে, কিন্তু এটি সাধারণত ব্যবহৃত হয় না এবং "তার পাশে বস" এর অর্থ প্রকাশ করে না।


- শুদ্ধ বানান ‘Carbohydrate’ - শ্বেতসার জাতীয় খাবার।
'A stitch in time saves nine.'-একটি ইংরেজি প্রবাদ বাক্য, যার অর্থ- 'সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।'

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ‘কোনো কিছু সম্পর্কে সুনিশ্চিত’ অর্থ প্রকাশ করতে sure এরপরে preposition হিসেবে of বসে।
- The teacher was sure of his success - শিক্ষক তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত ছিল।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0