বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) (সহকারী পরিচালক) - ২০-০৫-২০২২ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ফোনের মাধ্যমে বোঝাতে by phone অথবা over the phone ব্যবহৃত হয় ।তবে telephone এর আগে the থাকলে শূন্যস্থানে over হতো
i
ব্যাখ্যা (Explanation):
কারো সাথে পরিচয় করিয়ে দেয়া অর্থে introduce এর সাথে preposition হিসেবে to বসে ।
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণত কোন কিছু পৃষ্টের ওপরে / মানচিত্রে বুঝাতে preposition হিসেবে on ব্যবহৃত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
শুদ্ধ বানান -Lieutenant (লেফটেন্যান্ট )
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত বাক্যে পানি দেয়া অর্থে water শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে ।কারণ ,imperative sentence এর শুরুতে verb বসে ।
i
ব্যাখ্যা (Explanation):
Fight shy of -idiom টির অর্থ trying to avoid a person .
i
ব্যাখ্যা (Explanation):
Rule of thumb ,phrase টির অর্থ -পুরোপুরি ঠিক নয় কিন্তু অভিজ্ঞতা এবং অনুশীলন এর উপর প্রতিষ্ঠিত পদ্ধতি বা হিসাব
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণত child এর pronoun form হিসেবে it এবং it এর possessive case হিসেবে its বসে
i
ব্যাখ্যা (Explanation):
Heart =হৃদয় (noun)
Hearten=উৎসাহ দেয়া (verb)
Hearty =উদ্যমী (adjective)
Heartily =আন্তরিকভাবে (adverb)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত option গুলোর মাঝে adjective হল homely .সাধারণত noun এর সাথে ly যুক্ত হয়ে adjective গঠিত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
madness=পাগলামি (noun)
Madden=পাগল করা (verb)
Madly(পাগলের মতো )
i
ব্যাখ্যা (Explanation):
কোন event ঘটার পরে যেমন memories থেকে যায় ,তেমনি fire জলার পরে ashes থেকে যায় ।
i
ব্যাখ্যা (Explanation):
Seamstress (দর্জি যেমন কাপড় কাটার জন্য Scissor ব্যবহার করেন ,ঠিক তেমনি Carpenter কাঠ কাটার জন্য saw ব্যবহার করেন ।
i
ব্যাখ্যা (Explanation):
কোন কিছুর জন্য উপকারী অর্থে beneficial এর পরে preposition হিসেবে to বসে।।
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণত adjective কে modify কারী word কে adverb বলে। যেমন Liya is very beautifyl girl.বাক্যটিতে adjective(beautify) কে modify করেছে verb(very) . অন্যদিকে pronoun /noun কে modify কারী word কে adjective বলে ।
i
ব্যাখ্যা (Explanation):
Hydroponics(জলজ পরিবেশে ফসল উৎপাদন ) অর্থ -Growing crops in water .
i
ব্যাখ্যা (Explanation):
criterion (মানদণ্ড ) এর plural form হল criteria.
i
ব্যাখ্যা (Explanation):
Sui-generis (অনন্য )Latin phrase টির অর্থ unique
i
ব্যাখ্যা (Explanation):
শাক সবজি চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলে Olericulture;
মৎস্য চাষ বিদ্যাকে বলে Pisciculture
টিস্যু সংক্রান্ত বিদ্যাকে বলে Histology
ফুলচাষ বিদ্যাকে বলে Floriculture

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
pauper(নিঃস্ব )
i
ব্যাখ্যা (Explanation):
singular: plural
Nucleus: Nuclei
Agendum: Agenda
Radius: Radii
Formula: Formulae
i
ব্যাখ্যা (Explanation):
Lunatic'-উন্মাদ
sane-সুস্থ
crazy-উন্মাদ
lunar-চন্দ্র সংক্রান্ত
lazy -অলস
i
ব্যাখ্যা (Explanation):
Convict-দোষী সাব্যস্ত করা
exonerate-অভিযোগ থেকে মুক্তি পাওয়া
besolve-মুক্তি দেওয়া
acquit-খালাস দেওয়া
enthrall-দাসত্বে আবদ্ধ করা
i
ব্যাখ্যা (Explanation):
Stigma=দাগযুক্ত
stain-দাগযুক্ত
exaltation-পরমানন্দ
benefit-সুবিধা
esteem-শ্রদ্ধা করা
i
ব্যাখ্যা (Explanation):
Embezzle=আত্মসাৎ করা
misappropriate-অন্যায়ভাবে ব্যবহার করা
Remunerate -পুরস্কৃত করা
dazzle-চোখ ধাঁধানো
i
ব্যাখ্যা (Explanation):
- ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়) নামে পরিচিত।
- ইইউ থেকে ব্রিটিশ জনগণের থেকে বেরিয়ে যাওয়ার বা ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন এক গণভোট অনুষ্ঠিত হয়। ইইউতে যুক্তরাজ্যের থাকার বিপক্ষে ৫২ শতাংশ ও পক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে।
- ৩১ জানুয়ারি, ২০২০ সালে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
i
ব্যাখ্যা (Explanation):
রুবলঃ  রাশিয়া
রিংগিতঃ মালয়েশিয়া
রিয়ালঃ ইরান, সৌদি আরব ,কাতার ,ইয়েমেন ,ওমান
রুপিয়াঃ মালদ্বীপ ,ইন্দোনেশিয়া
i
ব্যাখ্যা (Explanation):
১১ নভেম্বর ,২০১৮ সালে ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ' চালু করে। ২৬ মার্চ ,২০১৯ সালে এটি বাজারে লেনদেন শুরু হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
৩৩৩ = সরকারি তথ্যে ও সেবা
১৬১২৩ = কৃষি কল সেন্টার
১৬২৬৩ = স্বাস্থ্য বাতায়ন 
১০৯ = নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0