বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) (সহকারী পরিচালক) - ২০-০৫-২০২২ (100 টি প্রশ্ন )
ফোনের মাধ্যমে বোঝাতে by phone অথবা over the phone ব্যবহৃত হয় ।তবে telephone এর আগে the থাকলে শূন্যস্থানে over হতো
কারো সাথে পরিচয় করিয়ে দেয়া অর্থে introduce এর সাথে preposition হিসেবে to বসে ।
সাধারণত কোন কিছু পৃষ্টের ওপরে / মানচিত্রে বুঝাতে preposition হিসেবে on ব্যবহৃত হয় ।
শুদ্ধ বানান -Lieutenant (লেফটেন্যান্ট )
প্রদত্ত বাক্যে পানি দেয়া অর্থে water শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে ।কারণ ,imperative sentence এর শুরুতে verb বসে ।
Fight shy of -idiom টির অর্থ trying to avoid a person .
Rule of thumb ,phrase টির অর্থ -পুরোপুরি ঠিক নয় কিন্তু অভিজ্ঞতা এবং অনুশীলন এর উপর প্রতিষ্ঠিত পদ্ধতি বা হিসাব
সাধারণত child এর pronoun form হিসেবে it এবং it এর possessive case হিসেবে its বসে
Heart =হৃদয় (noun)
Hearten=উৎসাহ দেয়া (verb)
Hearty =উদ্যমী (adjective)
Heartily =আন্তরিকভাবে (adverb)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রদত্ত option গুলোর মাঝে adjective হল homely .সাধারণত noun এর সাথে ly যুক্ত হয়ে adjective গঠিত হয় ।
madness=পাগলামি (noun)
Madden=পাগল করা (verb)
Madly(পাগলের মতো )
কোন event ঘটার পরে যেমন memories থেকে যায় ,তেমনি fire জলার পরে ashes থেকে যায় ।
Seamstress (দর্জি যেমন কাপড় কাটার জন্য Scissor ব্যবহার করেন ,ঠিক তেমনি Carpenter কাঠ কাটার জন্য saw ব্যবহার করেন ।
কোন কিছুর জন্য উপকারী অর্থে beneficial এর পরে preposition হিসেবে to বসে।।
সাধারণত adjective কে modify কারী word কে adverb বলে। যেমন Liya is very beautifyl girl.বাক্যটিতে adjective(beautify) কে modify করেছে verb(very) . অন্যদিকে pronoun /noun কে modify কারী word কে adjective বলে ।
Hydroponics(জলজ পরিবেশে ফসল উৎপাদন ) অর্থ -Growing crops in water .
criterion (মানদণ্ড ) এর plural form হল criteria.
Sui-generis (অনন্য )Latin phrase টির অর্থ unique
শাক সবজি চাষ সংক্রান্ত বিজ্ঞানকে বলে Olericulture;
মৎস্য চাষ বিদ্যাকে বলে Pisciculture
টিস্যু সংক্রান্ত বিদ্যাকে বলে Histology
ফুলচাষ বিদ্যাকে বলে Floriculture

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
pauper(নিঃস্ব )
singular: plural
Nucleus: Nuclei
Agendum: Agenda
Radius: Radii
Formula: Formulae
Lunatic'-উন্মাদ
sane-সুস্থ
crazy-উন্মাদ
lunar-চন্দ্র সংক্রান্ত
lazy -অলস
Convict-দোষী সাব্যস্ত করা
exonerate-অভিযোগ থেকে মুক্তি পাওয়া
besolve-মুক্তি দেওয়া
acquit-খালাস দেওয়া
enthrall-দাসত্বে আবদ্ধ করা
Stigma=দাগযুক্ত
stain-দাগযুক্ত
exaltation-পরমানন্দ
benefit-সুবিধা
esteem-শ্রদ্ধা করা
Embezzle=আত্মসাৎ করা
misappropriate-অন্যায়ভাবে ব্যবহার করা
Remunerate -পুরস্কৃত করা
dazzle-চোখ ধাঁধানো
- ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়) নামে পরিচিত।
- ইইউ থেকে ব্রিটিশ জনগণের থেকে বেরিয়ে যাওয়ার বা ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন এক গণভোট অনুষ্ঠিত হয়। ইইউতে যুক্তরাজ্যের থাকার বিপক্ষে ৫২ শতাংশ ও পক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে।
- ৩১ জানুয়ারি, ২০২০ সালে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
রুবলঃ  রাশিয়া
রিংগিতঃ মালয়েশিয়া
রিয়ালঃ ইরান, সৌদি আরব ,কাতার ,ইয়েমেন ,ওমান
রুপিয়াঃ মালদ্বীপ ,ইন্দোনেশিয়া
১১ নভেম্বর ,২০১৮ সালে ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ' চালু করে। ২৬ মার্চ ,২০১৯ সালে এটি বাজারে লেনদেন শুরু হয় ।
৩৩৩ = সরকারি তথ্যে ও সেবা
১৬১২৩ = কৃষি কল সেন্টার
১৬২৬৩ = স্বাস্থ্য বাতায়ন 
১০৯ = নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0