পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী (১৭.১১.২০১৭) (97 টি প্রশ্ন )

বাক্যে about শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে । 



Hear somebody doing something কাউকে কোনো কিছু করতে শোনা । অর্থাৎ বাংলা বাক্যটির  অনুবাদ । heard him reading কারণও বাংলা বাক্যটি অতীত কালের ।  


মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে এ ঘোষণা প্রবাসী মুজিবনগর সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কার্যকর হয়।

'malignant =মারাত্মক
Harmful=ক্ষতিকর
Vindictive=প্রতিহিংসাপরায়ণ
Benign=সদাশয়
Worse=আরও খারাপ


জাতিসংঘ ডিসেম্বর ১৯৭৯ সালে রাষ্ট্র অর্থনীতি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের জন্য নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সনদ স্বাক্ষর করে এবং তা কার্যকর হয় ১৯৮১ সালের সেপ্টেম্বর থেকে। সনদটি ৩০ টি ধারা সম্বলিত

Option -এর cute, acute, mute শব্দগুলোর অর্থ যথাক্রমে আকর্ষণীয়, তীব্র এবং বোঝা আর সবগুলো শব্দই adjective । Option গুলোর flute (বাঁশি) শব্দটি হলো একটি বাদ্যযন্ত্রের নাম যা Noun । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বাক্যে enough শব্দটি adjective wise কে modify করছে সুতরাং enough শব্দটি বাক্যে adverb । Wise -এর পূর্বে enough শব্দটি থাকলে তখন enough শব্দটি adjective হতো । 


ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী এর ভৌগোলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে। গ্রিস এবং ট্রয়ের মধ্যকার ট্রোজান যুদ্ধের জন্য এই নগরী বিখ্যাত। বর্তমানে ট্রয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম। হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ রয়েছে সেটিকেই এখন ট্রয় নামে আখ্যায়িত করা হয়। 
১৯৯৮ সালে ট্রয় নামক এই প্রত্নতাত্ত্বিক নির্দশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।

'Down to earth' phrase টির অর্থ ভনিতা বা বিভ্রান্তি বিবর্জিত অর্থাৎ realistic (বাস্তবধর্মী) । 


Anarchy (নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা); এর বিপরীত শব্দ Peace (শান্ত অবস্থা; বিবাদহীন পরিস্থিতি) । Option -এর বাকি তিনটি শব্দের অর্থ শব্দ anarchy -এর সমর্থক । 



Merchant of Venice হলো William Shakespeare রচিত ১৬ শতাব্দীর একটি নাটক । 



Waive (ছেড়ে দেয়া; পরিত্যাগ করা) শব্দের একই অর্থবোধক শব্দ হলো forgo যার অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেয়া । অন্যদিকে change অর্থ পরিবর্তন করা; weak অর্থ দুর্বল আর pright বলে dictionary -তে কোনো শব্দ নেই । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Phrase হলো White collar job যার অর্থ Professional, managerial অথবা administrative কাজ যেখানে manual labour নেই অর্থাৎ A job without manual labour. 


Gravity (অতিকর্য; গুরুত্বর অবস্থা; গম্ভীর ভাব শব্দটির অর্থ Seriousness (গুরুত্বর অবস্থা; গাম্ভীর্য) । 



Interested in something অর্থ কোনো কিছুতে আগ্রহী । সুতরাং শূন্যস্থানে in বসিয়ে প্রদত্ত বাক্যটির বাংলা অর্থ সে সাইকেল চালাতে আগ্রহী নয় । 



• মুন্সী আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ:
- জন্মগ্রহণ করেন ৮ মে ১৯৪৩, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে।
- পিতা মুন্সী মেহেদি হোসেন, মাতা মুকিদুননেছা।
- বীরশ্রেষ্ঠ খেতাবের সনদ নম্বর ০২ তার নামে নিবন্ধিত।
- ২৬ মার্চ ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম সেক্টরের অধীন ১১ নম্বর উইংয়ে দায়িত্ব পালন করছিলেন।
- বীরশ্রেষ্ঠ সাতজন শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে প্রথম শহীদ হন তিনি।
- ২০ এপ্রিল ১৯৭১ সালে তিনি শহীদ হন।
- তার সমাধি রাঙামাটির বুড়িঘাটে অবস্থিত।

ট্রেনটি ঢাকা যাবে এর translation হলো The train is bound for Dhaka । Be bound for অর্থ কোনো স্থানে গমনরত বা ভবিষ্যতে কোনো স্থানে গমনরত বা ভবিষ্যতে কোনো স্থানে গমনে প্রস্তুত । 


- দ্বিজেন্দ্রলাল রায় ডি. এল. রায় নামেও পরিচিত।
- তিনি একজন কবি, নাট্যকার ও গীতিকার। 
- তিনি বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক। 
- তিনি ‘পূর্ণিমা সম্মেলন’ (১৯০৫) সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
- এছাড়াও তিনি বাংলা প্যারোডি গানের পথিকৃৎ।

তাঁর উল্লেখযোগ্য গানঃ
- “ধনধান্য পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা।”
- “বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ।”
- “যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ।”

'Gone to dot' -এর phraseটির অর্থ গোল্লায় যাওয়া । সুতরাং he has gone to dog -এর সঠিক বঙ্গানুবাদ হলো সে গোল্লায় গেছে । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

৫, ১০, ১৫, ২০ ও ২৫ সংখ্যাগুলোর ল. সা. গু. -ই হবে নির্ণেয় সময় । 

 ২|৫, ১০, ১৫, ২০, ২৫     

  ৫|৫, ৫, ১৫, ১০, ২৫      

       ১, ১, ৩, ২,   ৫     

   ল. সা. গু. = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০ 

   ঘন্টা আবার বাজবে ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট পর ।   


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0