মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে এ ঘোষণা প্রবাসী মুজিবনগর সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কার্যকর হয়।
জাতিসংঘ ডিসেম্বর ১৯৭৯ সালে রাষ্ট্র অর্থনীতি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের জন্য নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সনদ স্বাক্ষর করে এবং তা কার্যকর হয় ১৯৮১ সালের সেপ্টেম্বর থেকে। সনদটি ৩০ টি ধারা সম্বলিত
Option -এর cute, acute, mute শব্দগুলোর অর্থ যথাক্রমে আকর্ষণীয়, তীব্র এবং বোঝা আর সবগুলো শব্দই adjective । Option গুলোর flute (বাঁশি) শব্দটি হলো একটি বাদ্যযন্ত্রের নাম যা Noun ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বাক্যে enough শব্দটি adjective wise কে modify করছে সুতরাং enough শব্দটি বাক্যে adverb । Wise -এর পূর্বে enough শব্দটি থাকলে তখন enough শব্দটি adjective হতো ।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী এর ভৌগোলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে। গ্রিস এবং ট্রয়ের মধ্যকার ট্রোজান যুদ্ধের জন্য এই নগরী বিখ্যাত। বর্তমানে ট্রয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম। হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ রয়েছে সেটিকেই এখন ট্রয় নামে আখ্যায়িত করা হয়।
১৯৯৮ সালে ট্রয় নামক এই প্রত্নতাত্ত্বিক নির্দশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।
Anarchy (নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা); এর বিপরীত শব্দ Peace (শান্ত অবস্থা; বিবাদহীন পরিস্থিতি) । Option -এর বাকি তিনটি শব্দের অর্থ শব্দ anarchy -এর সমর্থক ।
Waive (ছেড়ে দেয়া; পরিত্যাগ করা) শব্দের একই অর্থবোধক শব্দ হলো forgo যার অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেয়া । অন্যদিকে change অর্থ পরিবর্তন করা; weak অর্থ দুর্বল আর pright বলে dictionary -তে কোনো শব্দ নেই ।
• মুন্সী আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ: - জন্মগ্রহণ করেন ৮ মে ১৯৪৩, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে। - পিতা মুন্সী মেহেদি হোসেন, মাতা মুকিদুননেছা। - বীরশ্রেষ্ঠ খেতাবের সনদ নম্বর ০২ তার নামে নিবন্ধিত। - ২৬ মার্চ ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। - মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম সেক্টরের অধীন ১১ নম্বর উইংয়ে দায়িত্ব পালন করছিলেন। - বীরশ্রেষ্ঠ সাতজন শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে প্রথম শহীদ হন তিনি। - ২০ এপ্রিল ১৯৭১ সালে তিনি শহীদ হন। - তার সমাধি রাঙামাটির বুড়িঘাটে অবস্থিত।
ট্রেনটি ঢাকা যাবে এর translation হলো The train is bound for Dhaka । Be bound for অর্থ কোনো স্থানে গমনরত বা ভবিষ্যতে কোনো স্থানে গমনরত বা ভবিষ্যতে কোনো স্থানে গমনে প্রস্তুত ।
- দ্বিজেন্দ্রলাল রায় ডি. এল. রায় নামেও পরিচিত। - তিনি একজন কবি, নাট্যকার ও গীতিকার। - তিনি বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক। - তিনি ‘পূর্ণিমা সম্মেলন’ (১৯০৫) সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। - এছাড়াও তিনি বাংলা প্যারোডি গানের পথিকৃৎ।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।