শারীরিক শিক্ষা কলেজ (প্রভাষক) - ১৭.১২.২০২৩ (100 টি প্রশ্ন )
- ওয়াটার পোলো এক প্রকার দলগত ক্রীড়া।
- প্রত্যেক দলে ৪ জন ড্রাইভার, ১ জন ফ্লোটার ব্যাক ও ১ জন ফ্লোটারসহ ৬ জন মাঠ পর্যায়ে খেলোয়াড় এবং ১ জন গোলরক্ষকসহ সর্বমোট ৭ জন খেলোয়াড় থাকে।
- ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার এবং ২০ মিটার আর জলাশয়ের জলের গভীরতা ২ মিটারের বেশি।
- কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা।
- এটি সর্বপ্রথম শুরু হয় ভারতে।
- এ খেলায় প্রতিটি দল ১২ জন খেলোয়াড় নিয়ে গঠিত হলেও খেলতে পারে ৭ জন।
সীমারেখা - অবস্থান:
ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান
র‍্যাডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তান
ম্যাকমোহন লাইন - ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত সীমান্ত 
ম্যাজিনো লাইন - জার্মান ও ফ্রান্স। 
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- যেমন: সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
- প্রদত্ত উদাহরণটিতে 'ছাড়া' একটি অনুসর্গ।

বুৎপত্তি অনুসারে অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
• সাধারণ অনুসর্গ (যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন: মাথার উপরে নীল আকাশ।) 
• ক্রিয়াজাত অনুসর্গ (যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন: ভালো করে খেয়ে নাও।)
- ১৯২৮ সালে ৯ম আমস্টার্ডাম অলিম্পিক থেকে অলিম্পিকের মশাল জ্বালানোর প্রথা শুরু হয়।
- আর এই মশাল বিভিন্ন দেশ ঘুরে অলিম্পিক স্টেডিয়াম পৌঁছানোর 'টর্চ রিলে' প্রথা প্রথম চালু হয় ১৯৩৬ সালের ১১তম বার্লিন অলিম্পিক থেকে।
শুদ্ধ বানান: Miscellaneous (বিবিধ)।
- আধুনিক অলিম্পিকের পতাকায় ৫টি রং রয়েছে।
- এ পতাকায় সাদা পটভূমির উপর ৫টি বৃত্ত ৫টি মহাদেশকে নির্দেশ করে।

বৃত্তগুলোয় ব্যবহৃত রংগুলো হলো:
- ইউরোপের জন্য নীল;
- এশিয়ার জন্য হলুদ;
- আফ্রিকার জন্য কালো;
- আমেরিকার জন্য সবুজ এবং
- ওশেনিয়ার জন্য লাল।
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান মাইকেল ফেলপস।
- তিনি অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদ।
- বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস গোটা অলিম্পিক জীবনে ২৩টি অলিম্পিক স্বর্ণ পদকসহ ২৮টি পদক জয় করেন, যার মধ্যে ৭টি বিশ্ব রেকর্ড।
- তিনি অলিম্পিকের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ মিলে মোট ৬৫টি স্বর্ণ পদকসহ ৮২টি পদক জয় করেন।
‘মৃত্যুক্ষুধা’
- ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
- ১৯৩০ সালে প্রকাশিত এ উপন্যাসটি কাজী নজরুল ইসলামের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক রচনা।
- কাজী নজরুল ইসলাম বাস্তব অভিজ্ঞতা থেকে ‘মৃত্যুক্ষুধা’ রচনা করেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- কৃষ্ণনগরের চাঁদসড়ক এলাকার দরিদ্র হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের দুঃখ-দুর্দশাপূর্ণ জীবনকে কেন্দ্র করেই এ উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।

------------------------------------
------------------------------------
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
- ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো।
- বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু।
- বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত।
- আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত।

তাঁর সাহিত্যকর্ম হলো:

কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- দোলনচাঁপা,
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি

উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২৬ ফেব্রুয়ারি, ১৯৭১ সালে ঢাকায় শুরু হওয়া কমনওয়েলথ একাদশ বনাম পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (পিসিসিবি) নির্বাচিত একাদশের বিপক্ষে বেসরকারি টেস্ট ম্যাচে বাঙালি ক্রিকেটার রকিবুল হাসান ব্যাটে 'জয় বাংলা' লেখা স্টিকার লাগিয়ে বাঙালি জাতির স্বাধীনতার আকুতি জানিয়ে প্রতিবাদ করেন।
- শূন্যস্থানে flow (প্রবাহ) বসালে বাক্যটির অর্থ যথাযথ হয়।
- It is your task to make sure the flow of traffic without interruption- ট্রাফিকের প্রবাহ কোনো রকম বাধা ছাড়া নিয়ন্ত্রণ করাই হচ্ছে আপনার কাজ।

- Circulation- প্রদক্ষিণ;
- current- সাম্প্রতিক;
- procession- শোভাযাত্রা। 
শারীরিক শিক্ষা সংক্রান্ত সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি:
ডি. কে. ম্যাথিউস: শারীরিক কার্যকলাপের মাধ্যমে অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা।
• সি. এ. বুচার (C.A. Bucher): শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক উন্নয়ন ঘটিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া।
• হপ স্মিথ ও ক্লিফটন: বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গসঞ্চালনকেই শারীরিক শিক্ষা বলা হয়।
 জে. বি. ন্যাশ: শারীরিক শিক্ষা পুরো শিক্ষার এমন একটি অংশ যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তির শারীরিক ও স্বভাবগত পরিবর্তন এবং উন্নতি সাধন করে।
- বাংলাদেশের একমাত্র সামদ্রিক প্রবাল (কোরাল) দ্বীপ সেন্ট মার্টিন।
- এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।
- কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কি.মি দক্ষিণে নাফ নদীর মোহনায় 'সেন্টমার্টিন দ্বীপ' অবস্থিত।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান।
- মিস্টার মার্টিনের নামানুসারে এর নামকরণ করা হয়।
- এটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৩.৬ মি. উচুতে অবস্থিত।
- এর আয়তন ৮ বর্গ কি.মি।
- এই দ্বীপে অলিভ, গ্রিন ও হকসিবল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।
শুদ্ধ বানান: ATHLETICS (শরীরচর্যা ও খেলাধুলা)।
 কাবাডি ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে গৃহীত হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর, দেশের ক্রীড়া সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
- কাবাডি একটি ঐতিহ্যবাহী খেলা, যা গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
- এটি বাংলার মাটিতে বহু পুরনো সময় থেকে জনপ্রিয় ছিল।
- সহজ সরঞ্জাম ও খেলোয়াড়ের শরীরিক দক্ষতার উপর নির্ভরশীল এই খেলা বাংলাদেশের গ্রামীণ জনগণের মাঝে বিশেষভাবে জনপ্রিয় হওয়ায় ১৯৭২ সালে সরকার এটিকে জাতীয় খেলার মর্যাদা দেয়।
- কাবাডির মূল চেতনা এবং এর ঐতিহ্যিক গুরুত্বের কারণেই স্বাধীনতার পরপরই কাবাডিকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় ভারতে।
- ফাইভ 'এস' হকি খেলার সাথে জড়িত।
- ফাইভ এস হলো Stamina, Speed, Strength, Skill, and Spirit.
মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ:
- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে অবিরাম ঘূর্ণায়মান।
- মহাবিশ্ব গঠিত হয়েছে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু এবং গ্যালাক্সিসহ অসংখ্য উপাদান নিয়ে।
- গ্যালাক্সি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে হাজার হাজার কোটি নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ বিদ্যমান।
- পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ।
- এই ছায়াপথের বিস্তৃতি প্রায় এক লাখ আলোকবর্ষ।
জ্যামাইকার বিখ্যাত দৌড়বিদ উসাইন বোল্ট ২০০৯ সালে International Association of Athletics Federations (IAAF) এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে (Sprint) ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।
- ৪ ডিসেম্বর, জাতীয় বস্ত্র দিবস।
- বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে সরকার ৪ ডিসেম্বরকে 'জাতীয় বস্ত্র দিবস' হিসেবে ঘোষণা করে।

গুরুত্বপূর্ণ কিছু দিবস:
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় খেলা ছিল ফুটবল।
- তিনি ১৯৪০-১৯৪৮ সাল পর্যন্ত টানা ৮ বছর ঢাকা ওয়ান্ডারার্সের জার্সি গায়ে স্ট্রাইকার পজিশনে খেলেন।
- তাঁর নেতৃত্বে ১৯৪৩ সালে বগুড়ায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে ওয়ান্ডারার্স শিরোপা জয় করে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
- এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৬৪ সালে ১৮তম অলিম্পিক গেমস জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। 
- বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্য দেশ হিসেবে সদস্য পদ লাভ করে।
- ১৯৭৯ সালে সহযোগী দেশ হিসেবে আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে।
- ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পায় এবং ১৯৯৯ সালে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে।
- ২৬ জুন ২০০০ সালে ১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে।
- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে (গণমাধ্যম)।
- গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণমাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।
- রাষ্ট্র পরিচালনায় সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে।
- গণমাধ্যম সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে।
- ব্রিটিশ সাংসদ এডমন্ড বার্ক ১৭৮৭ সালে হাউজ অব কমন্সের সংসদীয় বির্তকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে নির্দেশ করতে সর্বপ্রথম Fourth Estate প্রত্যয়টি ব্যবহার করেন।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 'ছয় দফা' দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা' ঘোষণা করা হয়।
- 'ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা' দাবিকে 'পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
- 'ছয় দফা'র দাবিসমূহ হলো:
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ।
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা-সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।
লং জাম্পের আদর্শ ভেন্যুর বিবরণ:
- লং জাম্পের জন্য একটি আদর্শ ভেন্যুতে অন্তত ৪০ মিটার (১৩১ ফুট) দৈর্ঘ্যের একটি রানওয়ে থাকা প্রয়োজন, যার বাইরের দিকে কোনো নির্দিষ্ট সীমা নেই।
- রানওয়ের শেষে সাদা রঙের একটি টেকঅফ বোর্ড স্থাপন করা হয়, যা শেষ প্রান্ত থেকে কমপক্ষে ১ মিটার (৩.৩ ফুট) দূরত্বে থাকে।
- অবতরণের জন্য বালিতে ভরা একটি এলাকা থাকে, যার প্রস্থ কমপক্ষে ২.৭৫ মিটার (৯ ফুট) এবং সর্বাধিক ৩ মিটার (৯.৮ ফুট)।
উপন্যাস -  চরিত্র
পুতুলনাচের ইতিকথা - শশী, কুসুম, যাদব পণ্ডিত
পদ্মা নদীর মাঝি - কুবের, মালা, কপিলা
লালসালু - মজিদ, জমিলা, রহিমা
আনোয়ারা - আনোয়ারা, নূর ইসলাম। 
- বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী পঞ্চব্রীহি ধান আবিষ্কার করেন।
- এ ধান একবার রোপন করলে একই গাছ থেকে পাঁচবার ফলন পাওয়া যায়।
- 'কাউকে তিরস্কার করা' অর্থে- 'take to task' idiom-টি ব্যবহার করা হয়।
- Do not take a blind man to task- অন্ধ লোককে তিরস্কার করো না।
অলিম্পিক সাঁতারে ব্যক্তিগত মিডলে সাতারের ক্রম গুলো হলো- বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও ফ্রি স্টাইল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0