জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (২৮.০৬.২০১৭) (45 টি প্রশ্ন )

অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 'The Wealth of Nations' গ্রন্থটির রচয়িতা । 




রেডক্রস একটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান। এটি সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট । আন্তর্জাতিক মানবতা আইনের অধীনে, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের ভুক্তভোগীদের জীবন ও মর্যাদা রক্ষা করতে এর ২৫ সদস্যের কমিটির একটি স্বতন্ত্র ক্ষমতা আছে। এটি (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে) তিন বার নোবেল শান্তি পুরস্কার দ্বারা ভূষিত হয়।
উয়ারী বটেশ্বর ঢাকা শহর থেকে ৭০ কিমি উত্তর পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ । ধারনা করা হয় যে এ দুর্গ শহরটি খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩০০ অব্দের মধ্যে নির্মিত ।

Orientalism শব্দটির অর্থ প্রাচ্যবাদ । মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার সংস্কৃতি বোঝাতে পশ্চিমারা শব্দটি ব্যবহার করে থাকে । 


'Macbeth' প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্রাজেডি নাটক । 




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনষ্টন চার্চিল তাদের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪ জুন ১৯৪০ যে বক্তব্য দিয়েছিলেন তার সাধারণ শিরোনাম হলো 'We shall fight on the beaches' । 



সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা জ্যা জ্যাক রুশো একজন ফ্রেন্স ভাষী সুইস দার্শনিক । তিনি তার 'The Social Contract' বইয়ে লিখেছেন 'Man is born free, and everywhere he is in chains" . 



মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে নিযুক্ত আমেরিকান কনসাল জেনারেল আর্চার কে ব্লাড ১৯৭০-১৯৭১ সময়ের পূর্ব পাকিস্তানের রাজনীতি ও সরকার ব্যবস্থা নিয়ে লেখেন 'The Cruel Birth of Bangladesh: memoirs of an American diplomat'. গ্রন্থটি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয় । 



দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশি দেশ ভুটান ও ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। দুটো দেশ একই দিন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় একটি বিষয় প্রায়শ বিতর্কে এসে যায়, কোন দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে- ভুটান না ভারত? পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিভিন্ন তথ্য ও দাপ্তরিক প্রমাণক হতে জানা যায়, ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০-১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়।

source: dailyinqilab.com




'পূর্ব- পশ্চিম' সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস। তাঁর রচিত অন্যান্য ঐতিহাসিক উপন্যাসঃ
-সেই সময়
-প্রথম আলো
-একা এবং কয়েকজন।
আত্মজীবনীঃ
- অর্ধেক জীবন
-ছবির দেশে কবিতার দেশে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কাহিনি সংবলিত ১৯৭১ সালের জুনে মুক্তিপ্রাপ্ত ২০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চলচিত্র 'Stop Genocide' এর পরিচালক জহির রায়হান । 
♦ তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- আনোয়ারা
- কখনও আসেনি
- কাজল
- লেট দেয়ার বি লাইট 
- কাঁচের দেয়াল
- বেহুলা
- বাহানা
- সঙ্গম প্রভৃতি।


মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, পাবনা, ঢাকাসহ বিভিন্ন স্থানে ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করে। ফকিরগণ মহাস্থানে একটি দুর্গ নির্মাণ করে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলন হল এই ফকির সন্যাসী বিদ্রোহ।
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। কমনওয়েলথের বর্তমান প্রধানরাজা তৃতীয় চার্লস। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে।

কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি। ১৯৭২ সালে যখন যোগদান করেছিল তখন ৩২তম সদস্য হিসেবে করে যোগদান করে। কারণ ঐ সময় পূর্বে যোগদান করা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান কমনওয়েলথ থেকে সরে যায় । দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সরে ও ১৯৯৪ সালে যোগদান ও পাকিস্তান ১৯৮৯ সালে পুনরায় কমনওয়েলথ এ যোগদান করলে তারা তাদের পূর্বের ক্রমে ফিরে যাওয়ায় বাংলাদেশ এখন ৩৪তম সদস্য দেশ ।

সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সময়কাল হলো ২৩ এপ্রিল ১৯৪৬ - ১৪ আগস্ট ১৯৪৭।
বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক।
বাংলাদেশকে বিভিন্ন দেশের স্বীকৃতির তালিকাঃ
• ভুটান - ৬ ডিসেম্বর ১৯৭১ (প্রথম দেশ)
• ভারত - ৬ ডিসেম্বর, ১৯৭১
• পূর্ব জার্মানি  - ১১ জানুয়ারি ১৯৭২
• সোভিয়েত ইউনিয়ন  - ২৪ জানুয়ারি ১৯৭২
• সেনেগাল  - ১ ফেব্রুয়ারি ১৯৭২
• যুক্তরাজ্য - ৪ ফেব্রুয়ারি ১৯৭২
• জাপান  - ১০ ফেব্রুয়ারি ১৯৭২
• যুক্তরাষ্ট্র  - ৪ এপ্রিল ১৯৭২
• চীন  - ৩১ আগস্ট ১৯৭৫।

১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী দেশটির ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি হলো "Democracy is a government of the people, by the people and for the people". 





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের সান্‌ফ্রান্সিস্কো এবং সান্‌হোসে এই দুই শহরের মাঝামাঝি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, যা ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। ১৯৯৫ সালের পর থেকে এই সিলিকন ভ্যালির জনপ্রিয়তার সূত্রপাত। সিলিকন ভ্যালি ইন্টারনেট এবং উচ্চ প্রযুক্তি ব্যবসার সূতিকাগার।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0