I am not bad ... tennis.
Solution
Correct Answer: Option D
I am not bad at Tennis - আমি টেনিস খেলায় অদক্ষ নই।
কোনো বিষয়ে অদক্ষ বুঝাতে Bad at হয়। be bad at - দক্ষ না হওয়া
"at" শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়।
Preposition কে "সম্পর্কবোধক" বলা হয়।
Preposition এর মাধ্যমে বাক্যের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।
উদাহরণ:
- I am at home. (আমি বাসায় আছি।)
- The book is on the table. (বইটি টেবিলে আছে।)
"at" preposition এর ব্যবহার:
- স্থান বোঝাতে: I am at school. (আমি স্কুলে আছি।)
- সময় বোঝাতে: I will meet you at 5 pm. (আমি তোমার সাথে বিকেল ৫টায় দেখা করবো।)
- অবস্থা বোঝাতে: I am at peace. (আমি শান্তিতে আছি।)
- দক্ষতা/অদক্ষতা বোঝাতে: I am good at math. (আমি গণিতে ভালো।)