কারিগরি শিক্ষা অধিদপ্তর- বিভিন্ন পদ(কর্মচারী) ২৭-০৮-২০২১ (71 টি প্রশ্ন )
বন্দর আব্বাস ইরানের দক্ষিণ-প্সহচিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্রবন্দর । এটি ইরানের হোমুর্জগান প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী । বন্দরটি হরমুজ প্রণালীর তীরে একটি কৌশলগত অবস্থানের অবস্থিত ।
- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে ।
- এর বর্তমান সদস্য দেশ ৬৮টি ।
- এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত ।
- এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলন অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলা । তিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দক্ষিন অয়াফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট । তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ।
৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of Southeast Asian National ( ASEAN ) প্রতিষ্ঠা লাভ করে । এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত । এর বর্তমান সদস্য দেশ ১১ টি ।
৩২তম অলিম্পিক গেমস ২০২০ জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু করোনাভাইরাসের কারনে এটি ২০২১ সালে অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, ৩৩তম অলিম্পিক গেমস- ২০২৪ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে ।
- ১৯৭০ এর সাধারণ নিবার্চনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে 'মুজিব নগর সরকার' গঠন করা হয় ।
- ১৭ এপ্রিল, ১৯৭১ এ সরকার শপত গ্রহন করে ।
১০ এপ্রিল, ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম মুজিব নগর সরকার গঠিত হয় । এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ ১১ এপ্রিল, ১৯৭১ থেকে ১২ জানুয়ারি, ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - রাষ্ট্রপতি 
- সৈয়দ নজরুল ইসলাম - অস্থায়ী রাষ্ট্রপতি 
- তাজউদ্দিন আহমদ - প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা 
- ক্যাপ্টেন এম মনসুর আলী - অর্ত, বাণিজ্য, শিল্প ও যোগাযোগমন্ত্রী
পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় মিত্র আল বদর বাহিনী ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালির তৎকালীন শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে । জাতীয় জীবনে এ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ১৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস' হিসেবে পালন করা হয় ।
- উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া রাজবাড়ী আঠারো শতকে নির্মিত দিঘাপ্তিয়া মহারাজাদের বাসস্থান।
- এটি বর্তমান নাটোর জেলায় অবস্থিত ।
- বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ।
- রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করনে করেন । ১৮৯৭ সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হলে রাজা প্রমদনাথ এটি পূনঃনির্মাণ করেন । পূর্ব বঙ্গের গভর্নর মোনায়েম খানের নির্দেশে ১৯৬৭ সালে এটি গভর্নরের বাসভবনে পরিণত হয় ।
- বাংলাদেশ স্বাধীন হলে ৯ ফ্রেব্রুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নামকরণ করেন উত্তরা গনভবন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য স্বীকৃতিস্বরূপ ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব ভূষিত করেন ।
✔  এদের মধ্যে সেনাবাহিনী ৩ জন- সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল,সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ।
✔  বিমান বাহিনী ১ জন -ফ্লাইট লেঃ মতিউর রহমান ।
✔  ইপিয়ার ২ জন- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, আব্দুর রুউফ ।
✔  নৌবাহিনী ১ জন - স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
যেহেতু করিমের জন্মদিন ২৯শে ফেব্রুয়ারি, সেহেতু তার জন্ম সালটি অবশ্যই লিপ ইয়ার ( অধিবর্ষ ) । এখানে, অপশন গুলোর মধ্যে ২০০৪ সালই একমাত্র অধিবর্ষ ।
৪ বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে ৪ বর্গফুট ক্ষেত্রবিশিষ্ট একটি পাথর লাগবে।

ধরি সংখ্যা দুটি x এবং y
শর্তমতে, x + y = 10 ...... (i)
এবং xy = 24

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy = 102 - 4.24 = 4
বা, x - y = 2 ... (ii)

তাহলে,
(i) + (ii) ⇒ 2x = 12
বা, x = 6
∴ y = 4


০.৩
১/৩ = ০.৩৩
২/৩ = ০.৬৭
২/৫ = ০.৪০


একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে।
অর্থাৎ, ৬০ কিমি যেতে লাগে ১ ঘণ্টা 
∴ ২৪০ কি.মি. যেতে লাগবে ২৪০/৬০ = ৪ ঘণ্টা


পিতা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ৩০ × ৩ = ৯০ বছর
মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ২৫ × ২ = ৫০ বছর
∴ পিতার বয়স = ৯০ - ৫০ = ৪০ বছর 


৪০০ এর ৪৯/১০০
= ৪০০ × ৪৯/১০০
= ৪ × ৪৯
= ১৯৬


√0.0009
= √(9/10000)
= 3/100
= 0.03


রহিম ১ দিনে করে ১/৫ অংশ
সে ২০ দিনে করবে ১/৫ × ২০ = ৪ অংশ


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

০.৪ × ০.০২ × ০.৮
= ৪/১০ × ২/১০০ × ৮/১০
= ৬৪/১০০০০
= ০.০০৬৪


৩০ কে ২/৩ দিয়ে ভাগ করলে হয় ৪৫। 
৪৫ + ১০ = ৫৫


 ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। তা হল- ৪৩, ৪৭, ৫৩, ৫৯ মৌলিক সংখ্যা।


যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০° । তবে সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষকোণী হয়। 


এখানে,
১ম পদ (a) = ১২৮,
সাধারণ অনুপাত (r) = ৬৪/১২৮ = ১/২
∴ অষ্টম পদ = a.rn - 1
= ১২৮ × (১/২)৮ - ১
= ১২৮ × (১/২)
= ১২৮/১২৮
= ১


আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু2। তাহলে, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে, এর ক্ষেত্রফল হবে a2

বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোন বিন্দুর দুরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এটাকে এইভাবেও বলতে পারি- বৃত্তের কেন্দ্র ও পরিধির উপর যে কোন বিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্যকে বৃত্তের ব্যাসার্ধ বলে।


একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

43, 23, 19 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। 
16 মৌলিক সংখ্যা নয়। 


x + y + x - y = 12 + 2
বা, 2x = 14
বা, x = 7
∴ y = 5
So, xy = 35


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

মোট ছাত্র = ৬০ জন, ফেল করে = ৪২ জন, পাশ করে = (৬০-৪২) বা ১৮ জন
∴ পাশ করে = (১৮X ১০০)/৬০
= ৩০%


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0