মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (অফিস সহায়ক) -২৪.০৯.২০২১ (70 টি প্রশ্ন )
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
- বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।
- এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর।
- প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
নাইট্রোজেন অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরি হয় ।
- বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক এসিড তৈরি করেন ।
- স্বর্ণের খাদ বের করার জন্য নাইট্রিক এসিড দিয়ে পোড়ানো হয়।
- এছাড়া এটি সার কারখানা ও বৈদ্যুতিক সেল তৈরিতে ব্যবহার হয় ।
- আর স্বর্ণের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সালফিউরিক এসিড ।
রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক  -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রধান সেনাপতি -কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী
চিফ অব স্টাফ -লে.কর্নেল (অব.)আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ -গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার
ইউনেস্কো উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর ,২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documetary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register -এ অন্তর্ভুক্ত করে ।উল্লেখ্য ,১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে ।
নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ ।
- এটি চীন থেকে পূর্ব -পশ্চিম -দক্ষিণ এশিয়া ,ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক ।
- চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর ) নির্মাণের ঘোষণা দেন।
- প্রথম দিকে এর নাম করা হয় ওয়ান বেল্ট ,ওয়ান রোড (ওবিওআর) .২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রাখা হয়
হিমোগ্লোবিন হল রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার রঞ্জক পদার্থ ।
- এটি এক প্রকার সংযুক্ত প্রোটিন (আমিষ ) ।
- এর প্রধান দুটি উপাদান হল হিম বা আয়রন (৪%) এবং
- গ্লোবিন বা হিস্টোন জাতীয় প্রোটিন (৯৬%)।
- একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৩-১৬ গ্রাম ।
যে মেশিন Magnetic Ink Character Recognition (MICR) লেখা পড়তে পারে ,তাকে MICR Reader বলে ।চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়।MICR দ্বারা ব্যাংকের চেক নম্বর পড়া ও লেখা হয় ।
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।এর রাজধানী ভিয়েনতিয়েন ।দেশটির সরকারি নাম Laos peope's Democratic Republic .দেশটি ১৯৫৩ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন ।তিনি টানা ৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দীর্ঘ ১২ বছর ক্ষমতায় ছিলেন ।যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী ১৯৯৭ সালে সুশাসনের ৯ টি উপাদানের কথা উল্লেখ করেছেন ।যথা
১/অংশগ্রহণ
২/আইনের শাসন
৩/ স্বচ্ছতা
৪/ সংবেদনশীলতা
৫/ জনমতের প্রতি শ্রদ্ধা
৬/ ন্যায়পরায়ণতা
৭/ কার্যকারিতা ও দক্ষতা
৮/জবাবদিহিতা ও দায়বদ্ধতা
৯/ কৌশলগত লক্ষ্য
                                             
অঙ্কটির শর্তানুসারে ,অপশন ঘ থেকে পাই -
৪১/১২=৩ ভাগশেষ ৫
৪১/১৬= ২  "        ৯
অতএব ,অঙ্কটির শর্ত পুরণ করায় অপশন ঘ সঠিক
৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল -৩১,৩৭,৪১,৪৩,৪৭
অতএব , এদের গড় (৩১+৩৭+৪১+৪৩+৪৭)/৫ = ৩৯.৮
পুরুষ =12-9=3 জন
অতএব ,শতকরা পুরুষ =3/12 ×100%
                                        =25%
(-) এর মান থাকলে এবং ঘাত 4 হলে  {(মান)² +2}² -2
(+) এর মান থাকলে এবং ঘাত 4  হলে  {(মান)² -2}² -2
 
দেওয়া আছে ,
a-1/a=2
অতএব , a⁴+1/a⁴{(মান)² +2}² -2
                ={(2)²+2}²-2
               =(4+2)² -2    
                 =36-2
                 =34
3-3 =1/33=1/27
মনে করি ,
সংখ্যা ৫টি যথাক্রমে x,x+১,x+২,x+৩,x+৪
প্রশ্নমতে ,x+x+১+x+২+x+৩+x+৪
বা, ৫x+১০=৫৫৫
বা ,৫x=৫৪৫
বা,x=১০৯
অতএব ,সবেচেয়ে বড় সংখ্যাটি =১০৯+৪=১১৩


০° এর পূরক কোণ =(৯০°-০°)=৯০°
২/৩=০.৬৭
৮/১১=০.৭২
৩৩/৫০=০.৬৬
৩/৫=০.৬
১১/১৭=০.৬৪
অতএব ,২/৩ থেকে বড় ভগ্নাংষটি হল =৮/১১
ধরি,সংখ্যাটি x
শর্তমতে ,
x/২+৬=২x/৩
বা,  ২x/৩-x/২=৬
বা, (৪x-৩x)/৬=৬
অতএব , x=৩৬

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাগানটির ক্ষেত্রফল =৮০ ×৭০=৫৬০০ বর্গফুট
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ={৮০+(৫ ×২)}=৯০ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ = {৭০+(৫ ×২)}=৮০ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল=(৯০ ×৮০)=৭২০০ বর্গফুট
রাস্তার ক্ষেত্রফল =(৭২০০-৫৬০০)=১৬০০ বর্গফুট
সমবাহু ত্রিভুজটির প্রতিবাহু a সে.মি হলে
ক্ষেত্রফল =(√৩/৪)a²
শর্তমতে,
(√৩/৪)a²=৫০
বা, a²=(৫০×৪)/√৩
        =২০০/√৩
        =২০০/১.৭৩২
        =১১৫.৪৭
অতএব , a =√১১৫.৪৭=১০.৭৫ সে.মি
ধরি ,সংখ্যাটি =x
শর্তমতে ,(x×৮)- (x×২) =৭২
          বা, ৮x-২x =৭২
          বা, ৬x=৭২
 অতএব ,x =১২
(x-y)²=(x+y)²-4xy
         =(17)²-4.60
বা,(x-y)²=49
বা,x-y=7
১.৫৫৫৫৫ এর ৫%
=১.৫৫৫৫৫ ×৫/১০০
=.o৭৭৭৭৭৫
সমষ্টি -n(n+১)/২
=৯৯(৯৯+১)/২
=(৯৯×১০০)/২
=৪৯৫০
2a²+7ab-15b²
=2a²+10ab-3ab-15b²
=2a(a+5b)-3b(a+5b)
=(a+5b)(2a-3b)
x²-8x-8y+16+y²
=x²+y²+(-4)²+2.x.y+2.y(-4)+2(-4)x-2xy
=(x+y-4²)-2xy
অতএব , পূর্ণ বর্গ করতে হলে 2xy যোগ করতে হবে ।
কারণ (x+y-4)² আকারে তৈরি করতে (2xy) যোগ করা হয়েছে।
অর্থাৎ x²-8x-8y+16+y² এর সাথে 2xy যোগ করে পূর্ণ বর্গ (x+y-4)²
ক)0.3
খ)√0.3=0.54
গ)1/3=0.34
ঘ)2/3=0.4

অতএব , √0.3 বৃহত্তম
দেওয়া আছে ,x+1/x=2
x³+1/x³=(x+1/x)³-3.x.1/x(x+1/x)
          =(2)³-3.2
           =8-6
           =2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, প্রস্থ =x ,দৈর্ঘ্য =2x
শর্তমতে,
2x ×x=512
বা ,2x² =512
বা ,x²=256
বা, x=16
দৈর্ঘ্য =2×16=32 মিটার
পরিসীমা =২(32+16)=96 মিটার
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0