মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (অফিস সহায়ক) -২৪.০৯.২০২১ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
- বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।
- এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর।
- প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
i
ব্যাখ্যা (Explanation):
নাইট্রোজেন অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরি হয় ।
- বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক এসিড তৈরি করেন ।
- স্বর্ণের খাদ বের করার জন্য নাইট্রিক এসিড দিয়ে পোড়ানো হয়।
- এছাড়া এটি সার কারখানা ও বৈদ্যুতিক সেল তৈরিতে ব্যবহার হয় ।
- আর স্বর্ণের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সালফিউরিক এসিড ।
i
ব্যাখ্যা (Explanation):
রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক  -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রধান সেনাপতি -কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী
চিফ অব স্টাফ -লে.কর্নেল (অব.)আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ -গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার
i
ব্যাখ্যা (Explanation):
ইউনেস্কো উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর ,২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documetary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register -এ অন্তর্ভুক্ত করে ।উল্লেখ্য ,১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে ।
i
ব্যাখ্যা (Explanation):
নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ ।
- এটি চীন থেকে পূর্ব -পশ্চিম -দক্ষিণ এশিয়া ,ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক ।
- চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর ) নির্মাণের ঘোষণা দেন।
- প্রথম দিকে এর নাম করা হয় ওয়ান বেল্ট ,ওয়ান রোড (ওবিওআর) .২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রাখা হয়
i
ব্যাখ্যা (Explanation):
হিমোগ্লোবিন হল রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার রঞ্জক পদার্থ ।
- এটি এক প্রকার সংযুক্ত প্রোটিন (আমিষ ) ।
- এর প্রধান দুটি উপাদান হল হিম বা আয়রন (৪%) এবং
- গ্লোবিন বা হিস্টোন জাতীয় প্রোটিন (৯৬%)।
- একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৩-১৬ গ্রাম ।
i
ব্যাখ্যা (Explanation):
যে মেশিন Magnetic Ink Character Recognition (MICR) লেখা পড়তে পারে ,তাকে MICR Reader বলে ।চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়।MICR দ্বারা ব্যাংকের চেক নম্বর পড়া ও লেখা হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।এর রাজধানী ভিয়েনতিয়েন ।দেশটির সরকারি নাম Laos peope's Democratic Republic .দেশটি ১৯৫৩ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে
i
ব্যাখ্যা (Explanation):
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন ।তিনি টানা ৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দীর্ঘ ১২ বছর ক্ষমতায় ছিলেন ।যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী ১৯৯৭ সালে সুশাসনের ৯ টি উপাদানের কথা উল্লেখ করেছেন ।যথা
১/অংশগ্রহণ
২/আইনের শাসন
৩/ স্বচ্ছতা
৪/ সংবেদনশীলতা
৫/ জনমতের প্রতি শ্রদ্ধা
৬/ ন্যায়পরায়ণতা
৭/ কার্যকারিতা ও দক্ষতা
৮/জবাবদিহিতা ও দায়বদ্ধতা
৯/ কৌশলগত লক্ষ্য
                                             
i
ব্যাখ্যা (Explanation):
অঙ্কটির শর্তানুসারে ,অপশন ঘ থেকে পাই -
৪১/১২=৩ ভাগশেষ ৫
৪১/১৬= ২  "        ৯
অতএব ,অঙ্কটির শর্ত পুরণ করায় অপশন ঘ সঠিক
i
ব্যাখ্যা (Explanation):
৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল -৩১,৩৭,৪১,৪৩,৪৭
অতএব , এদের গড় (৩১+৩৭+৪১+৪৩+৪৭)/৫ = ৩৯.৮
i
ব্যাখ্যা (Explanation):
পুরুষ =12-9=3 জন
অতএব ,শতকরা পুরুষ =3/12 ×100%
                                        =25%
i
ব্যাখ্যা (Explanation):
(-) এর মান থাকলে এবং ঘাত 4 হলে  {(মান)² +2}² -2
(+) এর মান থাকলে এবং ঘাত 4  হলে  {(মান)² -2}² -2
 
দেওয়া আছে ,
a-1/a=2
অতএব , a⁴+1/a⁴{(মান)² +2}² -2
                ={(2)²+2}²-2
               =(4+2)² -2    
                 =36-2
                 =34
i
ব্যাখ্যা (Explanation):
3-3 =1/33=1/27
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি ,
সংখ্যা ৫টি যথাক্রমে x,x+১,x+২,x+৩,x+৪
প্রশ্নমতে ,x+x+১+x+২+x+৩+x+৪
বা, ৫x+১০=৫৫৫
বা ,৫x=৫৪৫
বা,x=১০৯
অতএব ,সবেচেয়ে বড় সংখ্যাটি =১০৯+৪=১১৩

i
ব্যাখ্যা (Explanation):
০° এর পূরক কোণ =(৯০°-০°)=৯০°
i
ব্যাখ্যা (Explanation):
২/৩=০.৬৭
৮/১১=০.৭২
৩৩/৫০=০.৬৬
৩/৫=০.৬
১১/১৭=০.৬৪
অতএব ,২/৩ থেকে বড় ভগ্নাংষটি হল =৮/১১
i
ব্যাখ্যা (Explanation):
ধরি,সংখ্যাটি x
শর্তমতে ,
x/২+৬=২x/৩
বা,  ২x/৩-x/২=৬
বা, (৪x-৩x)/৬=৬
অতএব , x=৩৬

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাগানটির ক্ষেত্রফল =৮০ ×৭০=৫৬০০ বর্গফুট
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ={৮০+(৫ ×২)}=৯০ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ = {৭০+(৫ ×২)}=৮০ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল=(৯০ ×৮০)=৭২০০ বর্গফুট
রাস্তার ক্ষেত্রফল =(৭২০০-৫৬০০)=১৬০০ বর্গফুট
i
ব্যাখ্যা (Explanation):
সমবাহু ত্রিভুজটির প্রতিবাহু a সে.মি হলে
ক্ষেত্রফল =(√৩/৪)a²
শর্তমতে,
(√৩/৪)a²=৫০
বা, a²=(৫০×৪)/√৩
        =২০০/√৩
        =২০০/১.৭৩২
        =১১৫.৪৭
অতএব , a =√১১৫.৪৭=১০.৭৫ সে.মি
i
ব্যাখ্যা (Explanation):
ধরি ,সংখ্যাটি =x
শর্তমতে ,(x×৮)- (x×২) =৭২
          বা, ৮x-২x =৭২
          বা, ৬x=৭২
 অতএব ,x =১২
i
ব্যাখ্যা (Explanation):
(x-y)²=(x+y)²-4xy
         =(17)²-4.60
বা,(x-y)²=49
বা,x-y=7
i
ব্যাখ্যা (Explanation):
১.৫৫৫৫৫ এর ৫%
=১.৫৫৫৫৫ ×৫/১০০
=.o৭৭৭৭৭৫
i
ব্যাখ্যা (Explanation):
সমষ্টি -n(n+১)/২
=৯৯(৯৯+১)/২
=(৯৯×১০০)/২
=৪৯৫০
i
ব্যাখ্যা (Explanation):
2a²+7ab-15b²
=2a²+10ab-3ab-15b²
=2a(a+5b)-3b(a+5b)
=(a+5b)(2a-3b)
i
ব্যাখ্যা (Explanation):
x²-8x-8y+16+y²
=x²+y²+(-4)²+2.x.y+2.y(-4)+2(-4)x-2xy
=(x+y-4²)-2xy
অতএব , পূর্ণ বর্গ করতে হলে 2xy যোগ করতে হবে ।
কারণ (x+y-4)² আকারে তৈরি করতে (2xy) যোগ করা হয়েছে।
অর্থাৎ x²-8x-8y+16+y² এর সাথে 2xy যোগ করে পূর্ণ বর্গ (x+y-4)²
i
ব্যাখ্যা (Explanation):
ক)0.3
খ)√0.3=0.54
গ)1/3=0.34
ঘ)2/3=0.4

অতএব , √0.3 বৃহত্তম
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে ,x+1/x=2
x³+1/x³=(x+1/x)³-3.x.1/x(x+1/x)
          =(2)³-3.2
           =8-6
           =2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, প্রস্থ =x ,দৈর্ঘ্য =2x
শর্তমতে,
2x ×x=512
বা ,2x² =512
বা ,x²=256
বা, x=16
দৈর্ঘ্য =2×16=32 মিটার
পরিসীমা =২(32+16)=96 মিটার
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0