১ম পদ = ১ ২য় পদ = ১ + ২ = ৩ ৩য় পদ = ৩ + ৩ = ৬ ৪র্থ পদ = ৬ + ৪ = ১০ ৫ম পদ = ১০ + ৫ = ১৫ ৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১ ৭ম পদ = ২১ + ৭ = ২৮ ৮ম পদ = ২৮ + ৮ = ৩৬ ৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫ ১০ম পদ = ৪৫ + ১০ = ৫৫
VENERATE অর্থ: গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।
Options-এর শব্দগুলোর অর্থ: - Condemn: দোষ দেওয়া; নিন্দা করা। - Severe: কড়া; কঠোর। - Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা। - Initiate: চালু/প্রবর্তিত করা। Venerate অর্থ গভীর শ্রদ্ধা করা। এর বিপরীত শব্দ হবে Condemn, যা নিন্দা বা দোষ দেওয়া বোঝায়। অন্য অপশনগুলো সঠিকভাবে বিপরীত অর্থ প্রকাশ করছে না।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Bee: স্ত্রী মৌমাছি, এর Masculine Gender হলো Drone (পুরুষ মৌমাছি)। - Roe: হরিণী, যার Masculine Gender হলো Hart (পুরুষ হরিণ)। - Doe: স্ত্রীজাতীয় হরিণ, এর Masculine Gender হলো Buck বা Stag।
- 'গর্ব করা/বড়াই করা' অর্থে pride এর সাথে preposition হিসেবে on/upon বসে। - The lady prides herself upon her beauty- মহিলাটি তার সৌন্দর্য্যের বড়াই করে।
- Candidate শব্দটি যখন "কোনো পদ বা সুযোগের জন্য প্রার্থী" বোঝাতে ব্যবহৃত হয়, তখন এর সাথে for প্রি-পজিশন ব্যবহৃত হয়। - বাক্যটি সঠিকভাবে হবে: I was a candidate for the post.
অন্য অপশনগুলোর ভুল কেন? A) I was a candidate to the post: - এখানে to ব্যবহার করা ভুল। Candidate-এর পর to বসে না।
B) I was candidate to the post: - এখানে a বাদ পড়েছে, যা Article সংক্রান্ত ত্রুটি।
C) I was a candidate of the post: - of ব্যবহৃত হয় কোনো সম্পর্ক বোঝাতে, কিন্তু এটি প্রার্থী হওয়া অর্থে সঠিক নয়।
সুতরাং, সঠিক উত্তর: D) I was a candidate for the post.
Gerund: - Gerund হলো এমন একটি শব্দ যা verb-এর সাথে -ing যোগ করে তৈরি হয় এবং বাক্যে noun হিসেবে কাজ করে। অর্থাৎ এটি একসঙ্গে verb ও noun এর কাজ করে। - Gerund সাধারণত verb-এর মূল রূপের সঙ্গে -ing যুক্ত করে গঠিত হয় এবং বাক্যে subject, object, বা complement হিসেবে ব্যবহৃত হয়। - উদাহরণ: reading, swimming, dancing।
বৈশিষ্ট্য: - Gerund একটি ক্রিয়ার শেষে -ing যোগ করে তৈরি হয়। - এটি noun হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, তবে এটি কোনো কর্ম (action) প্রকাশ করে না। - Gerunds বাক্যে subject, object, বা complement হিসেবে কাজ করে।
উদাহরণস্বরূপ: - Reading is fun. (এখানে "reading" হলো subject) - I enjoy swimming. (এখানে "swimming" হলো object) - Her favorite hobby is dancing. (এখানে "dancing" হলো complement)
Verbals: - Verbals হলো এমন শব্দ যা verb থেকে গঠিত হয়, কিন্তু বাক্যে verb হিসেবে কাজ করে না। - তিন ধরনের verbal রয়েছে: Gerund, Infinitive, এবং Participle। - Gerund বাক্যে শুধুমাত্র noun হিসেবে ব্যবহৃত হয়। - Verbals কখনোই বাক্যে এককভাবে action word (প্রধান verb) হিসেবে ব্যবহৃত হয় না।
সঠিক উত্তর হল A) To reach the highest point, summit, or climax
'Culminate' শব্দের অর্থ হল কোনো কিছুর সর্বোচ্চ পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো। এটি লাতিন শব্দ 'culmen' থেকে এসেছে, যার অর্থ 'শীর্ষ' বা 'চূড়া'।
উদাহরণ: - Her years of hard work culminated in winning the Nobel Prize. - The festival culminated in a grand fireworks display.
অন্যান্য বিকল্পগুলি সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে: B) To accuse truthfully = সত্যভাবে অভিযুক্ত করা C) To denounce = নিন্দা করা D) To ditch = পরিত্যাগ করা
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো: • ‘আঠারো আনা’ বাগ্ধারাটির অর্থ - বাড়াবাড়ি। • ‘বাঘের দুধ’ বাগ্ধারাটির অর্থ - অসম্ভব বস্তু। • 'পায়াভারি' বাগ্ধারাটির অর্থ হলো - অহংকার। • 'দুধের মাছি' বাগ্ধারাটির অর্থ হলো - সুসময়ের বন্ধু। • 'ঠোঁট কাটা' বাগ্ধারাটির অর্থ হলো - স্পষ্টভাষী। • 'গোঁয়ার গোবিন্দ' বাগ্ধারাটির অর্থ হলো - কাণ্ডজ্ঞানহীন।
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে । এ কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ - তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, - মধুস্মৃতি, - স্বাধীনতা তুমি, - রক্তাক্ত প্রান্তরে ।
আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থঃ - আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম), - যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও - আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান) ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।