Solution
Correct Answer: Option C
- "To do away with" মানে হলো কোনো কিছু সরিয়ে দেওয়া বা বাদ দিয়ে দেওয়া।
- অর্থাৎ, যেটা আছে সেটাকে আর রাখা হবে না, বন্ধ করে দেওয়া হবে।
- অপশনগুলোতে C) "to get rid of" মানেও হলো 'সরিয়ে দেওয়া' বা 'বাদ দেওয়া'। তাই এটিই সঠিক।